TRENDING:

Golden Girl Richa Ghosh: প্রিয় রিচা দিদির জন্য প্রিয়ার গিফট, যখন গিয়েছিলেন তখন আর আজ সব আলাদা, শিলিগুড়িতে সোনার মেয়ের জন্য জনজোয়ার

Last Updated:
What is Richa's Gift: রিচার জন্য দারুণ সব গিফট, তবে প্রিয়া দেবে অনন্য উপহার
advertisement
1/5
রিচা দিদির জন্য ছোট্ট প্রিয়ার রঙে আঁকা ভালোবাসা, বিশ্বজয়ীর ঘরে ফেরায় শিলিগুড়ির উচ্ছ্বাস
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : বিশ্বকাপজয়ী ক্রিকেটার রিচা ঘোষ অবশেষে ফিরলেন নিজের শহরে। শুক্রবার সকালে দিল্লি থেকে দশটার ফ্লাইট ধরে দুপুর বারোটা নাগাদ তিনি এসে পৌঁছান বাগডোগরা বিমানবন্দরে। সেখানে থেকেই শুরু হয় শিলিগুড়ির উন্মাদনা। শহরের মেয়র গৌতম দেবসহ প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক ও বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন তাকে স্বাগত জানাতে।
advertisement
2/5
রিচাকে বিমানবন্দরে দেখা মাত্রই উচ্ছ্বাসে ফেটে পড়ে ভিড়। ফুলের মালা, জাতীয় পতাকা আর ঢাকঢোলের তালে তালে ‘রিচা ঘোষ জিন্দাবাদ’ ধ্বনি শোনা যায় চারদিকে। বিমানবন্দর থেকে খোলা গাড়িতে করে সুভাষপল্লীর বাড়ির উদ্দেশে রওনা হন তিনি। পথে পথে দাঁড়িয়ে থাকা হাজারো মানুষ তার এক ঝলক দেখার অপেক্ষায়।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/5
রিচার গাড়িকে ঘিরে নিরাপত্তা বলয় গড়ে তোলে পুলিশ। ব্যারিকেড দিয়ে রাস্তা নিয়ন্ত্রণে রাখা হয়। শিলিগুড়ির রাস্তাজুড়ে তখন যেন উৎসবের মেজাজ — কেউ হাতে ফুল, কেউবা মোবাইল ক্যামেরায় বন্দি করছেন ঐতিহাসিক মুহূর্ত। ছোট ছোট বাচ্চারাও জাতীয় পতাকা হাতে দাঁড়িয়ে ছিল ‘রিচা দিদির’ জন্য।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/5
নিজের পাড়ায় পৌঁছাতেই শুরু হয় আরও বড় উচ্ছ্বাস। বাজনা বাজিয়ে, টিকা পরিয়ে ও রাখি পরিয়ে রিচাকে বরণ করে নেন এলাকাবাসী। বাড়ির সামনে উপচে পড়ে জনসমুদ্র। রিচার মুখে তখন শুধুই কৃতজ্ঞতার হাসি— “এই ভালোবাসাই আসল পুরস্কার,” জানালেন তিনি।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/5
এই ভিড়ের মধ্যেই ছিল ছোট্ট প্রিয়া সরকার, যে নিজের হাতে আঁকা রিচার প্রতিকৃতি এনে দেয় তার প্রিয় ক্রিকেটারকে। একদিনের পরিশ্রমে তৈরি সেই ছবি হাতে পেয়ে আবেগে আপ্লুত রিচা। বিশ্বজয়ের গৌরব যেমন ভারতের, তেমনি আজকের উচ্ছ্বাস যেন শিলিগুড়ির প্রত্যেক ঘরেরও গর্বের গল্প।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
বাংলা খবর/ছবি/খেলা/
Golden Girl Richa Ghosh: প্রিয় রিচা দিদির জন্য প্রিয়ার গিফট, যখন গিয়েছিলেন তখন আর আজ সব আলাদা, শিলিগুড়িতে সোনার মেয়ের জন্য জনজোয়ার
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল