উল্লেখ্য, রঘুনাথপুর শহরের ক্রিকেটপ্রেমী প্রয়াত যুবক বিশাল গোস্বামী-র স্মৃতির উদ্দেশ্যে প্রায় তিন বছর আগে এই টুর্নামেন্টের সূচনা হয়। মূলত শহরের যুবসমাজকে ক্রিকেটের প্রতি আরও বেশি আগ্রহী করে তোলা এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ সংস্কৃতি গড়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য।
রঘুনাথপুর চ্যাম্পিয়ন ট্রফির অন্যতম উদ্যোক্তা বিমান গোস্বামী জানান, “রঘুনাথপুর শহরের ক্রিকেটপ্রেমী মানুষজনদের মাঠের মধ্যে নিয়ে আসতেই শুরু হয়েছিল রঘুনাথপুর চ্যাম্পিয়ন ট্রফি। আজ যেভাবে আইপিএল সারা বিশ্বে সাড়া ফেলেছে, ঠিক তেমনভাবেই আমাদের রঘুনাথপুর চ্যাম্পিয়ন ট্রফিও শহরের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। আগামী দিনে এই খেলাকে আরও উন্নত ও আকর্ষণীয় করে তুলতে আমরা নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
advertisement
বর্তমানে রঘুনাথপুর চ্যাম্পিয়ন ট্রফি শুধুমাত্র একটি ক্রিকেট প্রতিযোগিতা নয়, বরং এটি শহরের যুবসমাজের আবেগ, ঐক্য ও উৎসবের প্রতীক হয়ে উঠেছে।
Shantanu Das





