তবে দ্য গার্ডিয়ান-এ প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ার ফলে আতসুর ডান পায়ে চোট লেগেছে৷ পাশাপাশি তাঁর শ্বাসকষ্টেরও সমস্যা রয়েছে৷
আরও পড়ুন: থামছে না মৃত্যু মিছিল! চাঙড় সরাতেই বেরিয়ে পড়ছে দেহ, হাহাকার সিরিয়া-তুরস্কে
তুরস্ক সুপার লিগে আনতাকিয়া শহরের ক্লাব হাতায়স্পোরের হয়ে খেলেন আতসু৷ অতীতে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নিউ ক্যাসল ইউনাইটেড, এভার্টনের মতো ক্লাবেও খেলেছেন ঘানার এই তারকা ফুটবলার৷ খেলেছেন এফ সি পোর্তোতেও৷ আনতাকিয়া শহর সিরিয়া সীমান্তের কাছেই অবস্থিত৷ ফলে সেখানেও ভূমিকম্পের যথেষ্ট প্রভাব পড়েছে৷
advertisement
আরও পড়ুন: বাস না জাহাজ! এই বাস জলেও চলে! ভাইরাল ভিডিও দেখে হতবাক নেটিজেনরা
ভূমিকম্পের পর পরই হাতায়স্পোর ক্লাবের বাকি ফুটবলার এবং সদস্যদের ধ্বংসস্তূপের ভিতর থেকে উদ্ধার করা হয়৷ কিন্তু খোঁজ মিলছিল না আতসু এবং ক্লাবের এক ফুটবল কর্তার৷ ফলে উদ্বিগ্ন হয়ে পড়েন ফুটবল অনুরাগীরা৷ নিউ ক্যাসলের পক্ষ থেকে আতসুর সুস্থতা কামনা করে একটি ট্যুইট করা হয়৷ শেষ পর্যন্ত এই ফুটবলার জীবিত অবস্থায় উদ্ধার হওয়ায় স্বস্তি ফেরে ফুটবল মহলে৷
তুরস্ক এবং সিরিয়ার এই ভয়াল ভূমিকম্পে মৃতের সংখ্যা চার হাজার ছাড়িয়ে গিয়েছে৷ ভূমিকম্পের জেরে ২০ হাজার মৃত্যুর আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷