Vaibhav Suryavanshi: এমন প্রাপ্তি কারও হয়নি! এবার ইংল্যান্ড থেকে যে 'সার্টিফিকেট' পেলেন বৈভব সূর্যবংশী

Last Updated:
Vaibhav Suryavanshi: উদীয়মান তারকা বৈভব সূর্যবংশী বেশ কিছুদিন ধরেই নজর কাড়ছেন। আইপিএল ২০২৫-এ তাঁর প্রতিভার ঝলক দেখানোর পর, ১৪ বছর বয়সী এই ক্রিকেটার বর্তমানে ইংল্যান্ডে ভারত অনূর্ধ্ব-১৯ দলের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
1/7
উদীয়মান তারকা বৈভব সূর্যবংশী বেশ কিছুদিন ধরেই নজর কাড়ছেন। আইপিএল ২০২৫-এ তাঁর প্রতিভার ঝলক দেখানোর পর, ১৪ বছর বয়সী এই ক্রিকেটার বর্তমানে ইংল্যান্ডে ভারত অনূর্ধ্ব-১৯ দলের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে ব্যাট হাতে দেখাচ্ছেন কামাল। ইংল্যান্ডে তার অনুরাগীর সংখ্যাও বেড়েই চলেছে।
উদীয়মান তারকা বৈভব সূর্যবংশী বেশ কিছুদিন ধরেই নজর কাড়ছেন। আইপিএল ২০২৫-এ তাঁর প্রতিভার ঝলক দেখানোর পর, ১৪ বছর বয়সী এই ক্রিকেটার বর্তমানে ইংল্যান্ডে ভারত অনূর্ধ্ব-১৯ দলের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে ব্যাট হাতে দেখাচ্ছেন কামাল। ইংল্যান্ডে তার অনুরাগীর সংখ্যাও বেড়েই চলেছে।
advertisement
2/7
অনেকে তাঁর বয়স নিয়ে বিতর্ক করতে পারেন, কিন্তু সেই সব কোলাহল থেকে অনেক দূরে সূর্যবংশী। তিনি যা করতে সবচেয়ে ভালো পারেন, সেটাই করে চলেছেন—রান করা। বিহারের এই 'ওয়ান্ডার বয়' সাহসী ব্যাটিংয়ের মাধ্যমে ইংল্যান্ডে সকলের নজর কাড়ছেন।
অনেকে তাঁর বয়স নিয়ে বিতর্ক করতে পারেন, কিন্তু সেই সব কোলাহল থেকে অনেক দূরে সূর্যবংশী। তিনি যা করতে সবচেয়ে ভালো পারেন, সেটাই করে চলেছেন—রান করা। বিহারের এই 'ওয়ান্ডার বয়' সাহসী ব্যাটিংয়ের মাধ্যমে ইংল্যান্ডে সকলের নজর কাড়ছেন।
advertisement
3/7
আইপিএলে তাঁর ঝলক ছিল কেবল শুরু। চলমান অনূর্ধ্ব-১৯ সিরিজে তিনি আরও এক ধাপ এগিয়ে গিয়েছেন। যুব ওয়ান ডে-তে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৭৮ বলে ১৪৩ রানের বিধ্বংসী ইনিংসটি এখন আলোচনার কেন্দ্রে রয়েছে। চারটি ওয়ানডেতে তিনি করেছেন ৩৫৫ রান, স্ট্রাইক রেট ১৭৪—যা সত্যিই চোখ ধাঁধানো। এর মধ্যে রয়েছে ২৭টি ছক্কা। বিদেশের মাটিতে তিনি রীতিমতো ঝড় তুলেছেন।
আইপিএলে তাঁর ঝলক ছিল কেবল শুরু। চলমান অনূর্ধ্ব-১৯ সিরিজে তিনি আরও এক ধাপ এগিয়ে গিয়েছেন। যুব ওয়ান ডে-তে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৭৮ বলে ১৪৩ রানের বিধ্বংসী ইনিংসটি এখন আলোচনার কেন্দ্রে রয়েছে। চারটি ওয়ানডেতে তিনি করেছেন ৩৫৫ রান, স্ট্রাইক রেট ১৭৪—যা সত্যিই চোখ ধাঁধানো। এর মধ্যে রয়েছে ২৭টি ছক্কা। বিদেশের মাটিতে তিনি রীতিমতো ঝড় তুলেছেন।
advertisement
4/7
প্রথম ইয়ুথ টেস্ট ম্যাচে তিনি উইকেটও নিয়েও ইতিহাস গড়েছেন। তিনি প্রথম ক্রিকেটার যিনি ১৫ বছর হওয়ার আগেই একটি ইয়ুথ টেস্ট ম্যাচে অর্ধশতরান করেন এবং উইকেটও নেন। ইংল্যান্ডে ক্রিকেটভক্তরা এই কিশোর প্রতিভার পারফরম্যান্সে মুগ্ধ। এই সিরিজ পর্যবেক্ষণকারী ইসিবি বিশ্লেষক ড্যানিয়েল পিকক জানিয়েছেন, ইংলিশ ভক্তদের মধ্যেও এখনই তাঁর নাম সচিন তেন্ডুলকর এবং বিরাট কোহলির সঙ্গে তুলনা করে উচ্চারিত হচ্ছে।
প্রথম ইয়ুথ টেস্ট ম্যাচে তিনি উইকেটও নিয়েও ইতিহাস গড়েছেন। তিনি প্রথম ক্রিকেটার যিনি ১৫ বছর হওয়ার আগেই একটি ইয়ুথ টেস্ট ম্যাচে অর্ধশতরান করেন এবং উইকেটও নেন। ইংল্যান্ডে ক্রিকেটভক্তরা এই কিশোর প্রতিভার পারফরম্যান্সে মুগ্ধ। এই সিরিজ পর্যবেক্ষণকারী ইসিবি বিশ্লেষক ড্যানিয়েল পিকক জানিয়েছেন, ইংলিশ ভক্তদের মধ্যেও এখনই তাঁর নাম সচিন তেন্ডুলকর এবং বিরাট কোহলির সঙ্গে তুলনা করে উচ্চারিত হচ্ছে।
advertisement
5/7
পিকক এক সাক্ষাৎকারে বলেন, “আমি যাঁদের সঙ্গে কথা বলেছি, সবার অনুভব একটাই—আমরা একটি অসাধারণ প্রতিভাকে প্রত্যক্ষ করছি। আমি তো বলব, এটি সম্ভবত এমন এক ১৪ বছর বয়সী ছেলেকে দেখছি, যে তার খেলায় বিশ্বের যেকোনো ক্রীড়াবিদের চেয়েও এগিয়ে। ইংল্যান্ডের মানুষের অনুভূতিও তাই—তাঁরা মনে করছেন তেন্ডুলকর-কোহলি পর্যায়ের, এমনকি তার চেয়েও বড় কিছু হতে যাচ্ছে।”
পিকক এক সাক্ষাৎকারে বলেন, “আমি যাঁদের সঙ্গে কথা বলেছি, সবার অনুভব একটাই—আমরা একটি অসাধারণ প্রতিভাকে প্রত্যক্ষ করছি। আমি তো বলব, এটি সম্ভবত এমন এক ১৪ বছর বয়সী ছেলেকে দেখছি, যে তার খেলায় বিশ্বের যেকোনো ক্রীড়াবিদের চেয়েও এগিয়ে। ইংল্যান্ডের মানুষের অনুভূতিও তাই—তাঁরা মনে করছেন তেন্ডুলকর-কোহলি পর্যায়ের, এমনকি তার চেয়েও বড় কিছু হতে যাচ্ছে।”
advertisement
6/7
“এখানে ওকে নিয়ে বেশ আলোচনাও শুরু হয়েছে। ক্রিকেটপ্রেমীরা ইতিমধ্যেই ওর নাম জানেন—যদিও সবাই ঠিকভাবে উচ্চারণ করতে পারেন না। এই ম্যাচগুলোতে সাধারণত গুটিকয়েক দর্শক থাকেন, কিন্তু এবার একটু বেশি মিডিয়া কভারেজ হচ্ছে (BBC, The Athletic, Getty ইত্যাদি এসেছে), এবং প্রচুর ব্রিটিশ-ইন্ডিয়ান এসেছেন বৈভবকে প্রথমবারের মতো সরাসরি দেখতে”, তিনি যোগ করেন।
“এখানে ওকে নিয়ে বেশ আলোচনাও শুরু হয়েছে। ক্রিকেটপ্রেমীরা ইতিমধ্যেই ওর নাম জানেন—যদিও সবাই ঠিকভাবে উচ্চারণ করতে পারেন না। এই ম্যাচগুলোতে সাধারণত গুটিকয়েক দর্শক থাকেন, কিন্তু এবার একটু বেশি মিডিয়া কভারেজ হচ্ছে (BBC, The Athletic, Getty ইত্যাদি এসেছে), এবং প্রচুর ব্রিটিশ-ইন্ডিয়ান এসেছেন বৈভবকে প্রথমবারের মতো সরাসরি দেখতে”, তিনি যোগ করেন।
advertisement
7/7
প্রতিশ্রুতিশীল প্রতিভায় ভরপুর এই দলে বৈভব সূর্যবংশী আলাদা করে নজর কাড়ছেন। মাত্র ১৪ বছর বয়সেই তিনি যে পরিপক্কতা ও ধৈর্যের পরিচয় দিচ্ছেন, তা বয়সের তুলনায় অনেক এগিয়ে। সামনে অনেক পথ বাকি, তবে শুরুটা বলছে—এই ছেলেটি ভবিষ্যতের মহাতারকা হতে চলেছে।
প্রতিশ্রুতিশীল প্রতিভায় ভরপুর এই দলে বৈভব সূর্যবংশী আলাদা করে নজর কাড়ছেন। মাত্র ১৪ বছর বয়সেই তিনি যে পরিপক্কতা ও ধৈর্যের পরিচয় দিচ্ছেন, তা বয়সের তুলনায় অনেক এগিয়ে। সামনে অনেক পথ বাকি, তবে শুরুটা বলছে—এই ছেলেটি ভবিষ্যতের মহাতারকা হতে চলেছে।
advertisement
advertisement
advertisement