Viral News: বেড়ালের কাণ্ড দেখেছেন, কুকুরের গলায় মাখিয়ে দিচ্ছে তেল, ভাইরাল ভিডিও

Last Updated:

এই ভিডিওতে এক সাদা ও ধূসর রঙের বেড়াল একটি কালো রঙের কুকুরকে ম্যাসাজ করে দিচ্ছে৷

এছাড়াও, বাড়িতে বিড়ালদের মধ্যে মারামারি কিছু আর্থিক সমস্যার লক্ষণ হিসাবে বিবেচিত হয়।
এছাড়াও, বাড়িতে বিড়ালদের মধ্যে মারামারি কিছু আর্থিক সমস্যার লক্ষণ হিসাবে বিবেচিত হয়।
#কলকাতা: আপনি অনেক সমযেই শুনে থাকবেন যখন দু জন মানুষ নিজেদের মধ্যে লড়াই করেন তখন সেটাকে কুকুর-বিড়ালের লড়াই বলে বলা হয়৷ কারণ সারা বিশ্বেই এই জিনিসটা জানা রয়েছে যে কুকুর ও বিড়ালের মধ্যে বন্ধুত্ব বা ভালবাসা হয় না৷ আর সাধারণ নিয়ম অনুযায়ি কুকুর সবসময়েই বেড়ালের ওপর দিয়ে যায়৷ তবে বেড়াল বেশ চতুর প্রাণী তাই তারা নিজেদের বাঁচিয়ে নেওয়ার মত কোনও ট্রিকস বার করে নেয়৷ কিন্তু কিছুদিন ধরে একটি কুকুর ও বেড়ালের ভিডিও ভাইরাল হয়েছে৷
সেই ভিডিওতে দেখা যাচ্ছে বেড়াল কুকুরকে ম্যাসাজ দিচ্ছে৷ এই ভিডিও দেখে সকলে অবাক হয়ে যাবেন যে পুরনো শ্রেণী শত্রুতা ভুলে কিভাবে একে অপরকে আদরে ভরিয়ে দিচ্ছে৷
advertisement
আজব গজব ভিডিও (Weird video) জন্য বিখ্যাত ট্যুইটার অ্যাকাউন্ট Buitengebieden একাধিক পশু পাখিদের নিয়ে কিউট ভিডিও পোস্ট করে৷ এতে পশুরা কীরকম মজা করে দিন কাটায় সেটা নিয়ে ভাল ভাল ভিডিও দেখে মন ভাল হয়ে যায়৷ তাদেরই পোস্ট করা এই কুকুর -বেড়ালের ভিডিও ভাইরাল  (Cat Dog love viral video) হয়েছে৷ এতে কুকুর ও বেড়ালের প্রেম একেবারে উপচে পড়েছে৷
advertisement
দেখে নিন ভাইরাল ভিডিও (viral video)
কুকুরকে ম্যাসাজ দিচ্ছে বেড়াল
এই ভিডিওতে এক সাদা ও ধূসর রঙের বেড়াল একটি কালো রঙের কুকুরকে ম্যাসাজ করে দিচ্ছে৷ বেড়ালটি কুকুরের সামনে দাঁড়িয়ে রয়েছে৷ আর সামনের দুটো পা শূন্যে তুলে কুকুরের গলায় মালিশ করে দিচ্ছে৷ সে ম্যাসাজ করে আনন্দ পাচ্ছে অন্যজন ম্যাসাজ নিয়ে আনন্দ পাচ্ছে৷
advertisement
ভিডিও ভাইরাল
এই ভিডিও একেবারেই অন্যরকম৷ পাশাপাশি খুবই মজাদার৷ কারণ বন্ধুত্ব সবসময়েই খুব ভাল৷  আর এতে সেই বন্ধুত্বের ছবিটাই খুব ভাল করে ধরা পড়েছে৷ ভিডিওতে ৬ লক্ষের চেয়েও বেশি ভিউ এসেছে৷ সেখানে লাইকের সংখ্যা ৫৬ হাজার৷ আর ৮ হাজার বেশি ভিডিও রিট্যুইট হচ্ছে৷ ভিডিওতে কমেন্ট করা প্রচুর মানুষ এই ভিডিও শেয়ার হয়েছে৷
advertisement
কুকুর ও বেড়ালের মস্তিতে দেখা যাচ্ছে৷ সেখানে বেড়াল ও কুকুরকে দিয়ে কাজ করায়৷ তাঁদের ভিডিও-র থেকে অনেক বেশি পছন্দের৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: বেড়ালের কাণ্ড দেখেছেন, কুকুরের গলায় মাখিয়ে দিচ্ছে তেল, ভাইরাল ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement