Mike Tyson : এক ছোবলে ছবি! বিরক্ত করা যাত্রীকে চরম শিক্ষা দিলেন মাইক টাইসন

Last Updated:

Mike Tyson punches man on Florida bound flight. টাইসনকে বিরক্ত করার মজা টের পেলেন ভক্ত

টাইসনকে বিরক্ত করার মজা টের পেলেন ভক্ত
টাইসনকে বিরক্ত করার মজা টের পেলেন ভক্ত
#ফ্লোরিডা: তিনি জীবন্ত কিংবদন্তি। তবে খারাপ মেজাজের জন্য বদনাম চিরকালের। বেশকিছু হলিউড সিনেমা করেছেন। কিন্তু কেউ তাকে বিরক্ত করলে মাইক টাইসন সহজে ছেড়ে দেবেন না সেটা আবার প্রমাণিত। আনুষ্ঠানিকভাবে পেশাদার বক্সিং ছেড়েছেন সেই ১৭ বছর আগে। কিন্তু মাইক টাইসন মানেই আকর্ষণ, নতুন খবর। যে কারণে প্রদর্শনী ম্যাচ কিংবা বিভিন্ন রেসলিং প্রতিষ্ঠানের হয়ে চেহারা দেখিয়ে এখনো বেশ ভালোই বেঁচেবর্তে আছেন প্রাক্তন এই হেভিওয়েট বক্সার।
এবার যে কারণে খবর হয়েছেন, তাতে অবশ্য গর্বের চেয়ে গ্লানিই বেশি। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে ফ্লোরিডায় যাচ্ছিলেন টাইসন। সেখানেই এক তথাকথিত ভক্ত উত্ত্যক্ত করে যাচ্ছিলেন তাঁকে। হয়তো টাইসনের মনোযোগ আকর্ষণ করে পরিচিতি পাওয়াই উদ্দেশ্য ছিল! টাইসনের পেছনে কেবিনেই বসেছিলেন সেই ভক্ত। পেছন থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে জ্বালাতন করছিলেন টাইসনকে।
advertisement
advertisement
সাধারণ মানুষই যেখানে উত্ত্যক্ত হলে প্রতিক্রিয়া দেখান, সেখানে ইনি তো টাইসন, ধরাধামের সবচেয়ে বাজে মানুষ হিসেবে ‘কুখ্যাতি’ যার! টাইসনই-বা চুপচাপ থাকেন কী করে। কিছুক্ষণ সহ্য করলেন, এরপর আর পারলেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেল, পেশাদার ক্যারিয়ারে যেভাবে প্রতিপক্ষকে ঘুষির পর ঘুষি মেরে নকআউট করতেন, ঠিক একইভাবে সেই সহযাত্রীকে পেটাচ্ছেন টাইসন!
advertisement
ততক্ষণে সেই সহযাত্রীর বোঝা হয়ে গিয়েছে, টাইসনের সঙ্গে যা ইচ্ছা তা-ই করে পার পাওয়া যাবে না! প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, টাইসনের দেখা পেয়ে আপ্লুত সেই সহযাত্রীর সঙ্গে শুরুতে বেশ বন্ধুত্বপূর্ণ আচরণই করেছিলেন টাইসন। কিন্তু পরে সেই মাতাল যাত্রী একের পর এক কাণ্ড ঘটিয়ে উত্ত্যক্ত করে যাচ্ছিলেন টাইসনকে।
advertisement
ব্যস, আর সহ্য হয়নি প্রাক্তন হেভিওয়েট চ্যাম্পিয়নের। ইচ্ছেমতো পিটিয়েছেন। পরে উড়োজাহাজ ফ্লোরিডায় পৌঁছালে সেই যাত্রীকে চিকিৎসা দেওয়া হয়। টাইসন নিজে এ ব্যাপারে কিছু না বললেও তাঁর মুখপাত্র আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন।
জানিয়েছেন, সেই ভক্ত টাইসনের দিকে পানির বোতলও ছুড়ে মেরেছেন, দুর্ভাগ্যজনকভাবে আজ ফ্লাইটে মাইক টাইসনের সঙ্গে এক অভব্য ভক্তের সংঘর্ষ হয়, যিনি ক্রমাগত বিরক্ত করছিলেন টাইসনকে। জলের বোতলও ছুড়েছেন। সেই ভক্তের এমন কাজ করার আগে দুবার চিন্তা করা উচিত ছিল যে একজন সেলিব্রিটির সঙ্গে কীভাবে ব্যবহার করা উচিত।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Mike Tyson : এক ছোবলে ছবি! বিরক্ত করা যাত্রীকে চরম শিক্ষা দিলেন মাইক টাইসন
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement