Ind-Pak: শুধু শোয়েবই ভারতের জামাই নন, Indian ললনার প্রেমে হাবুডুবু ‘এই’ Pak ক্রিকেটাররাও
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
টি টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2021) ভারত বনাম পাকিস্তান (Ind vs Pak) ম্যাচ ঘিরে উত্তেজনা বাড়ছে একটু একটু করে৷ এই অবস্থায় একটু অন্য স্বাদে চিনে নিন সেই পাকিস্তানি ক্রিকেটারদের যাঁরা ভারতীয় মেয়েদের প্রেমে মজেছেন৷
টি টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2021) আসর জমে উঠেছে৷ রবিবার মেগা ম্যাচ ভারত বনাম পাকিস্তান (Ind vs Pak) ৷ তাঁর আগে দেখে নিন সবসময় বিষয়টা কিন্তু ভারত বনাম পাকিস্তান হয় না৷ একধিক ভারতীয় বংশোদ্ভুত কন্যার সঙ্গে গাঁটছড়া বেঁধে ঘর করছেন পাকিস্তানি (India and Pakistan) ক্রিকেটাররা৷ পাকিস্তানি (Pakistani) অলরাউন্ডার মহম্মদ হাফিজ (Mohammad Hafeez) বিয়ে করেছেন নাজিয়াকে ( Nazia)৷ সেই ২০০৭ সালে৷ এই জুটি ফ্যানদের মধ্যে দারুণ জনপ্রিয়৷ সোশ্যাল মিডিয়ায় তাঁদের শেয়ার করা ছবি খুবই পছন্দ করেন ফ্যানরা৷ Photo- Collected
advertisement
advertisement
advertisement
advertisement