TRENDING:

Bazball: ইংল্যান্ডের ক্রিকেটে নতুন কৌশল ‘বাজবল’! জানেন কি কোথায় এর বিশেষত্ব, কীভাবে তা ব্যবহার হচ্ছে?

Last Updated:

What Does Bazball mean in cricket: ২০২২ সালের মে মাস থেকেই ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন প্রাক্তন নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালাম। তারপর থেকেই ঘুরছে মোড়। ভক্তরা সেদেশের খেলায় দেখেছেন এক নতুন পরিবর্তন, তাকেই নাম দেওয়া হয়েছে ‘বাজবল’।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ক্রিকেট বিনোদনের দুনিয়ায় নতুন তরঙ্গ তুলেছে ইংল্যান্ড। গত এক বছরে অনেকখানি ঘুরে দাঁড়িয়েছে এই খেলার জন্মদাতা দল। ২০২২ সালের মে মাস থেকেই সেদেশের টেস্ট দলের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন প্রাক্তন নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালাম। তারপর থেকেই ঘুরছে মোড়। ভক্তরা সেদেশের খেলায় দেখেছেন এক নতুন পরিবর্তন, তাকেই নাম দেওয়া হয়েছে ‘বাজবল’। খেলোয়াড়রা বলছেন, বাজবল আসলে নীতি, খেলার ধরন। সদ্য সমাপ্ত অ্যাশেজ সিরিজে চমকে দিয়েছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই টেস্ট সিরিজ ২-২-এ শেষ করেছে তারা। জিততে না পারলেও বিনোদন ছিল ভরপুর সিরিজ। এই সিরিজ থেকেই ক্রীড়া জগতে উঠে এসেছে একটি নতুন তত্ত্ব— বাজবল। গত বছর জুলাইতে ভারতের বিরুদ্ধেও এভাবেই ঘুরে দাঁড়িয়েছিল তারা।
ইংল্যান্ডের ক্রিকেটে নতুন কৌশল ‘বাজবল’! জানেন কি কোথায় এর বিশেষত্ব, কীভাবে তা ব্যবহার হচ্ছে?
ইংল্যান্ডের ক্রিকেটে নতুন কৌশল ‘বাজবল’! জানেন কি কোথায় এর বিশেষত্ব, কীভাবে তা ব্যবহার হচ্ছে?
advertisement

কী এই বাজবল, তা নিয়ে আপাতত সরগরম ক্রীড়ামোদী মানুষ। ইংল্যান্ডের তারকা ক্রিকেটাররা বলছেন, আসলে ক্রিকেট হল বিনোদন। দীর্ঘদিনের নিয়ম মাফিক টেস্ট ক্রিকেট এখন বেশ ঝিমিয়ে পড়েছে। উঠে এসেছে টি-২০-র মতো খেলার রীতি। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই নতুন তত্ত্ব টেস্ট ক্রিকেটকে নতুন গতি দিতে পারে।

আরও পড়ুন- শাবানার ঠোঁটে ঠোঁট ধর্মেন্দ্রর ! ‘এ তো আমার বাঁ হাতের খেল…! বললেন বর্ষীয়ান অভিনেতা

advertisement

ইংল্যান্ডের এই নতুন উৎসাহের পিছনে রয়েছেন ব্রেন্ডন ম্যাকালাম। তাঁর না-ছোড় মনোভাবের ক্রীড়া কৌশলকে বাজবল নাম দিয়েছে ক্রীড়ামহল। মনে করা হচ্ছে ম্যাকালামের ডাকনাম ‘বাজ’ থেকেই এই নামের উৎপত্তি।

এবার বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজের দেশের মাটিতে প্রায় হারতেই বসেছিল ইংল্যান্ড। কিন্তু ২-০-য় এগিয়ে থাকা অস্ট্রেলিয়াকে শেষ পর্যন্ত ২-২-এ আটকে দিয়েছে তারা। ড্র হয়েছে একটি ম্যাচ। তবু নিজস্ব ক্রীড়া কৌশলের জন্যই এখন যাবতীয় আলোচনার কেন্দ্রে ইংল্যান্ডের ক্রিকেট দল।

advertisement

আরও পড়ুন– ডার্বির খোঁজ রাখেন! ইস্টবেঙ্গল না কি মোহনবাগান, কোন দলের সমর্থক মমতা বন্দ্যোপাধ্যায়?

কিন্তু এই কৌশল কি ভারতের বিরুদ্ধেও কাজে লাগাতে পারবে তারা! সেই প্রশ্নই ঘোরাফেরা করছে ওয়াকিবহাল মহলে।

ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস অবশ্য স্পষ্ট কিছু জানাননি, তবে তাঁর শরীরী ভাষায় ফুটে উঠেছে আত্মবিশ্বাস।

ওভালের পঞ্চম টেস্টের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘আমরা যখন নিউজিল্যান্ডকে ৩-০-তে হারিয়েছিলাম তখনও কথা হয়েছিল, আমরা দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারিনি, পাকিস্তানকে হারাতে পারিনি, অস্ট্রেলিয়াকে হারাতে পারিনি। কী জানি ভারতকে পারব কিনা! সময়ই বলবে।’’

advertisement

অ্যাসেজ সিরিজের প্রথম দু’টি ম্যাচে ইংল্যান্ড হেরে যাওয়ার পর দলের খেলার ধরন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। কিন্তু ব্রেন্ডন ম্যাকালামের শিষ্যরা তাদের সিদ্ধান্ত অটল ছিলেন। একেবারে শেষে স্টোকস বলেন, ‘আমরা কী করেছি তার প্রতিফলন রয়েছে ২-২ স্কোরে।’

আত্মবিশ্বাসের সঙ্গে তিনি বলেন, ‘এটা ভাললাগার মতোই কথা। অস্ট্রেলিয়ার মতো বিশ্বচ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে ২-০ পিছিয়ে থেকে আমরা যেভাবে সিরিজে ফিরেছি তেমন ভাবে ক’টা দল ফিরতে পারে তা নিয়ে সংশয় রয়েছে।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

এদিকে ভারতের প্রসঙ্গ ওঠায় এদেশে রবিচন্দ্র অশ্বিনকে বাজবল নীতি নিয়ে প্রশ্ন করা হয়। তিনি স্পষ্ট জানান, এমন পরিবর্তনের জন্য গোটা দল এবং সেই সঙ্গে সমর্থকদের মনোভাব পরিবর্তন প্রয়োজন।

বাংলা খবর/ খবর/খেলা/
Bazball: ইংল্যান্ডের ক্রিকেটে নতুন কৌশল ‘বাজবল’! জানেন কি কোথায় এর বিশেষত্ব, কীভাবে তা ব্যবহার হচ্ছে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল