টি টোয়েন্টি বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেল নিজেদের হট ফেভারিট মওকা মওকা ট্যাগলাইনকেই এবারের ভারত বনাম পাকিস্তান (Ind vs Pak) ম্যাচের জন্য ব্যবহার করেছে৷ যদিও এবারের ভিডিওতে নতুন ট্যুইস্টও আছে৷ একটি বাচ্চা ছেলে ও মেয়ে স্কুলে রয়েছে৷ সেখানে তাদের শূন্যের ধারণা দেওয়া হচ্ছে৷ আর সেখানেই মেয়েটি ছেলেটিকে বোঝাচ্ছে তাঁর বাবাই শূন্যের ধারণা দিয়েছে৷ ছেলেটির বাবা আসলে আসলে পাকিস্তানি ফ্যান৷ এখনও অবধি ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) লড়াইতে এখনও অবধি ভারতকে কখনও হারাতে পারেনি পাকিস্তান৷ তাই এইক্ষেত্রে তাদের স্কোর শূন্য৷
advertisement
আরও পড়ুন - ICC T20 World Cup: Ind vs Pak: স্বামী দলে নেই, তবুও হঠাৎ তুমুল নাচ কেন, ক্রিকেটার পত্নীর Viral Video
এই মওকা মওকা ভিডিওতকে ভিত্তি করে ফ্যানরাও নিজেদের মতো করে ভিডিও বানাচ্ছেন৷ এই মওকা মওকা (Mauka Mauka) ভিডিও সিরিজ স্টার স্পোর্টস লঞ্চ করেছিল ২০১৫ আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের ( ICC T20 World Cup ) সময় থেকে৷ তখন থেকেই ভাইরাল ভিডিও (Viral Video) এই বিজ্ঞাপনের ক্যাম্পেন৷
দুটি দলই নিজেদের সুপার ১২ অভিযান শুরু করছে একে অপরের বিরুদ্ধে ম্যাচ দিয়ে৷ টি টোয়েন্টি বিশ্বকাপে (ICC T20 World Cup 2021 ) ক্রিকেট ফ্যানদের জন্য সবচেয়ে পছন্দের ম্যাচ খেলেছে৷
আরও পড়ুন - Ind vs Pak: পাকিস্তানের বিরুদ্ধে মেগা ম্যাচের আগে এ কী করছেন বিরাটরা, দেখুন ভিডিও
দুই বছর বাদে বিরাট কোহলি (Virat Kohli) এন্ড কোং খেলবে বাবর আজমের (Babar Azam) পাকিস্তানের বিরুদ্ধে৷ বিশ্বকাপে আরও একবার ভারত পাকিস্তানের বিরুদ্ধে রেকর্ড অক্ষুন্ন রাখতে পারে কিনা সেটাই দেখার৷