Viral News: ৮০ বছরের বৃদ্ধা নিজেই শ্রাদ্ধে খাওয়ালেন গ্রামের মানুষকে, ১২ একর জমি গোশালাকে দান করলেন

Last Updated:
গোশালা কমিটির সদস্যরা জানিয়েছেন চাবলী দেবী জমি দানের আগে থেকেই গোশালার সঙ্গে যুক্ত৷ গোশালার জন্য আগেও তিনি লক্ষ লক্ষ টাকা দান করেছেন৷
1/5
#চণ্ডীগড়: হরিয়াণার ফতেহবাদ জেলার এক বৃদ্ধা এমন কাজ করলেন যা নজিরবিহীণ, আর এই ভাইরাল নিউজের যুগে সেই খবরও তাই মুহূর্তে ভাইরাল নিউজ হয়ে গেছে৷ গঞ্জ চিন্দরের বসবাসকারী ৮০ বছরের মহিলা গোশালা বানানোর জন্য নিজের ১২ একর জমি দান করলেন৷ শুধু তাই নয় রবিবার নিজেই নিজের শ্রাদ্ধের মহাভোজ করালেন৷ তাতে পুরো গ্রামের মানুষ সামিল হন৷
#চণ্ডীগড়: হরিয়াণার ফতেহবাদ জেলার এক বৃদ্ধা এমন কাজ করলেন যা নজিরবিহীণ, আর এই ভাইরাল নিউজের যুগে সেই খবরও তাই মুহূর্তে ভাইরাল নিউজ হয়ে গেছে৷ গঞ্জ চিন্দরের বসবাসকারী ৮০ বছরের মহিলা গোশালা বানানোর জন্য নিজের ১২ একর জমি দান করলেন৷ শুধু তাই নয় রবিবার নিজেই নিজের শ্রাদ্ধের মহাভোজ করালেন৷ তাতে পুরো গ্রামের মানুষ সামিল হন৷
advertisement
2/5
৮০ বছরের বৃদ্ধা চাবলী দেবীর কোনও সন্তান নেই৷ তাঁর স্বামী মনিরাম ঢাকা-র কাছে ২১ একর জমি ছিল৷ নিজেদের সন্তান না হওয়ায় তিনি নিজের ভাসুরের ছেলের নামে ৯ একর জমি দিয়ে দেন৷ তিনি এখন হিসারে থাকেন৷ চাবলী দেবী নিজের বাকি ১২ একর জমি আত্মীয়দের মধ্যে ভাগ করে দেওয়ার কথা বললে তাঁদের পরামর্শ মতো তিনি সেই বিশাল জমি গোশালায় দান করে দেন৷
৮০ বছরের বৃদ্ধা চাবলী দেবীর কোনও সন্তান নেই৷ তাঁর স্বামী মনিরাম ঢাকা-র কাছে ২১ একর জমি ছিল৷ নিজেদের সন্তান না হওয়ায় তিনি নিজের ভাসুরের ছেলের নামে ৯ একর জমি দিয়ে দেন৷ তিনি এখন হিসারে থাকেন৷ চাবলী দেবী নিজের বাকি ১২ একর জমি আত্মীয়দের মধ্যে ভাগ করে দেওয়ার কথা বললে তাঁদের পরামর্শ মতো তিনি সেই বিশাল জমি গোশালায় দান করে দেন৷
advertisement
3/5
চাবলী গ্রামের জন্য তিনি অনুপ্রেরণা করে নিয়েছেন৷ তিনি যা করছেন তা তিনি ভাবতে পারেননি৷
চাবলী গ্রামের জন্য তিনি অনুপ্রেরণা করে নিয়েছেন৷ তিনি যা করছেন তা তিনি ভাবতে পারেননি৷
advertisement
4/5
এই গ্রামের চিন্দড়ের গোশালায় এখন প্রায় ৭০০ গরু রয়েছে৷ এত গরু নিয়ে সেখানে অসুবিধা হত৷ জমি পাওয়ার পর সেখানে সুবিধা হয়েছে৷
এই গ্রামের চিন্দড়ের গোশালায় এখন প্রায় ৭০০ গরু রয়েছে৷ এত গরু নিয়ে সেখানে অসুবিধা হত৷ জমি পাওয়ার পর সেখানে সুবিধা হয়েছে৷
advertisement
5/5
গোশালা কমিটির সদস্যরা জানিয়েছেন চাবলী দেবী জমি দানের আগে থেকেই গোশালার সঙ্গে যুক্ত৷ গোশালার জন্য আগেও তিনি  লক্ষ লক্ষ টাকা দান করেছেন৷ তাই দিয়ে গোশালার শেড তৈরি হয়েছিল৷
গোশালা কমিটির সদস্যরা জানিয়েছেন চাবলী দেবী জমি দানের আগে থেকেই গোশালার সঙ্গে যুক্ত৷ গোশালার জন্য আগেও তিনি লক্ষ লক্ষ টাকা দান করেছেন৷ তাই দিয়ে গোশালার শেড তৈরি হয়েছিল৷
advertisement
advertisement
advertisement