TRENDING:

IND vs ENG: চতুর্থ টেস্টের আগে বড় খারাপ খবর! সিরিজ থেকেই ছিটকে গেলেন ভারতীয় তারকা

Last Updated:

IND vs ENG: ইংল্যান্ড সফরে থাকা ভারতীয় ক্রিকেট দল চতুর্থ টেস্ট শুরুর আগে বড়সড় ধাক্কা খেল। দলের গুরুত্বপূর্ণ অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি হাঁটুর চোটে গোটা সিরিজ থেকেই ছিটকে গেলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইংল্যান্ড সফরে থাকা ভারতীয় ক্রিকেট দল চতুর্থ টেস্ট শুরুর আগে বড়সড় ধাক্কা খেল। দলের গুরুত্বপূর্ণ অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি হাঁটুর চোটে গোটা সিরিজ থেকেই ছিটকে গেলেন। রবিবার জিমে অনুশীলনের সময় চোট পান তিনি। চতুর্থ টেস্ট থেকে আগেই ছিটকে গিয়েছিলেন তারকা অলরাউন্ডার। তবে নীতিশ রেড্ডির চোট কতটা গুরুত্বপূর্ণ তা জানার অপেক্ষায় ছিল সকলেই।
News18
News18
advertisement

এবার নীতিশ রেড্ডির চোটের বিষয়ে আরও বড় খারাপ খবর দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই নিশ্চিত করেছে, নীতীশ চোটের কারণে আর ইংল্যান্ড সফরে খেলতে পারবে না। খুব শীঘ্রই তিনি দেশে ফিরে যাবেন। এর ফলে ভারতীয় দলে ব্যাটিং-বোলিং দুই দিকেই এক গুরুত্বপূর্ণ বিকল্প কমে গেল। চতুর্থ টেস্টের আগে সমস্যা আরও বাড়ল টিম ইন্ডিয়ার।

advertisement

শুধু নীতিশই নন, এই মুহূর্তে দলের আরও তিনজন ক্রিকেটার চোটের সমস্যায় ভুগছেন। চোট রয়েছে ঋষভ পন্থের। পেসার অর্শদীপ সিংয়ের আঙুলে কেটে যাওয়ার কারণে তাঁর চতুর্থ টেস্টে খেলা প্রায় অনিশ্চিত। তাছাড়া, আকাশ দীপও চোটে ভুগছেন, যদিও তিনি দ্বিতীয় ও তৃতীয় টেস্টে খেলেছিলেন। এই চোট সমস্যা মাথায় রেখেই নির্বাচকরা অংশুল কম্বোজকে দ্রুত স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছেন।

advertisement

আরও পড়ুনঃ Vaibhav Suryavanshi: এমন প্রাপ্তি কারও হয়নি! এবার ইংল্যান্ড থেকে যে ‘সার্টিফিকেট’ পেলেন বৈভব সূর্যবংশী

এদিকে, অর্শদীপ এখনও এই সিরিজে একটি ম্যাচও খেলেননি। নেট সেশনের সময় সাই সুদর্শনের একটি জোরালো শট আটকাতে গিয়ে তার বাঁ হাতে চোট লাগে। একইসঙ্গে আকাশ দীপের খেলা নিয়েও এখনো স্পষ্ট কোনো তথ্য মেলেনি। এমন পরিস্থিতিতে ভারতের পেস আক্রমণ ঘিরে কিছুটা অনিশ্চয়তা দেখা দিয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

চতুর্থ টেস্টে ভারতীয় স্কোয়াডে রয়েছেন: শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উপঅধিনায়ক ও উইকেটকিপার), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, অভিমন্য ঈশ্বরণ, করুন নায়ার, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, কুলদীপ যাদব এবং অংশুল কম্বোজ।

বাংলা খবর/ খবর/খেলা/
IND vs ENG: চতুর্থ টেস্টের আগে বড় খারাপ খবর! সিরিজ থেকেই ছিটকে গেলেন ভারতীয় তারকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল