IND vs WI ODI : আহমেদাবাদে চাহাল, সুন্দরের দাপটে ওয়েস্ট ইন্ডিজকে ১৭৬ রানে গুটিয়ে দিল ভারত

Last Updated:

IND vs WI Washington Sundar and Yuzvendra Chahal spin duo West Indies all out for 176. চাহাল এবং ওয়াশিংটন সুন্দরের ঘূর্ণিতে কাহিল ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেট নিলেন যুজবেন্দ্র চাহাল
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেট নিলেন যুজবেন্দ্র চাহাল
অধিনায়ক হিসাবে দলে ফিরেছেন রোহিত শর্মা। মাঠে ফিরেই টসে জিতলেন রোহিত শর্মা। টস জিতে বল করার সিদ্ধান্ত নেন তিনি। এক দিনের দলে অভিষেক হল দীপক হুডার। শুরুতে কয়েকটা বাউন্ডারি মারছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু তারপর তাদের ধাক্কা দিতে বেশি সময় নিল না ভারত। মহম্মদ সিরাজের বলে বোল্ড হলেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার শাই হোপ। ১৩ রানে প্রথম উইকেট পড়ল। ৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ১ উইকেটে ২০।
advertisement
advertisement
১৩ রান করে আউট হয়ে গেলেন ব্র্যান্ডন কিং। ওয়াশিংটন সুন্দরের বলে ক্যাচ ধরলেন সূর্যকুমার যাদব। একই ওভারে ড্যারেন ব্র্যাভোকেও আউট করলেন ওয়াশিংটন। ১৮ রান করেন ব্র্যাভো। ৪৫ রানে ৩ উইকেট পড়ে গেল ওয়েস্ট ইন্ডিজের। প্রথম ওভারেই নিকোলাস পুরানকে আউট করলেন যুজবেন্দ্র চহাল। পরের বলেই তাঁর শিকার ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কায়রন পোলার্ড। দায়িত্বজ্ঞানহীন ভাবে তুলে মারতে গিয়ে গুগলি বুঝতে পারলেন না পোলার্ড।
advertisement
২০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ৫ উইকেটে ৭১। এখান থেকেই পরিষ্কার কতটা চাপে তাদের ফেলে দিয়েছিল ভারত। একটা সময় মনে হতে থাকে ১০০ পার করা চাপ হতে পারে ক্যারিবিয়ানদের। ১২ রান করে চহালের বলে আউট হলেন ব্রুকস। ২২ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৬ উইকেটে ৭৮। আকিল হোসেনকে আউট করলেন প্রসিদ্ধ কৃষ্ণা। মাত্র ৭৯ রানে ৭ উইকেট পড়ে গেল ওয়েস্ট ইন্ডিজের।
advertisement
এখান থেকে যদি কেউ ওয়েস্ট ইন্ডিজকে কিছুটা সম্মানজনক জায়গায় নিয়ে যেতে পারতেন তিনি জেসন হোল্ডার। অন্যদিকে ছিলেন ফ্যাবিয়ান আল্যেন। হোল্ডার কিছুটা ধরার চেষ্টা করলেন। তবে বড় শট না খেলে সিঙ্গল এবং সুযোগ পেলে ডবল নিয়ে স্কোরবোর্ড চালু রাখলেন। বিরাট কোহলিকে দেখা গেল উইকেট পড়লে সেই পুরনো উচ্ছ্বাস নিয়ে সেলিব্রেট করতে। হাত মেলালেন রোহিত শর্মার সঙ্গে। অধিনায়ক না থেকেও নেতা থাকা যায়, দেখালেন প্রাক্তন ভারত অধিনায়ক।
advertisement
কিন্তু অন্যদিকে হোল্ডার মাটি কামড়ে পড়ে রইলেন। ফ্যাবিয়ান আল্যেনকে নিয়ে ৭৮ রানের পার্টনারশিপ গড়লেন। আল্যেন আউট হলেন ২৯ করে ওয়াশিংটনের বলে। জাতীয় দলে ফিরে এসে ওয়াশিংটন ভাল বল করলেন এদিন। অলরাউন্ডার হিসেবে তাকে নেওয়া হয়েছে। বল বেশি ঘোরাতে না পারলেও সঠিক জায়গায় টানা রেখে যেতে পারেন। শেষ পর্যন্ত হোল্ডার আউট হলেন ৫৭ করে। প্রসিদ্ধ কৃষ্ণর বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। আলজারি জোসেফ আউট হলেন চাহালের বলে। সব মিলিয়ে এদিন দুরন্ত বল করে ৪ উইকেট তুলে নিলেন ভারতের লেগ স্পিনার।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs WI ODI : আহমেদাবাদে চাহাল, সুন্দরের দাপটে ওয়েস্ট ইন্ডিজকে ১৭৬ রানে গুটিয়ে দিল ভারত
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement