Viral Video: মাঠেই খেলেন চুমু! কেসটা কি পোলার্ড ও ব্র্যাভোর
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
দেখুন চুমু খাওয়ার ভাইরাল ভিডিও (Viral Video)
#নয়াদিল্লি: আইপিএল ২০২২ এ ৩৩ তম ম্যাচে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্সের (CSK vs MI) মধ্যে খেলা হয়েছিল৷ এই ম্যাচে চেন্নাই রুদ্ধশ্বাস ম্যাচে শেষ বলে ৪ রানে জয় পায়৷ দলকে জয় এনে দেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)৷ ধোনির চারে ভর দিয়েই শেষ বলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়৷ একবার ফের শুধু মুম্বই ইন্ডিয়ান্সকে হতাশা নিয়েই ফিরতে হয়৷ এই নিয়ে আইপিএল ২০২২ এ লাগাতার ৭ ম্যাচে হার হল৷ আইপিএলের ইতিহাসে এর আগে কোনও দল এই রকমের নক্কারজনক ফল করেনি৷ আর এক অনভিপ্রেত রেকর্ড তৈরি হয়ে গেল৷
এই ম্যাচ চলাকালীন দুই দল শানদার ক্রিকেট খেলে এবং খেলার ভাবনার পরিচয় দেন৷ এমন এক পরিস্থিতি তৈরি হয়েছিল ডয়েন ব্র্যাভোর ওভারে৷ তখন স্ট্রাইকে ছিলেন কায়রন পোলার্ড৷ আসলে পোলার্ড ব্র্যাভোকে এক বলে ডিফেন্সিভ শট খেলেন৷ বল সোজা ডয়েন ব্র্যাভোর কাছে যায়৷ তিনি দ্রুত পোলার্ডের দিকে বল ছুঁড়ে মারেন৷ বল যখনই পোলার্ডের দিকে যায় তখনই তিনি ব্যাট চালান৷ ব্যাট ওঁর বলে লাগেনি৷ এরপর পোলার্ড দৌড়ে ব্র্যাভো অবধি আসেন৷ তারপর তাঁর মাথায় চুমু খান৷ উল্লেখ্য পোলার্ড ও ব্র্যাভো বহু বছর একসঙ্গে ওয়েস্টইন্ডিজের জার্সিতে খেলেছেন৷ তাই তাঁদের দুজনের গভীর বন্ধুত্ব৷
advertisement
আরও পড়ুন - Surya Grahan 2022: ‘এই রাশিতে’ এবারের সূর্যগ্রহণ ভুলেও দেখবেন না জাতক-জাতিকার, মেনে চলুন প্রতিকারের উপায়
advertisement
চেন্নাই ও মুম্বইয়ের মধ্যে টক্কর হয় তখনই এই দুজনের মধ্যে খুনসুটি দেখা যায়৷ এই ম্যাচের আগেও ব্র্যাভোও ময়দানে পোলার্ডের পা ছুঁয়ে প্রণাম করেন৷ ফ্যানরা এই আন্দাজের প্রশংসা করেন৷
advertisement
দেখুন চুমু খাওয়ার ভাইরাল ভিডিও (Viral Video)
Pollard kisses Bravo 😍🤣😱 pic.twitter.com/OPW8qpW1QJ
— Big Cric Fan (@cric_big_fan) April 21, 2022
ধোনি শেষ বলে সিএসকেকে জয় এনে দেন
advertisement
এই ম্যাচে পোলার্ডের ব্যাট কোনও জাদু দেখাতে পারেনি৷ তিনি ৯ বলে ১৪ রান করে আউট হয়ে যান৷ যদিও তাঁর ইনিংসে তিনি একটি ছয় এবং একটি চার মেরেছিলেন৷ কায়রন পোলার্ডকে মহিশা তীক্ষণের বলে শিভম দুবে ক্যাচ আউট হয়ে যান৷ এই অবস্থায় মুম্বই ইন্ডিয়ান্স প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৫ রান করে৷ এই অবস্থায় চেন্নাই সুপার কিংস শেষ ৬ বলে জয়ের জন্য ১৭ রান করার দরকার ছিষ ধোনি জয়দেব উনদকটের শেষ ওভারে ১ টি ছয় ও ২ টি চার মারেন৷ তাঁর চওড়া শটেই চেন্নাই সুপার কিংস ম্যাচে জয় পায়৷ ধোনি ১৩ বলে ২৮ রানের ইনিংস খেলেন৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 22, 2022 2:37 PM IST

