Surya Grahan 2022: ‘এই রাশিতে’ এবারের সূর্যগ্রহণ ভুলেও দেখবেন না জাতক-জাতিকার, মেনে চলুন প্রতিকারের উপায়
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
যাঁদের রাশিতে সূর্য ভাল ফল দেবে তাদেরও এই গ্রহণ দেখা উচিত নয়...
#কলকাতা: এই বছরের প্রথম সূর্যগ্রহণ (Surya Grahan) ৩০ এপ্রিল হবে৷ আর দ্বিতীয় সূর্যগ্রহণ হবে ২৫ অক্টোবর৷ এই প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে বৈশাখের অমাবস্যা তিথিতে৷ আর এটা শনিবার দিন হওয়ার কারণে শনি অমাবস্যা বলেও একে বলা হয়৷ সূর্যগ্রহণ অমাবস্যা তিথিতেই হয়৷ তিরুপতির জ্যোতিষাচার্য ডক্টর কৃষ্ণ কুমার ভার্গবের অনুযায়ি সূর্য নিজের কক্ষে ভ্রমণ করে৷ কিন্তু যখন সূর্য ও পৃথিবীর মধ্য চন্দ্রমায় এসে যায় তখন সূর্যকে আর দেখা যায় না৷ একেই সূর্যগ্রহণ (Solar Eclipse) বলা হয়৷ যার গ্রহণ হয় সে গ্রাহ্য হয়৷ তাই সূর্যগ্রহণে সূর্য গ্রাহ্য ও চাঁদ গ্রাহক হয়৷ সূর্য গ্রহণের স্পর্শ পশ্চিম দিক থেকে হয়৷ চাঁদ সূর্যের পিছনে গ্রাস করে নেয়৷ আর গ্রহণের মোক্ষ পূর্ব দিকে হয়৷ আসুন জেনে নিই সূর্যগ্রহণের সময় ও গ্রহণের খারাপ প্রভাব থেকে বাঁচার উপায়ের বিষয়ে৷ Photo- Representative
advertisement
advertisement
advertisement
advertisement
কেন দেখা উচিত নয় সূর্যগ্রহণ ধার্মিক মান্যতা অনুযায়ি যে সব রাশিতে গ্রহণ চলে তাদের জাতকদের সূর্যগ্রহণ দেখা উচিত নয়৷ এই হিসেব অনুযায়ি বছরের প্রথম সূর্যগ্রহণ মেষ রাশিতে লাগছে৷ তাই এই রাশির জাতক-জাতিকাদের এই গ্রহণ দেখা উচিত নয়৷ এই কাজ করলে অশুভ শক্তির হাত থেকে বাঁচতে পারা যাবে৷ Photo- Representative
advertisement