Viral News: বেড়ালের কাণ্ড দেখেছেন, কুকুরের গলায় মাখিয়ে দিচ্ছে তেল, ভাইরাল ভিডিও

Last Updated:

এই ভিডিওতে এক সাদা ও ধূসর রঙের বেড়াল একটি কালো রঙের কুকুরকে ম্যাসাজ করে দিচ্ছে৷

এছাড়াও, বাড়িতে বিড়ালদের মধ্যে মারামারি কিছু আর্থিক সমস্যার লক্ষণ হিসাবে বিবেচিত হয়।
এছাড়াও, বাড়িতে বিড়ালদের মধ্যে মারামারি কিছু আর্থিক সমস্যার লক্ষণ হিসাবে বিবেচিত হয়।
#কলকাতা: আপনি অনেক সমযেই শুনে থাকবেন যখন দু জন মানুষ নিজেদের মধ্যে লড়াই করেন তখন সেটাকে কুকুর-বিড়ালের লড়াই বলে বলা হয়৷ কারণ সারা বিশ্বেই এই জিনিসটা জানা রয়েছে যে কুকুর ও বিড়ালের মধ্যে বন্ধুত্ব বা ভালবাসা হয় না৷ আর সাধারণ নিয়ম অনুযায়ি কুকুর সবসময়েই বেড়ালের ওপর দিয়ে যায়৷ তবে বেড়াল বেশ চতুর প্রাণী তাই তারা নিজেদের বাঁচিয়ে নেওয়ার মত কোনও ট্রিকস বার করে নেয়৷ কিন্তু কিছুদিন ধরে একটি কুকুর ও বেড়ালের ভিডিও ভাইরাল হয়েছে৷
সেই ভিডিওতে দেখা যাচ্ছে বেড়াল কুকুরকে ম্যাসাজ দিচ্ছে৷ এই ভিডিও দেখে সকলে অবাক হয়ে যাবেন যে পুরনো শ্রেণী শত্রুতা ভুলে কিভাবে একে অপরকে আদরে ভরিয়ে দিচ্ছে৷
advertisement
আজব গজব ভিডিও (Weird video) জন্য বিখ্যাত ট্যুইটার অ্যাকাউন্ট Buitengebieden একাধিক পশু পাখিদের নিয়ে কিউট ভিডিও পোস্ট করে৷ এতে পশুরা কীরকম মজা করে দিন কাটায় সেটা নিয়ে ভাল ভাল ভিডিও দেখে মন ভাল হয়ে যায়৷ তাদেরই পোস্ট করা এই কুকুর -বেড়ালের ভিডিও ভাইরাল  (Cat Dog love viral video) হয়েছে৷ এতে কুকুর ও বেড়ালের প্রেম একেবারে উপচে পড়েছে৷
advertisement
দেখে নিন ভাইরাল ভিডিও (viral video)
কুকুরকে ম্যাসাজ দিচ্ছে বেড়াল
এই ভিডিওতে এক সাদা ও ধূসর রঙের বেড়াল একটি কালো রঙের কুকুরকে ম্যাসাজ করে দিচ্ছে৷ বেড়ালটি কুকুরের সামনে দাঁড়িয়ে রয়েছে৷ আর সামনের দুটো পা শূন্যে তুলে কুকুরের গলায় মালিশ করে দিচ্ছে৷ সে ম্যাসাজ করে আনন্দ পাচ্ছে অন্যজন ম্যাসাজ নিয়ে আনন্দ পাচ্ছে৷
advertisement
ভিডিও ভাইরাল
এই ভিডিও একেবারেই অন্যরকম৷ পাশাপাশি খুবই মজাদার৷ কারণ বন্ধুত্ব সবসময়েই খুব ভাল৷  আর এতে সেই বন্ধুত্বের ছবিটাই খুব ভাল করে ধরা পড়েছে৷ ভিডিওতে ৬ লক্ষের চেয়েও বেশি ভিউ এসেছে৷ সেখানে লাইকের সংখ্যা ৫৬ হাজার৷ আর ৮ হাজার বেশি ভিডিও রিট্যুইট হচ্ছে৷ ভিডিওতে কমেন্ট করা প্রচুর মানুষ এই ভিডিও শেয়ার হয়েছে৷
advertisement
কুকুর ও বেড়ালের মস্তিতে দেখা যাচ্ছে৷ সেখানে বেড়াল ও কুকুরকে দিয়ে কাজ করায়৷ তাঁদের ভিডিও-র থেকে অনেক বেশি পছন্দের৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: বেড়ালের কাণ্ড দেখেছেন, কুকুরের গলায় মাখিয়ে দিচ্ছে তেল, ভাইরাল ভিডিও
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement