Ind vs Pak: পাকিস্তানের বিরুদ্ধে মেগা ম্যাচের আগে এ কী করছেন বিরাটরা, দেখুন ভিডিও

Last Updated:

টি টোয়েন্টি বিশ্বকাপের (T20 Wold Cup) ভারত বনাম পাকিস্তান (Ind vs Pak) মেগা ম্যাচের আগে হাসাহাসিতে ব্যস্ত বিরাট এন্ড কোং৷ দেখুন ভিডিও৷

Virat Kohli and team have fun during shooting- Photo Courtesy- MPL Sports
Virat Kohli and team have fun during shooting- Photo Courtesy- MPL Sports
#দুবাই: ভারত বনাম পাকিস্তান  (Ind vs Pak) ম্যাচের আগে পারদ চড়ছে দুরন্ত গতিতে৷ বিরাট কোহলির (Virat Kohli) নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল মেগা ম্যাচের আগে ব্যস্ত হলেন বিশেষ শ্যুটিংয়ে ৷ টি টোয়েন্টি বিশ্বকাপের (T20 Wold Cup) জন্য নতুন জার্সিতে একেবারে ঝকমকে টিম ইন্ডিয়া শ্যুটিংয়ে একেবারে  চুটিয়ে আনন্দ করলেন৷ তাদের হাসি -মজার ছবি দুরন্ত গতিতে নেটদুনিয়ায় ভাইরাল৷ বিরাট কোহলি এন্ড কোং নিজেদের জার্সি স্পনসর এমপিএল স্পোর্টসের জন্য শ্যুটিংয়ে হাজির ছিলেন৷ কোহলি, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন, কেএল রাহুল ক্যামেরার সামনে পোজ করলেন৷
ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) জার্সি সরকারিভাবে অক্টোবরের ১৩ তারিখ লঞ্চ হয়েছে৷ এই জার্সি পরে তারা ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ার্মআপ ম্যাচ খেলেছে৷ ভিডিওটি বিসিসিআই নিজেদের ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করেছে ৷ সেখানের ট্যাগলাইনে তারা লিখেছে A bit of shooting fun with the boys to make your day brighter, Team India in the #BillionCheersJersey is a vibe!- অর্থাৎ ছেলেদের সঙ্গে শ্যুটিং মজার, আপনাদের দিনকে আরও উজ্জ্বল করে দেবে৷ বিলিয়ন চিয়ার্স জার্সি একটা অনুভূতি ৷ 
advertisement
advertisement
দেখে নিন সেই মজার আনন্দে ভেসে যাওয়ার টিম ইন্ডিয়ার ভিডিও
advertisement
টি টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) মেগা টক্কর ভারত বনাম পাকিস্তান (India Vs Pakistan) ম্যাচ ঘিরে উন্মাদন ফ্যানদের মধ্যে তুঙ্গে৷ প্রত্যেকেই ভারত বনাম পাকিস্তান (India Vs Pakistan) ম্যাচ দেখতে চান৷ কিন্তু মাঠে হাজির থেকে কিছু ভাগ্যবানই একমাত্র এই ম্যাচের সাক্ষী হতে পারবেন৷ রবিবারের এই মেগা ম্যাচের সব টিকিট (India vs Pakistan Match Ticket) দু সপ্তাহ আগেই সব বিক্রি হয়ে গেছে৷ টিকিট বিক্রি শুরু হওয়ার আধঘণ্টার মধ্যেই ওয়েটিং ১৩ হাজার পার করে যায়৷ ভারত বনাম পাকিস্তান (Ind vs Pak) ম্যাচের টিকিটের দাম (Ticket Price) নিয়ে আলোচনা তুঙ্গে৷  কিন্তু এখনও কেউই আশা ছাড়তে রাজি নন যে তাঁরা  টি টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পাবেন না৷ ভারত ও পাকিস্তান দুই দলের ফ্যানরাই দুবাই পৌঁছে যাচ্ছেন৷ দুবাইয়ের হোটেল সব ফুল হয়ে গেছে৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs Pak: পাকিস্তানের বিরুদ্ধে মেগা ম্যাচের আগে এ কী করছেন বিরাটরা, দেখুন ভিডিও
Next Article
advertisement
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের? চূড়ান্ত হচ্ছে দিনক্ষণ
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই সম্ভবত গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের
  • বিহার বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে মোদি-নীতীশের এনডিএ-জোট! এবার সরকার গঠনের পালা। সূত্রের খবর, সম্ভবত আগামী ২০ নভেম্বর বিহারের গান্ধি ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে বিহারের নবনির্বাচিত এনডিএ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement