TRENDING:

Covid 19 in IPL 2022: রিকি পন্টিং কোয়ারেন্টাইনে, দিল্লি বনাম রাজস্থান ম্যাচে থাকবেন না মাঠে

Last Updated:

কোভিড ১৯ পজিটিভ হওয়ার সঙ্গে সঙ্গেই রিকি পন্টিংয়ের গোটা পরিবারকে আইসোলেট করে দেওয়া হয়েছে৷ দিল্লি ক্যাপিটাল্স ট্যুইট করে এই খবর জানিয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই:   দিল্লি ক্যাপিটাল্স শিবিরে ক্রমেই বেড়ে চলেছে কোভিড ১৯ -র কেস৷ এবার কোয়ারেন্টাইনে গেলেন দিল্লি ক্যাপিটাল্সের প্রধান কোচ রিকি পন্টিং (Ricky Ponting in quarantine)৷ সম্প্রতি রিকি পন্টিংয়ের পরিবারের সদস্য করোনা পজিটিভ হয়েছেন আর তাই নিয়ম মেনে রিকি পন্টিং কে এখন থাকতে হবে আইসোলেশনে৷ আর এরই জন্য ওয়াংখেড়েতে হওয়া দিল্লি ক্যাপিটাল্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচে মাঠে থাকতে পারবেন না পান্টার৷
Covid 19 in IPL 2022: DC coach Ricky Ponting in quarantine to miss dc vs rr match- Photo- File
Covid 19 in IPL 2022: DC coach Ricky Ponting in quarantine to miss dc vs rr match- Photo- File
advertisement

কোভিড ১৯ পজিটিভ হওয়ার সঙ্গে সঙ্গেই রিকি পন্টিংয়ের গোটা পরিবারকে আইসোলেট করে দেওয়া হয়েছে৷ দিল্লি ক্যাপিটাল্স ট্যুইট করে এই খবর জানিয়েছে৷

এখনও অবধি প্রাক্তন অজি অধিনায়কের করোনা ভাইরাস পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে৷ কিন্তু তাঁকে ৫ দিন অবধি আইসোলেশনেই থাকতে হবে৷

আরও পড়ুন - Viral Video: মাঠেই খেলেন চুমু! কেসটা কি পোলার্ড ও ব্র্যাভোর

এদিকে এর আগে আইপিএল ২০২২-র  ম্যাচ পুনে থেকে সরিয়ে নিয়ে আসা হল মুম্বইয়ে ৷  ক্রীড়াসূচি  অনুযায়ি আগামীকাল দিল্লি বনাম পঞ্জাব ম্যাচ ছিল৷  ম্যাচে বাসে করে যাতে ট্রাভেল করতে না হয় সেই জন্যই সিদ্ধান্ত ৷  দিল্লি দলের ক্রিকেটার ছাড়া আর কোন ক্রিকেটার করোনা আক্রান্ত নন ফলে বাকি সব  নির্দিষ্ট দিনে ম্যাচ হবে৷

advertisement

বিসিসিআই মঙ্গলবার ৩২ নম্বর ম্যাচের ভ্যেনু বদল হল৷ দিল্লি ক্যাপিটাল্স বনাম পঞ্জাব কিংস ম্যাচ পুনের এমসিএ স্টেডিয়ামের বদলে মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে হবে৷ ২০ এপ্রিল মঙ্গলবার এই ম্যাচ ব্র্যাবোর্ন স্টেডিয়ামে হবে৷ এই মুহূর্তে দিল্লি ছাড়া অন্য কোনও দলে সংক্রমণের সম্ভবনা এখনও দেখা যায়নি তাই অন্য কোথাও আর যাতে করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার ঘটনা না ছড়িয়ে পড়ে তার জন্য  দীর্ঘ বাসযাত্রা বন্ধ করা হয়েছে৷

advertisement

আরও পড়ুন - Viral News: বেড়ালের কাণ্ড দেখেছেন, কুকুরের গলায় মাখিয়ে দিচ্ছে তেল, ভাইরাল ভিডিও

দিল্লি ক্যাপিটাল্সের (Delhi Capitals) যাঁরা করোনা আক্রান্ত

1. প্যাট্রিক ফারহার্ট  (Patrick Farhat) – ফিজিওথেরাপিস্ট (Physiotherapist) ১৫ এপ্রিল  পজিটিভ হয়েছেন  (tested positive on April 15th)

2. চেতন কুমার (Chetan Kumar) -  ম্যাসিওর (Sports Massage Therapist)  পজিটিভ হয়েছেন ১৬ এপ্রিল  (tested positive on April 16th)

3. মিচেল মার্শ (Mitchell Marsh) – ক্রিকেটার (Player) পজিটিভ হয়েছেন ১৮ এপ্রিল (tested positive on April 18th)

4.  অভিজিত সালভি (Abhijit Salvi)  টিম ডক্টর (Team doctor)  পজিটিভ ১৮ এপ্রিল  (tested positive on April 18th)

5. আকাশ মানে (Akash Mane) – সোশ্যাল মিডিয়া কনটেন্ট  (Social Media Content team member) পজিটিভ হয়েছে এপ্রিল ১৮ (tested positive on April 18th)

সেরা ভিডিও

আরও দেখুন
পড়ুয়াদের তৈরি খাবার নিয়ে ফুড ফেস্টভ্যাল স্কুলে, চিকেন ফুচকা থেকে কোল্ড কফি সব আছে
আরও দেখুন

কোভিড ১৯ পজিটিভ কেসগুলিকে আইসোলেট করে রাখা হয়েছে৷ পাশাপাশি তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে৷ এঁদের ষষ্ঠ ও সপ্তম দিনে পরীক্ষা করা হবে৷ তাঁরা সকলেই বায়ো সিকিওর বাবলে থাকতে হবে৷ ১৬ এপ্রিলের থেকে দিল্লি ক্যাপিটাল্সকে পর্যবেক্ষণে রাখা হচ্ছে৷ দিল্লিতে নিয়মিত আরটিপিসিআর টেস্ট করা হবে৷ ১৯ তারিখ চতুর্থ রাউন্ডে এই পরীক্ষা করা হবে৷ ২০ তারিখ সকালেও তাদের পরীক্ষা করা হবে৷

বাংলা খবর/ খবর/খেলা/
Covid 19 in IPL 2022: রিকি পন্টিং কোয়ারেন্টাইনে, দিল্লি বনাম রাজস্থান ম্যাচে থাকবেন না মাঠে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল