অধিনায়ক রোহিত শর্মা অলরাউন্ডার দীপক হুডাকে ভারতীয় দলের ১০০০তম ম্যাচে প্রথম একাদশে অন্তর্ভুক্ত করেছেন। দুর্দান্ত ফর্মে রয়েছেন দীপক। ঘরোয়া ক্রিকেটে একের পর এক দুর্দান্ত ইনিংস খেলেছেন। আইপিএলেও দুর্দান্ত পারফরম্যান্স করে দেখিয়েছেন তিনি। ব্যাটিং এবং বোলিং, দুই বিভাগেই দীপক হুডা ভারতীয় দলের জন্য সম্পদ হয়ে উঠতে পারেন।
আরও পড়ুন- চাহাল, সুন্দরের দাপটে ওয়েস্ট ইন্ডিজকে ১৭৬ রানে গুটিয়ে দিল ভারত
advertisement
দীপক হুডা বরাবরই বড় শট খেলায় পারদর্শী। বহু চেষ্টার পর শেষমেশ টিম ইন্ডিয়াতে জায়গা পেয়েছেন দীপক। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এদিন ভারতের জার্সিতে অভিষেক হয়েছে তাঁর। তবে এমন দিনের জন্য তাঁকে দীর্ঘদিন অপেক্ষাও করতে হয়েছে।
গত এক বছরে দীপক হুডা অনেক উত্থান-পতন দেখেছেন। ২০২১ সালে ক্রুনাল পান্ডিয়ার সঙ্গে বিবাদের পরে বরোদা ক্রিকেট দল ছেড়েছিলেন। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন। তাঁকে সাসপেন্ড করো হয়েছিল।
এখন রাজস্থানের হয়ে খেলছেন দীপক হুডা। এই দলের হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দুর্দান্ত খেলা দেখিয়েছেন তিনি। ২৬ বছর বয়সী দীপক হুডা এখনও পর্যন্ত ৪৬টি প্রথম-শ্রেণীর ম্যাচে ৪২.৭৬ গড়ে ২৯০৮ রান করেছেন। নটি সেঞ্চুরি ও ১৫টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১০০০তম ম্যাচ খেলছে ভারতীয় দল। একই সঙ্গে অধিনায়ক হওয়ার পর প্রথম ওয়ানডে সিরিজ খেলছেন রোহিত শর্মা। এই প্রথম রোহিত শর্মার নেতৃত্বে বিরাট কোহলি খেলবেন। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দল। জসপ্রিত বুমরাহ ও মহম্মদ শামির অনুপস্থিতিতে ভারতীয় বোলারদের ভাল পারফর্ম করেছেন। যুজবেন্দ্র চাহাল নিয়েছেন চারটি উইকেট। ওয়াশিংটন সুন্দর তিনটি।
আরও পড়ুন- প্রাক্তন ও বর্তমান অধিনায়কের মাঠে দারুণ কেমিস্ট্রি,বিরাট ও রোহিতের ভাইরাল ভিডিও
ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিশান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটকিপার), দীপক হুডা, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল, প্রশিদ্ধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর।
ওয়েস্ট ইন্ডিজ - ব্র্যান্ডন কিং, শাই হোপ (উইকেটকিপার), শামার ব্রুকস, ড্যারেন ব্রাভো, নিকোলাস পুরান, কাইরন পোলার্ড (ক্যাপ্টেন), জেসন হোল্ডার, ফ্যাবিয়ান অ্যালেন, আলজারি জোসেফ, কেমার রোচ, আকিল হোসেন।