আরও পড়ুন - Mike Tyson : এক ছোবলে ছবি! বিরক্ত করা যাত্রীকে চরম শিক্ষা দিলেন মাইক টাইসন
পশ্চিমবঙ্গের শ্রমমন্ত্রী বেচারাম মান্না, ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সান্মানিক সচিব শ্রদ্ধেয় জয়দীপ মুখার্জি এবং পশ্চিমবঙ্গ আইএফএ প্রেসিডেন্ট শ্রদ্ধেয় অজিত ব্যানার্জি এই টুর্নামেন্টের কথা ঘোষণা করেন শুক্রবার ২২ এপ্রিল। পশ্চিমবঙ্গ সরকারের শ্রমকল্যাণ বোর্ড এই টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব নেয়।
advertisement
বর্তমান পশ্চিমবঙ্গ সরকার সবসময় ক্রীড়া ও যুবকল্যানের প্রতি গুরুত্ব দিয়েছে। প্রাক্তন ও বর্তমান সমস্ত ক্রীড়াবিদ সবাইকে আর্থিক থেকে বিভিন্ন ধরনের সাহায্যের হাত বাড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকার। প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত, পি কে ব্যানার্জি সবাইকে সাহায্য করেছে। ভারতের ফুটবল মক্কা বাংলায় এই ধরনের ফুটবল টুর্নামেন্ট এবং প্রতিযোগিতায় উৎসাহ দিয়ে এসেছে বর্তমান পশ্চিমবঙ্গ সরকার।
এই ধরনের টুর্নামেন্ট থেকে উঠতি প্রতিভাদের খুঁজে বার করতে উদ্যোগ নেয় সরকার। টি গোল্ড কাপ টুর্নামেন্টে উত্তরবঙ্গের মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ১লা মে, ২০২২ জলপাইগুড়ি রয়ালস এবং জলপাইগুড়ি স্টার্সের মধ্যে ম্যাচ দিয়ে টুর্নামেন্টের সূচনা হবে, উদলাবারিতে। মোট ৪টি জায়গা মিলিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
১৪ই মে লেবং গ্রাউন্ডে ফাইনাল ম্যাচ আয়োজিত হবে, এছাড়াও কমলা টি এস্টেট এবং বিরপারা ক্লাব গ্রাউন্ডে ম্যাচ অনুষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গের শ্রমমন্ত্রী শ্রী বেচারাম মান্না এই টুর্নামেন্টের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। আইএফএ সাম্মানিক সচিব জয়দীপ মুখার্জি জানিয়েছেন টি গোল্ড কাপ টুর্নামেন্ট আয়োজিত হওয়ায় তিনি সন্মানিত এবং গর্বিত বোধ করছেন।
চা বাগান বলয়ে এই টুর্নামেন্ট সর্বজনগ্রাহ্য হবে এবং তৃণমূল স্তর থেকে প্রতিভা খুঁজে আনতে অভূতপূর্ব সাফল্য দেবে, আশা করছেন তিনি। এই টুর্নামেন্ট থেকে একঝাঁক তরুণ প্রতিভা উঠে আসবে সেই ব্যাপারে তিনি নিশ্চিত।
তিনি পশ্চিমবঙ্গ শ্রমকল্যাণ দপ্তর এবং সন্মানীয় মন্ত্রী শ্রী বেচারাম মান্নাকে অনেক ধন্যবাদ জানিয়েছেন, তাদের সাহায্য ছাড়া এই টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হত না। তবে এই টুর্নামেন্ট থেকে যদি প্রতিভাবান কিছু ফুটবলার উঠে আসে তবে সেটা বাংলার ফুটবলের উন্নয়ন একমত' সবাই।