ইনডোর ক্রিকেটে থ্রো ডাউন থেকে ব্যাটিং প্র্যাকটিস করছেন তিনি। যে দৃশ্য ইংল্যান্ড ক্রিকেট সমর্থকদের সাহস বাড়াবে। আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে অ্যাশেজ। ক্রিকেটের সবচেয়ে প্রাচীন লড়াইয়ের সাক্ষী থাকতে মরিয়া হবেন বেন স্টোকস। চেষ্টা করবেন অন্তত প্রথম টেস্টে না পারলেও, দ্বিতীয় টেস্ট থেকে দলে ফিরে আসার।
আরও পড়ুন - Liverpool EPL Top : সালাহ,ফির্মিনোর দাপটে উড়ে গেল ওয়াটফর্ড, বড় জয় লিভারপুলের
advertisement
তার ভিডিও দেখে লাইক দিয়েছেন বাটলার, আর্চারদের মত সতীর্থ ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অতীতে একার হাতে অ্যাশেজ জেতানোর অভিজ্ঞতা আছে বেন স্টোকসের। তাই এমন একজন ক্রিকেটারকে সব সময় দলে রাখতে চাইবেন যে কোনো অধিনায়ক। কয়েক মাস আগে ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের পাঁচ টেস্টের সিরিজে ইংল্যান্ডের তারকা ক্রিকেটার বেন স্টোকসকে পায়নি না ব্রিটিশ বাহিনী। কিছুদিন আগেই কার্ডিফে পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ডকে সিরিজের ওয়ান ডে ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।
কয়েকদিন আগেই মহেন্দ্র সিং ধোনিকে টপকে এক বিরল বিশ্বরেকর্ড গড়েছিলেন বেন স্টোকস। তারপরেই হঠাৎ করে ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য সরে যেতে চেয়ে ইচ্ছে প্রকাশ করেছিলেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার। ফলে ইংল্যান্ড বনাম ভারত সিরিজে বেন স্টোকসকে দেখা যায়নি। তিনি জানিয়েছিলেন সব ধরনের ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নিচ্ছেন। এই কথা ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফ থেকে আগেই জানানো হয়েছিল।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ড গত ৩০ জুলাই, শুক্রবার ঘোষণ করে, ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস আপাতত খেলা থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নিয়েছেন। স্টোকস নিজেকে মানসিকভাবে আরও সুস্থ করতে চাইছেন এবং নিজের আঙুলের চোট ঠিক করতে চাইছেন। ইসিবির তরফে বলা হয় এই কারণের জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন স্টোকস। এই মুহূর্তে ক্রিকেট থেকে দূরে থাকতে চেয়েছিলেন ইংল্যান্ডের অলরাউন্ডার। নিজের সময় মত আবার ফিরবেন কথা দিয়েছিলেন। হয়তো সেই কামব্যাক হতে চলেছে ডিসেম্বরের অ্যাশেজেই।