“ইডেন আমাকে তৈরি করেছে,” — বললেন হরভজন সিং।
অফ-স্পিনার হরভজন সিং কলকাতার ইডেনের সঙ্গে তাঁর বিশেষ বন্ধনের কথা স্মরণ করেন। এই ঐতিহাসিক স্টেডিয়ামে তিনি সাতটি টেস্ট ম্যাচ খেলেছেন এবং মোট ৪৬টি উইকেট নিয়েছেন, যার মধ্যে রয়েছে ছয়টি পাঁচ উইকেটের স্পেল এবং একটি দশ উইকেটের ম্যাচ পারফরম্যান্স। এখনও পর্যন্ত তিনি ইডেন গার্ডেন্সে সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি।
advertisement
আরও পড়ুন- ‘তিনটে শব্দ’ পাক ম্যাচের নায়ক অভিষেক শর্মার মুখে, তাতেই গোটা পাকিস্তান চুপ!
প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হলেন হরভজন সিং। “দাদা আমার দাদা, তিনি সেই একজন ব্যক্তি যিনি আমার কঠিন সময়ে হাত ধরেছিলেন। আমি তাঁকে খুব শ্রদ্ধা করি… আজ আমি তাঁর শহরে আছি, এটাই বিরাট ব্যাপার”, বললেন হরভজন।
ইডেন গার্ডেন্সে তাঁর স্মরণীয় স্পেলগুলোর জন্য যিনি আজও ক্রিকেটপ্রেমীদের মনে রয়েছেন, সেই হরভজন সিং কলকাতা ও এখানকার মানুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, তিনি চিরকাল এই শহরের সঙ্গে তাঁর সম্পর্ককে স্মরণ করে রাখবেন।
“এটা আমার শহর, কারণ কলকাতা আমায় তৈরি করেছে,” — বলেন তিনি। ভাজ্জি আরও বলেন, “আমি মা দুর্গাকে ধন্যবাদ জানাই যে আমি এখানে আসার সুযোগ পেয়েছি… যখনই কলকাতায় আসি, প্রচুর ভালবাসা পাই। আমি প্রার্থনা করি মা দুর্গা যেন সকলের ওপর আশীর্বাদ বর্ষণ করেন এবং সবাই যেন সুখে ও সুস্থ থাকে।”