Viral: বন্দুকের সাইজ এত ছোট যে হাতের তালুতে লুকিয়ে ফেলা যায়! দাম ৫ লক্ষ টাকা

Last Updated:

দুনিয়ার একাধিক মানুষ বিভিন্ন জিনিসের শখ রাখেন৷ এমনও অনেক মানুষ রয়েছেন যাঁরা বন্দুকের (Guns) শখ রাখেন৷

world's smallest working revolver swiss mini gun price 5 lakh- Photo-Twitter/@TvnVintage
world's smallest working revolver swiss mini gun price 5 lakh- Photo-Twitter/@TvnVintage
#নয়াদিল্লি: দুনিয়ার একাধিক মানুষ বিভিন্ন জিনিসের শখ রাখেন৷ এমনও অনেক মানুষ রয়েছেন যাঁরা বন্দুকের  (Guns)  শখ রাখেন৷ কিছু মানুষ নিজেদের সুরক্ষার জন্যেও বন্দুক রাখেন তেমনিই অনেকেই এমনিতেই রাখেন৷ অপরাধীরা নিজেদের অপরাধমূলক কাজ সংগঠিত করার জন্যে বন্দুক রাখেন৷ নিজের হাতে কখনও রিভলভার না দেখলেও নিশ্চয় টিভি বা সিনেমার পর্দায় দেখেছেন৷ রিভালভরের (Revolver) ডিজাইনও বিভিন্নরকম হয়৷ এবার সামনে এল দুনিয়ার সবচেয়ে ছোট রিভলভার (World’s Smallest Working Revolver)৷ যা দেখলে আপনি হতবাক হয়ে যাবেন৷
সুইস মিনি গান (Swiss Mini Gun) দুনিয়ার সবচেয়ে ছোট রিভলভার৷ এই রিভলভার দেখতে খুব ছোট হলেও এটা বন্দুকের কাজই করে৷ গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নামও রয়েছে৷ বন্দুক ৫.৫ সেন্টিমিটার, আবার ৩.৫ সেন্টিমিটার উঁচু এবং ১ সেন্টিমিটার চওড়া৷ এর ওজন মাত্র ১৯.৮ গ্রাম৷ এই বন্দুক লুকনো কোনও ব্যাপার নয়৷ এই দিয়ে যা খুশি করা যায়৷ যার জন্য আমেরিকা ও ব্রিটেন এই বন্দুক আমদানি করাও নিষিদ্ধ৷ একদম খুদে এই বন্দুকের সব ফিচার্স একেবারে বড় বন্দুকের মতোই৷ এই বন্দুক বানানোর জন্য সুইস ওয়াচ মেকিং এবং জুয়েলারি ইন্ডাস্ট্রির ব্যবহার হয়৷
advertisement
advertisement
রিভলভার  C1ST  স্টেনলেস স্টিল মডেল এবং স্টাইলিশ লেদার হোল্ডারও পাওয়া যায়৷ এরইসঙ্গে ২৪ লাইভ এবং ২৪ ব্ল্যাক কার্টিজও দেখা যাচ্ছে৷ বন্দুকটি রিংয়ের সাহায্যে বেল্টে আটকানো যেতে পারে৷ এর দামের কথায় আসা যাক৷ এই খুদেতম বন্দুকের দাম ৫ লক্ষ টাকা৷ এই বন্দুক সোনার একটা ভার্সনেও পাওয়া যায়৷ এর পাওয়ার ১ জুলের থেকে কম৷
advertisement
যারা এই বন্দুক বানান তাঁরা জানিয়েছেন এই বন্দুক বানানো খুবই কঠিন৷ যদি এই বন্দুক দিয়ে শরীরের সবচেয়ে নরম অংশের একদম কাছে গিয়ে একেবারে বন্দুক চালান তাহলে ঘায়েল করতে পারে৷ খুব কম ক্ষেত্রেই এই বন্দুকের গুলির ঘায়ে কারোর মৃত্যু হতে পারে৷ এই বন্দুক সকলের কাছেই আশ্চর্যের বিষয়৷
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral: বন্দুকের সাইজ এত ছোট যে হাতের তালুতে লুকিয়ে ফেলা যায়! দাম ৫ লক্ষ টাকা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement