TRENDING:

Deaflympics 2022: চার বছরে প্রথম জানতে পারেন মেয়ে বধির! সেই শ্রেয়া সিঙ্গলা আজ সোনার মেডেল পেলেন ব্যাডমিন্টনে

Last Updated:

‘‘এটা পুরো শ্রেয়ার কঠোর পরিশ্রমের ফল৷ আমরা জানতে পেরেছিলাম ও বধির , ও কোনওদিন কথা বলতে পারবে না...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রিও ডি জেনেইরো: ভারতের ব্যাডমিন্টনে রবিবার সোনার দিন ছিল৷ ব্যাঙ্ককে ভারতীয় পুরুষ শাটলাররা থমাস কাপ জিতে নজির করেছেন৷ সেদিনই সূদূর ব্রাজিলে দেশকে সোনা এনে দিলেন শ্রেয়া সিঙ্গলা (Shreya Singla)৷ ডেফালিম্পিক্স চলছে ব্রাজিলে৷ সেখানে সোনা জিতলেন ১৭ বছরের শাটলার৷ শ্রেয়া সিঙ্গলা পঞ্জাবের ভাতিন্ডার বাসিন্দা৷ তাঁর রাজ্য থেকে প্রথম মহিলা হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন শ্রেয়া৷ জাপানকে ফাইনালে উড়িয়ে দিয়ে টিম ইভেন্টে সোনা জিতলেন শ্রেয়া সিঙ্গলা৷
India's Shreya Singla creates history wins badminton gold beating japan
India's Shreya Singla creates history wins badminton gold beating japan
advertisement

ব্রাজিলের ডেফালিম্পিক্স (Brazil Deaflympics)  ব্যাডমিন্টনে সোনা জিতলেন শ্রেয়া সিঙ্গলা

এবারে ব্রাজিলের ডেফালিম্পিক্সে ভারতের সবচেয়ে বড় ৬৫ জনের দল গেছে৷ সেখানে একাধিক সাফল্য পাচ্ছেন ভারতের অ্যাথলিটরা৷ এখনও অবধি নবম স্থানে রয়েছে পদক তালিকায়৷ এখনও অবধি ১৭ টি মেডেল পেয়েছে ভারত৷ তার মধ্যে ৮ টি সোনা, ১ টি রূপো, ৮ টি ব্রোঞ্জ রয়েছে৷ শ্রেয়া তাঁর সোনার মেডেল জয়ের কৃতিত্ব নিজের পরিবারকে জানিয়েছে৷ তাঁর কোচকেও কৃতিত্ব জানিয়েছেন তিনি৷ তিনি বলেছেন কীভাবে তিনি তাঁকে মোটিভেট করেছেন৷

advertisement

আরও পড়ুন - Viral News: ৮০ বছরের বৃদ্ধা নিজেই শ্রাদ্ধে খাওয়ালেন গ্রামের মানুষকে, ১২ একর জমি গোশালাকে দান করলেন

তিনি জানিয়েছেন এই মোটিভেশনের কারণেই তিনি মেডেল জিততেই হবে এই মনোভাব নিয়ে তিনি টুর্নামেন্টে ঝাঁপিয়েছিলেন৷ ব্যক্তিগত ইভেন্টে সোনা জয়৷ ়

শ্রেয়ার বাবা ও মা ভীষণ গর্বিত মেয়ের সাফল্যে৷ তাঁর বাবা দেবেন্দর মেয়ের সোনা পাওয়ায় উচ্ছ্বসিত৷ তিনি বলেছেন, ‘‘এটা পুরো শ্রেয়ার কঠোর পরিশ্রমের ফল৷ আমরা জানতে পেরেছিলাম ও বধির , ও কোনওদিন কথা বলতে পারবে না৷ এটা আমরা চার বছরে বুঝতে পারি৷ ততদিনে অনেক দেরি হয়ে গেছে৷ তারপর ওর কানে যন্ত্র লাগাই যা থেকে ও শুনতে শুরু করে এবং তারপরে কথা বলতে পারে৷ এটা পঞ্জাব এবং ভারতের জন্য খুবই গর্বের বিষয়৷’’

advertisement

তিনি আরও জানিয়েছেন, ‘‘২৭ এপ্রিল তাঁর যাওয়ার আগে অনুরাগ ঠাকুর , ক্রীড়ামন্ত্রী ওঁর এবং অন্যান্য ক্রীড়াবিদদের সঙ্গে মধ্যাহ্নভোজনে দেখা করেছিলেন৷ সেখানে এই ইভেন্ট থেকে অন্তত ৯ থেকে ১০ টি মেডেল জেতার বিষয়ে উদ্ধুদ্ধ করেছিলেন৷ ’’

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মেয়ের এই সোনা জয়ে দারুণ খুশি তাঁর পরিবার৷

বাংলা খবর/ খবর/খেলা/
Deaflympics 2022: চার বছরে প্রথম জানতে পারেন মেয়ে বধির! সেই শ্রেয়া সিঙ্গলা আজ সোনার মেডেল পেলেন ব্যাডমিন্টনে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল