T20 World Cup: পাকিস্তানের হাফিজকে আউট করতে উড়লেন ‘এই’ কিউয়ি প্লেয়ার, Viral Video

Last Updated:

টি টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) পাকিস্তান বনাম নিউজিল্যান্ড (Pakistan vs New Zealand) ম্যাচের সেই ক্যাচ এখন ভাইরাল ভিডিও (Viral Video)৷

Viral Video  ICC T20 World Cup: Pak vs NZ: Devon Conway takes flying catch- Photo Courtesy- Twitter/Video Grab
Viral Video ICC T20 World Cup: Pak vs NZ: Devon Conway takes flying catch- Photo Courtesy- Twitter/Video Grab
#দুবাই: পাকিস্তানের টি টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) অভিযান দারুণ শুরু হয়েছে৷ তারা ভারতকে ১০ উইকেটে হারানোর পর দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৮ বল বাকি থাকতে পাঁচ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে৷  নিউজিল্যান্ড পরপর দুটি ম্যাচে হারলেও কিন্তু এই মুহূর্তে নেটদুনিয়া কাঁপাচ্ছে তাঁদের ক্রিকেটার ডেবোন কনওয়ের একটি ক্যাচ৷ যা সব ক্রিকেটপ্রেমীদের মন জিতে নিয়েছে৷ পাকিস্তান বনাম নিউজিল্যান্ড (Pakistan vs New Zealand) ম্যাচের সেই ক্যাচ এখন ভাইরাল ভিডিও (Viral Video)৷
মিচেল সেন্টনরের বলে পাকিস্তানি অলরাউন্ডার মহম্মদ হাফিজের (Mohammad Hafeez) ক্যাচ এমনভাবে নেন যে মনে হল পুরো আকাশে উড়ে ধরে ফেললেন ক্যাচ৷ মাঠ থেকে সমান্তরালে আকাশে বডি ছুঁড়ে দিয়ে ধরে নেন ক্যাচ৷ যা দেখে মাঠের দর্শক ও টিভির দর্শকরা একেবারে অবাক৷ ফলে নেটিজেনরা দায়িত্ব নিয়ে সেই ভিডিও ভাইরাল (Viral Video) করে দিয়েছেন৷
advertisement
advertisement
এই ঘটনা ঘটেছে পাকিস্তানের ১১ তম ওভারে৷ বল করেছিলেন কিউয়ি স্পিনার মিচেল সেন্টনর৷ হাফিজ তাঁর ওই ওভারের শেষ বলে ক্রিজ থেকে এগিয়ে গিয়ে লং অফ ও কভারের  ওপর দিয়ে শট মারেন৷ ব্যাট পুরোপুরি বলে আসে৷ তারপর দ্রুত বাউন্ডারির দিকে ছুটে বেরিয়ে যায়৷ লং অন বাউন্ডারিতে থাকা কনওয়ে নিজের বাঁ দিকে দৌড়ে ফুল লেংথ ডাইভ দেন এবং এক অসম্ভব ক্যাচ নেন৷ দেখুন সেই ভাইরাল ভিডিও (Viral Video)৷
advertisement
advertisement
কনওয়ের ডাইভের টাইমিং দারুণ ছিল৷ কনওয়ে এই দারুণ ক্যাচের জন ১১ রানেই আউট হয়ে যান৷ তিনি বড় বিস্ফোরক অবস্থায় ছিলেন৷ হাফিজ প্রথম বলেই ছক্কা মেরেছিলেন৷
advertisement
কনওয়ের এই অসাধারণ ক্যাচও দলকে হার থেকে বাঁচাতে পারেনি৷ পাকিস্তান এই ম্যাচ পাঁচ উইকেটে জিতে যায়৷ টি টোয়েন্টি বিশ্বকাপের (ICC T20 World Cup) প্রথম দুটি ম্যাচে জয়ের ফলে নিজেদের গ্রুপে এক নম্বরে রয়েছে পাকিস্তান৷ তাদের পারফরম্যান্স যেভাবে যাচ্ছে তা টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট কার্যত নিশ্চিত৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
T20 World Cup: পাকিস্তানের হাফিজকে আউট করতে উড়লেন ‘এই’ কিউয়ি প্লেয়ার, Viral Video
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement