TRENDING:

Viral Video: Pakistan-র জার্সি, দল হারতেই হাউহাউ করে কান্না খুদে ফ্যানের, সামলাতে পারছে না বাবাও, ভাইরাল ভিডিও শেয়ার শোয়েব আখতারের

Last Updated:

ICC T20 World Cup: একটি খুদে যাঁর নাম সালেহ তাকে নিয়েই এই ভিডিওটি৷ সেই ভিডিও এখন ভাইরাল ভিডিও (Viral Video)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: টি টোয়েন্টি বিশ্বকাপের (ICC T20 World Cup) সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাকিস্তানের হার- তারপরেই  পাক তারকা শোয়েব আখতার (Shoaib Akhtar) শেয়ার করলেন একটি মর্মস্পর্শী ভিডিও৷ একটি খুদে যাঁর নাম সালেহ তাকে নিয়েই এই ভিডিওটি৷ সেই ভিডিও এখন ভাইরাল ভিডিও (Viral Video)৷  পাকিস্তান সেমিফাইনালে হেরে যাওয়ায় মনের দুঃখে সে হাউহাউ করে কাঁদছে৷  কখনও দৌড়ে চলে যাচ্ছে টিভি স্ক্রিনের কাছে, সেখানে হাত ছুঁড়ে নিজের দুঃখের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে৷
 ICC T20 world cup: shoaib akhtar shares video of crying child - Photo Courtesy- Instagram/ Video Grab
ICC T20 world cup: shoaib akhtar shares video of crying child - Photo Courtesy- Instagram/ Video Grab
advertisement

পাকিস্তান এবারের টুর্নামেন্টে সেমিফাইনালের আগে একটি ম্যাচও হারেনি, আর অস্ট্রেলিয়ার কাছে সেমিফাইলানে হেরে একেবারে টি টোয়েন্টি বিশ্বকাপ (ICC T20 World Cup) থেকেই ছিটকে গেল৷ পাকিস্তানকে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম দাবিদার মানা হলেও তারা ফাইনালেই পৌঁছতে পারল না৷ পাকিস্তানের এই হার তার ফ্যানদের খুব খারাপ লেগেছে৷ অস্ট্রেলিয়ার ম্যাথু ওয়েড তিনটি ছক্কা মারেন ভারতের ম্যাচের দিন ত্রাস হয়ে ওঠা শাহিন আফ্রিদিকে৷ আর এই ছক্কাগুলির জন্যেই পাকিস্তান ম্যাচ হেরে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যায়৷

advertisement

আরও পড়ুন - ICC T20 World Cup: শুয়ে রয়েছেন ICU-তে, ফুসফুসের সংক্রমণ সারিয়ে মাঠে নেমেই কামাল রিজওয়ানের

আরও পড়ুন - LifestyleTips: নষ্ট হয়ে যাচ্ছে সাধের আচার? অনেক দিন তরতাজা রাখতে মেনে চলুন এই সহজ নিয়মগুলো

গোটা পাকিস্তান এরপর গভীর শোকে ডুবে যায়৷ শোয়েব আখতার দেশের ফ্যানদের এই শোক বোঝাতেই একটি ছোট ছেলের কান্নার ভিডিও পোস্ট করেন নিজের অফিসিয়াল সোশ্যাল হ্যান্ডেলে৷ তিনি ভিডিও-র ট্যাগলাইনে লেখেন  পাকিস্তান ফ্যানদের আবেগ৷ তিনি লেখেন , "This is what happens when your team plays well. Fans get engaged. That's why this World Cup was so important for us."- অর্থাৎ ‘‘এটা হয় যখন তোমার দল ভালো খেলে, ফ্যানরা আসক্ত হয়ে পড়ে৷ এই জন্য বিশ্বকাপ আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ ছিল৷ ’’ - শোয়েব আখতারের  (Shoaib Akhtar)  এই  পোস্ট করা ভিডিওটি এখন ভাইরাল ভিডিও (Viral Video)৷

advertisement

আখতার নিজেও হতাশ৷ তিনি বলেছেন, ‘‘পাকিস্তানের আরও ২০ রান বেশি করা উচিত ছিল৷ ওঁরা মাঝের ওভারে স্লো খেলেছেন৷ গোটা দেশ ভাঙা হৃদয়  নিয়ে রয়েছে৷ যাক মনে করার কিছু নেই, তোমরা ভালো করেছ৷ এই ম্যাচ থেকে অনেক কিছু শেখার আছে৷ এই বিশ্বকাপটা আমাদের মুঠোয় ছিল৷’’

সেরা ভিডিও

আরও দেখুন
শিশুদের করুণ অবস্থা! হাজার আলোর ভিড়ে সমাজের 'অন্ধকার' দেখবেন এই মণ্ডপে
আরও দেখুন

শোয়েব আখতার একটি ভিডিও নিজেও পোস্ট করেন  সেখানে তিনি বলেছেন, ‘‘আমার দুঃখ হচ্ছে যে পাকিস্তান হেরে গেছে৷ এটা খুবই দুর্ভাগ্যজনক, আমরা দেশকে সমর্থণ করা বন্ধ করতে পারি না৷ আমরা খারাপ হেরেছি নয়, আমদারে মানতে হবে অস্ট্রেলিয়া দারুণ ক্রিকেট খেলেছে৷’’

বাংলা খবর/ খবর/খেলা/
Viral Video: Pakistan-র জার্সি, দল হারতেই হাউহাউ করে কান্না খুদে ফ্যানের, সামলাতে পারছে না বাবাও, ভাইরাল ভিডিও শেয়ার শোয়েব আখতারের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল