Job Vacancy: দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রচুর পদে নন-টিচিং স্টাফ নিয়োগ! কী ভাবে আবেদন করবেন?

Last Updated:

Job Vacancy: DU Recruitment 2021: প্রার্থীরা আগামী ১৩ নভেম্বর, ২০২১ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনে।

হাজার হাজার শূন্যপদে নিয়োগ
হাজার হাজার শূন্যপদে নিয়োগ
#নয়াদিল্লি: সম্প্রতি দিল্লি বিশ্ববিদ্যালয়ের (University of Delhi) অধীনস্থ ভারতী কলেজের (Bharati College) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট এবং অন্যান্য পদে নিয়োগের (Job Vacancy) জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন।
এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ভারতী কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে bharaticollege.du.ac.in গিয়ে খোঁজ নিতে পারেন।
DU Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীরা আগামী ১৩ নভেম্বর, ২০২১ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে ভারতী কলেজের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পাওয়া যাবে।
advertisement
advertisement
DU Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ১১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
DU Recruitment 2021: শূন্যপদের বিস্তারিত বিবরণ
অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার: ১টি পদ
advertisement
লাইব্রেরিয়ান: ১টি পদ
ডিরেক্টর, ফিজিক্যাল এডুকেশন: ১টি পদ
ওএমএসপি (ইনস্ট্রাকটর): ১টি পদ
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট: ৩টি পদ
তবলা অ্যাকোম্পানিস্ট: ১টি পদ
কম্পিউটার ল্যাব অ্যাটেনডেন্ট: ১টি পদ
লাইব্রেরি অ্যাটেনডেন্ট: ১টি পদ
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: ভারতী কলেজ, দিল্লি বিশ্ববিদ্যালয় (DU)
পদের নাম: অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, লাইব্রেরিয়ান, ডিরেক্টর, ফিজিক্যাল এডুকেশন, ওএমএসপি (ইনস্ট্রাকটর), জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, তবলা অ্যাকোম্পানিস্ট, কম্পিউটার ল্যাব অ্যাটেনডেন্ট, লাইব্রেরি অ্যাটেনডেন্ট
শূন্যপদের সংখ্যা: ১১
কাজের স্থান: নয়াদিল্লি
কাজের ধরন: কিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতি: লিখিত পরীক্ষা
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
advertisement
শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: ১৩.১১.২০২১
DU Recruitment 2021: আবেদনের যোগ্যতা
যে সকল প্রার্থীরা উল্লিখিত পদে আবেদন করতে ইচ্ছুক তাঁরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ইত্যাদি বিষয়ে বিস্তারিত জানতে এই লিঙ্কটিতে https://www.bharaticollege.du.ac.in/bc/du/non-teaching-recruitment-2021 গিয়ে খোঁজ নিতে পারেন।
DU Recruitment 2021: আবেদন ফি
জেনারেল ক্যাটাগরি, অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া বর্গের প্রার্থী এবং ওবিসি প্রার্থীদের জন্য ৫০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। অন্য দিকে, তফসিলি জাতি, উপজাতি বর্গের প্রার্থীদের আবেদন ফি বাবদ ২৫০ টাকা দিতে হবে। শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের থেকে আবেদন ফি বাবদ কোনও অর্থ নেওয়া হবে না।
advertisement
DU Recruitment 2021: নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের মূলত লিখিত পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে।
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Job Vacancy: দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রচুর পদে নন-টিচিং স্টাফ নিয়োগ! কী ভাবে আবেদন করবেন?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement