দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রতিযোগিরা অংশগ্রহণ করে খেলো ইন্ডিয়া প্রতিযোগিতায়। ভারাত্তোলনে ৬১ কেজি বিভাগ স্বর্ণপদক জয় করে পাঞ্জাবের সুনীল সিং। দ্বিতীয় স্থানে অর্থাৎ রুপোর পদক জয় করে বাংলার অনিক। ৬১ কেজি ভাগে স্নাচ ৯৭ এবং জার্ক ১৩৫ কেজি ভারাত্তোলন করে দ্বিতীয় স্থান অধিকার।
হওড়ার দেউলপুর গ্রামসারাদেশে নজির গড়েছে ভারাত্তোলনে। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে একের পর এক সাফল্য। জ্যোতি মাল, অচিন্ত্য শিউলি, শ্রাবণী দাস এর পর এবার আশার আলো দেখাচ্ছে অনিক, বর্ষাএবং তিতলি’রা। এ প্রসঙ্গে অনিক মুদির বাবা প্রাক্তন ভারাত্তোলক শ্রীকান্ত মুদি জানান,”আশা করা যায় ন্যাশনাল ক্যাম্প পেলে আরও বেশি সাফল্য পাবে অনিক।”
advertisement
আরও পড়ুনঃ Virat Kohli: সচিন-গম্ভীর থেকে শাস্ত্রী-এবিডি, কোহলির অবসরে কার কী প্রতক্রিয়া! দেখে নিন এক নজরে
অন্যদিকে প্রশিক্ষক প্রলয় বাগ জানন,”মাত্র ১৬ বছর বয়সে ন্যাশনাল স্কুল গেমস এবং খেলো ইন্ডিয়া ইউথ অংশগ্রহণ পরপর জাতীয় স্তরে পদক জয় ভারাত্তোলনে আশার আলো দেখাচ্ছে, দেউলপুর গ্রামের অনিক মুদি।”
রাকেশ মাইতি






