Ind vs Pak: পাকিস্তানের বিরুদ্ধে মেগা ম্যাচের আগে এ কী করছেন বিরাটরা, দেখুন ভিডিও
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
টি টোয়েন্টি বিশ্বকাপের (T20 Wold Cup) ভারত বনাম পাকিস্তান (Ind vs Pak) মেগা ম্যাচের আগে হাসাহাসিতে ব্যস্ত বিরাট এন্ড কোং৷ দেখুন ভিডিও৷
#দুবাই: ভারত বনাম পাকিস্তান (Ind vs Pak) ম্যাচের আগে পারদ চড়ছে দুরন্ত গতিতে৷ বিরাট কোহলির (Virat Kohli) নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল মেগা ম্যাচের আগে ব্যস্ত হলেন বিশেষ শ্যুটিংয়ে ৷ টি টোয়েন্টি বিশ্বকাপের (T20 Wold Cup) জন্য নতুন জার্সিতে একেবারে ঝকমকে টিম ইন্ডিয়া শ্যুটিংয়ে একেবারে চুটিয়ে আনন্দ করলেন৷ তাদের হাসি -মজার ছবি দুরন্ত গতিতে নেটদুনিয়ায় ভাইরাল৷ বিরাট কোহলি এন্ড কোং নিজেদের জার্সি স্পনসর এমপিএল স্পোর্টসের জন্য শ্যুটিংয়ে হাজির ছিলেন৷ কোহলি, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন, কেএল রাহুল ক্যামেরার সামনে পোজ করলেন৷
ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) জার্সি সরকারিভাবে অক্টোবরের ১৩ তারিখ লঞ্চ হয়েছে৷ এই জার্সি পরে তারা ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ার্মআপ ম্যাচ খেলেছে৷ ভিডিওটি বিসিসিআই নিজেদের ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করেছে ৷ সেখানের ট্যাগলাইনে তারা লিখেছে A bit of shooting fun with the boys to make your day brighter, Team India in the #BillionCheersJersey is a vibe!- অর্থাৎ ছেলেদের সঙ্গে শ্যুটিং মজার, আপনাদের দিনকে আরও উজ্জ্বল করে দেবে৷ বিলিয়ন চিয়ার্স জার্সি একটা অনুভূতি ৷
advertisement
আরও পড়ুন- Ind-Pak: শুধু শোয়েবই ভারতের জামাই নন, Indian ললনার প্রেমে হাবুডুবু ‘এই’ Pak ক্রিকেটাররাও
advertisement
দেখে নিন সেই মজার আনন্দে ভেসে যাওয়ার টিম ইন্ডিয়ার ভিডিও
A bit of shooting fun with the boys to make your day brighter 😍
Team India in the #BillionCheersJersey is a vibe! #ShowYourGame @mpl_sport pic.twitter.com/8MnycPSKer — BCCI (@BCCI) October 22, 2021
advertisement
টি টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) মেগা টক্কর ভারত বনাম পাকিস্তান (India Vs Pakistan) ম্যাচ ঘিরে উন্মাদন ফ্যানদের মধ্যে তুঙ্গে৷ প্রত্যেকেই ভারত বনাম পাকিস্তান (India Vs Pakistan) ম্যাচ দেখতে চান৷ কিন্তু মাঠে হাজির থেকে কিছু ভাগ্যবানই একমাত্র এই ম্যাচের সাক্ষী হতে পারবেন৷ রবিবারের এই মেগা ম্যাচের সব টিকিট (India vs Pakistan Match Ticket) দু সপ্তাহ আগেই সব বিক্রি হয়ে গেছে৷ টিকিট বিক্রি শুরু হওয়ার আধঘণ্টার মধ্যেই ওয়েটিং ১৩ হাজার পার করে যায়৷ ভারত বনাম পাকিস্তান (Ind vs Pak) ম্যাচের টিকিটের দাম (Ticket Price) নিয়ে আলোচনা তুঙ্গে৷ কিন্তু এখনও কেউই আশা ছাড়তে রাজি নন যে তাঁরা টি টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পাবেন না৷ ভারত ও পাকিস্তান দুই দলের ফ্যানরাই দুবাই পৌঁছে যাচ্ছেন৷ দুবাইয়ের হোটেল সব ফুল হয়ে গেছে৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 22, 2021 8:06 PM IST