পাকিস্তানের বিরুদ্ধে শুরু থেকেই হোচট খেয়েছিল টিম ইন্ডিয়া। রোহিত শর্মাকে প্রথম ওভারে তুলে নিয়ে ঝটকা দিয়েছিলেন পাক পেসার শাহিন আফ্রিদি। তার পর কে এল রাহুল হন তাঁর দ্বিতীয় শিকার। সেই ভেঙেচুরে যাওয়া ভারতীয় ব্যাটিং লাইন মেরামত করার চেষ্টা করেন বিরাট কোহলি। তিনি এদিন হাফ সেঞ্চুরি করে ভদ্রস্থ টার্গেট খাঁড়া করতে পেরেছিলেন। তবে এদিন বাবর আজম ও রিজওয়ান যা ফর্মে ছিলেন তাতে কোনও টার্গেটই তাঁদের হারাতে যথেষ্ট ছিল না বলে মনে হচ্ছিল। এমন অবস্থায় ভারতীয় বোলাররা কার্যত অসহায় আত্মসমর্পণ করলেন।
advertisement
আরও পড়ুন- বাবর, রিজওয়ানের ব্যাটে বিশ্বকাপে প্রথমবার কোহলির ভারতকে হারাল পাকিস্তান
পাকিস্তানের এত বড় জয়ে আনন্দে আত্মহারা ইমরান খান। পাকিস্তানের একমাত্র বিশ্বকাপজয়ী অধিনায়ক তিনি। বাবার আমজরা দুবাইতে আসার আগে ইমরান খানের সঙ্গে মিটিং করেছিলেন। বাবর আজম জানিয়েছিলেন, সেই মিটিংয়ে ইমরান খান তাঁদের সঙ্গে ১৯৯২ বিশ্বকাপের অভিজ্ঞতা শেয়ার করেছিলেন। ইমরান এটাও বলেছিলেন, ভারতের মতো বড় দলের বিরুদ্ধে নামলে শরীরী ভাষাটাই শেষ কথা। এদিন সেই পরামর্শ মেনেই সাফল্য পেল পাকিস্তান ক্রিকেট দল। শুরু থেকে শেষ পর্যন্ত ভারতীয় তারকাদের চোখে চোখ রেখে লড়াই করলেন রিজওয়ান, শাহিনরা।
ইমরান খান এদিন টুইটারে লিখলেন, বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান দলকে অনেক শুভেচ্ছা। সামনে থেকে দলকে নেতৃত্ব দিল বাবর। রিজওয়ান ও শাহিন আফ্রিদির কথাও আলাদা করে বলব। দেশ তোমাদের জন্য আজ গর্বিত।