TRENDING:

ICC T20 World Cup: টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে মাঠে কোনওমতে মৃত্যু ঠেকালেন আলিম দার, Viral Video

Last Updated:

বীভৎস বড় বিপত্তি নইলে ঘটে যেত টি টোয়েন্টি বিশ্বকাপের (ICC T20 World Cup) মঞ্চে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্টইন্ডিজ (South Africa vs West Indies)  ম্যাচ চলছিল টি টোয়েন্টি বিশ্বকাপে (ICC T20 World Cup)৷ কিন্তু  সেখানে কোনওক্রমে জীবন বাঁচল পাকিস্তানি আম্পায়র আলিম দারের (Aleem dar) ৷  তাও আবার একবার নয়, দু -দুবার প্রাণ সংশয় হচ্ছিল এই আম্পায়ারের ৷ বীভৎস বড় বিপত্তি নইলে ঘটে যেত টি টোয়েন্টি বিশ্বকাপের (ICC T20 World Cup) মঞ্চে৷ এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল (Viral Video)৷ যেভাবে আলিম দার অসম্ভব দক্ষতার সঙ্গে জীবন বাঁচিয়েছেন তাতে সকলেই তাঁর ক্ষিপ্রতার প্রশংসায় পঞ্চমুখ৷
 pakistan umpire aleem dar saved him from getting hit twice video goes viral- Photo Courtesy- Twitter/ Video Grab
pakistan umpire aleem dar saved him from getting hit twice video goes viral- Photo Courtesy- Twitter/ Video Grab
advertisement

ঘটনাটি ঘটেছে টি টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup)  দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্টইন্ডিজ (South Africa vs West Indies)  ম্যাচে ক্যারিবিয়ান ইনিংসের ২০ তম ওভারে৷ প্রথমে ব্যাটিং করে ওয়েস্টইন্ডিজ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট খুইয়ে ১৪৩ রান করে৷ শেষ ওভারে স্ট্রাইকে ছিলেন কায়রন পোলার্ড , তিনি প্রিটোরিয়াসের বলে সোজা শট মারেন৷ বল দ্রুত আম্পায়ারের দিকে ধেয়ে যায়৷ আলিম দার দ্রুততার সঙ্গে নিজেকে বাঁচিয়ে নেন৷ কিন্তু এভাবে নিজেকে বাঁচাতে গিয়ে মাটিতে পড়ে  যান তিনি৷

advertisement

আরও পড়ুন - Ind vs Pak: Harbhajan-র সঙ্গে তুমুল ঝগড়া Mohammad Amir-র, মোক্ষম অপমান করে চুপ করালেন ভাজ্জি

দেখুন সেই ভাইরাল ভিডিও (Viral Video)৷

বল সোজা বাউন্ডারির দিকে যাচ্ছিল, তখনই ফিল্ডার রাসি বান ডের দুসান তাকে ধরে নিয়ে থ্রো করে দেন৷  তাঁর থ্রো ফের ধেয়ে আসে আলিম দারের দিকে৷ কোনওক্রমে এবারেও তিনি নিজেকে বাঁচাতে সক্ষম হন৷ দক্ষিণ আফ্রিকা দল ৮ উইকেটে ম্যাচ জিতে নেয়৷ এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে এটা দক্ষিণ আফ্রিকার প্রথম জয়৷

advertisement

আরও পড়ুন - T20 World Cup: পাকিস্তানের হাফিজকে আউট করতে উড়লেন ‘এই’ কিউয়ি প্লেয়ার, Viral Video

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

গত ম্যাচে তারা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারতে হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে৷ অন্যদিকে এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ হারায় টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছনোর আশা তাদের অনেকটাই কম হয়ে গেল এক ধাক্কায়৷ প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৪৩ রান করে৷ তা দক্ষিণ আফ্রিকা ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায়৷ রিজা হেড্রিক্স ৩৯ ও দুসান ৪৩ ও মার্করম ৫১ রান করেন৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
ICC T20 World Cup: টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে মাঠে কোনওমতে মৃত্যু ঠেকালেন আলিম দার, Viral Video
Open in App
হোম
খবর
ফটো
লোকাল