ICC T20 World Cup: Ind vs Pak: স্বামী দলে নেই, তবুও হঠাৎ তুমুল নাচ কেন, ক্রিকেটার পত্নীর Viral Video

Last Updated:

রবিবার টি টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) মেগা ম্যাচ- ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) ৷

 Yuzvendra Chahal's wife Dhanashree Verma dancing- Photo Courtesy- Dhanasree Verma/ Instagram  Video Grab
Yuzvendra Chahal's wife Dhanashree Verma dancing- Photo Courtesy- Dhanasree Verma/ Instagram Video Grab
#কলকাতা: আইসিসি টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ (ICC T20 World Cup) শুরু হয়ে গেছে সংযুক্ত আরব আমিরশাহি ও ওমানে৷ কোয়ালিফাইং পর্ব শেষে মূলপর্বের খেলা শুরু হয়ে গেছে৷ সুপার ১২ স্টেজের খেলা শুরু হয়ে গেছে শনিবার থেকে৷ আর রবিবার টি টোয়েন্টি বিশ্বকাপে মেগা ম্যাচ- ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) ৷ ধনশ্রী ভর্মা  (Dhanasree Verma) ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের (Tuzvendra Chahal) স্ত্রী৷ যুজবেন্দ্র চাহাল টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের (T20 World Cup) ১৫ জনের দলে সুযোগ পাননি৷ কিন্তু তিনিও ভারতীয় ক্রিকেট দলের দুরন্ত ফ্যান৷ তাই ভারতের বিশ্বকাপ অভিযানের শুভেচ্ছা জানাতেই এই ধামাল নাচের ভিডিও৷ আর সেই নাচের ভিডিও সামনে আসতেই ভাইরাল ভিডিও (Viral Video)৷
ভারতীয় ক্রিকেট দলের দাপুটে স্পিনার যুজবেন্দ্র চাহালকে এবার নির্বাচকরা টি টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) দলে তাঁকে রাখেননি৷ তাঁর বদলে সুযোগ পেয়েছেন রাহুল চাহার৷ কিন্তু ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগেই ধনশ্রী ভাইরাল ভিডিও (Viral Video) বুঝিয়ে দিয়েছে সব কিছুর উর্ধ্বে দেশের জন্য ভালোবাসা, নিজের ক্রিকেট দলের জন্য ভালোবাসা৷
advertisement
advertisement
ধনশ্রী ভর্মা (Dhanashree Verma) ভারতীয় দলের নতুন জার্সিতে নাচের যে ভিডিও করেছেন তা এখন ভাইরাল ভিডিও (Viral Video)৷  ধনশ্রী ভর্মা ইনস্টাগ্রামে নিজের অফিসিয়াল হ্যান্ডেল থেকে এই ভিডিও শেয়ার করেছেন৷ তিনি ‘ঘুমাকে গেম দেখা ’ গানের সঙ্গে নাচছেন৷ এই ভিডিও ইতিমধ্যেই ইনস্টগ্রামে কয়েক লক্ষ মানুষ এই ভিডিও দেখেছেন৷ বহু মানুষ এই ভিডিও দেখার পাশাপাশি তা শেয়ারও করেছেন৷ ফলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া থেকে কেউ আটকাতে পারছে না৷
advertisement
advertisement
যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) স্ত্রী ধনশ্রীর করা ভিডিওতে নিজের রিঅ্যাকশন দিয়েছেন তিনি , টি টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) জন্য টিম ইন্ডিয়াকে উদ্বুদ্ধ করার ডান্স ভিডিওতে (Viral Video)  লাল হৃদয়ের চিহ্ন দিয়েছেন৷
advertisement
আজ সন্ধ্যা সাড়ে সাতটায় মেগা ম্যাচে মুখোমুখি লড়াই ভারত বনাম পাকিস্তানের (Ind vs Pak)৷ অক্টোবরের ২৪ তারিখের এই ম্যাচ ঘিরে সারা ক্রিকেট দুনিয়ায় উন্মাদনা তুঙ্গে৷ টি টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) পাকিস্তানের বিরুদ্ধে জয়ের রেকর্ড বহাল রাখতেই মাঠে নামবে বিরাট কোহলি এন্ড কোং৷ ভারতীয় দল নিজেদের দুটি অনুশীলন ম্যাচেই জিতেছে৷ ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধ ব্যাটসম্যান ও বোলার সকলেই দারুণ ফর্মে আছেন এমনটাই মনে হয়েছে ক্রিকেট ফ্যানদের৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ICC T20 World Cup: Ind vs Pak: স্বামী দলে নেই, তবুও হঠাৎ তুমুল নাচ কেন, ক্রিকেটার পত্নীর Viral Video
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement