T20 World Cup: পাকিস্তানের হাফিজকে আউট করতে উড়লেন ‘এই’ কিউয়ি প্লেয়ার, Viral Video

Last Updated:

টি টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) পাকিস্তান বনাম নিউজিল্যান্ড (Pakistan vs New Zealand) ম্যাচের সেই ক্যাচ এখন ভাইরাল ভিডিও (Viral Video)৷

Viral Video  ICC T20 World Cup: Pak vs NZ: Devon Conway takes flying catch- Photo Courtesy- Twitter/Video Grab
Viral Video ICC T20 World Cup: Pak vs NZ: Devon Conway takes flying catch- Photo Courtesy- Twitter/Video Grab
#দুবাই: পাকিস্তানের টি টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) অভিযান দারুণ শুরু হয়েছে৷ তারা ভারতকে ১০ উইকেটে হারানোর পর দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৮ বল বাকি থাকতে পাঁচ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে৷  নিউজিল্যান্ড পরপর দুটি ম্যাচে হারলেও কিন্তু এই মুহূর্তে নেটদুনিয়া কাঁপাচ্ছে তাঁদের ক্রিকেটার ডেবোন কনওয়ের একটি ক্যাচ৷ যা সব ক্রিকেটপ্রেমীদের মন জিতে নিয়েছে৷ পাকিস্তান বনাম নিউজিল্যান্ড (Pakistan vs New Zealand) ম্যাচের সেই ক্যাচ এখন ভাইরাল ভিডিও (Viral Video)৷
মিচেল সেন্টনরের বলে পাকিস্তানি অলরাউন্ডার মহম্মদ হাফিজের (Mohammad Hafeez) ক্যাচ এমনভাবে নেন যে মনে হল পুরো আকাশে উড়ে ধরে ফেললেন ক্যাচ৷ মাঠ থেকে সমান্তরালে আকাশে বডি ছুঁড়ে দিয়ে ধরে নেন ক্যাচ৷ যা দেখে মাঠের দর্শক ও টিভির দর্শকরা একেবারে অবাক৷ ফলে নেটিজেনরা দায়িত্ব নিয়ে সেই ভিডিও ভাইরাল (Viral Video) করে দিয়েছেন৷
advertisement
advertisement
এই ঘটনা ঘটেছে পাকিস্তানের ১১ তম ওভারে৷ বল করেছিলেন কিউয়ি স্পিনার মিচেল সেন্টনর৷ হাফিজ তাঁর ওই ওভারের শেষ বলে ক্রিজ থেকে এগিয়ে গিয়ে লং অফ ও কভারের  ওপর দিয়ে শট মারেন৷ ব্যাট পুরোপুরি বলে আসে৷ তারপর দ্রুত বাউন্ডারির দিকে ছুটে বেরিয়ে যায়৷ লং অন বাউন্ডারিতে থাকা কনওয়ে নিজের বাঁ দিকে দৌড়ে ফুল লেংথ ডাইভ দেন এবং এক অসম্ভব ক্যাচ নেন৷ দেখুন সেই ভাইরাল ভিডিও (Viral Video)৷
advertisement
advertisement
কনওয়ের ডাইভের টাইমিং দারুণ ছিল৷ কনওয়ে এই দারুণ ক্যাচের জন ১১ রানেই আউট হয়ে যান৷ তিনি বড় বিস্ফোরক অবস্থায় ছিলেন৷ হাফিজ প্রথম বলেই ছক্কা মেরেছিলেন৷
advertisement
কনওয়ের এই অসাধারণ ক্যাচও দলকে হার থেকে বাঁচাতে পারেনি৷ পাকিস্তান এই ম্যাচ পাঁচ উইকেটে জিতে যায়৷ টি টোয়েন্টি বিশ্বকাপের (ICC T20 World Cup) প্রথম দুটি ম্যাচে জয়ের ফলে নিজেদের গ্রুপে এক নম্বরে রয়েছে পাকিস্তান৷ তাদের পারফরম্যান্স যেভাবে যাচ্ছে তা টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট কার্যত নিশ্চিত৷
বাংলা খবর/ খবর/খেলা/
T20 World Cup: পাকিস্তানের হাফিজকে আউট করতে উড়লেন ‘এই’ কিউয়ি প্লেয়ার, Viral Video
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement