Dharmendra-Shabana: শাবানার ঠোঁটে ঠোঁট ধর্মেন্দ্রর ! ‘এ তো আমার বাঁ হাতের খেল...! বললেন বর্ষীয়ান অভিনেতা

Last Updated:
Dharmendra-Shabana Azmi Kiss: চেনা ছক ভেঙে সাহসী দৃশ্যে ধরা দিয়েছেন বর্ষীয়ান অভিনেতা-অভিনেত্রী ধর্মেন্দ্র এবং শাবানা আজমি। তাঁদের চুমুর দৃশ্য রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। আর শাবানার ঠোঁটে ঠোঁট ডোবানোর ওই দৃশ্য নিয়ে ভক্তদের বিভিন্ন রকম প্রতিক্রিয়া দেখা গিয়েছে।
1/6
গত এক সপ্তাহে রানি চট্টোপাধ্যায় এবং রকি রণধাওয়া যেন ঘরের ছেলে-মেয়ে হয়ে উঠেছেন। সুন্দরী বাঙালি কন্যে এবং সুদর্শন পঞ্জাবি যুবকের প্রেমকাহিনীকে ঘিরে তৈরি ‘রকি অওর রানি কি প্রেম কাহানি’ বক্স অফিসে কামাল করে দিয়েছে। ৬০ কোটি টাকার কোঠা ইতিমধ্যেই পার করে ফেলেছে আলিয়া-রণবীর অভিনীত এই ছবি!
গত এক সপ্তাহে রানি চট্টোপাধ্যায় এবং রকি রণধাওয়া যেন ঘরের ছেলে-মেয়ে হয়ে উঠেছেন। সুন্দরী বাঙালি কন্যে এবং সুদর্শন পঞ্জাবি যুবকের প্রেমকাহিনীকে ঘিরে তৈরি ‘রকি অওর রানি কি প্রেম কাহানি’ বক্স অফিসে কামাল করে দিয়েছে। ৬০ কোটি টাকার কোঠা ইতিমধ্যেই পার করে ফেলেছে আলিয়া-রণবীর অভিনীত এই ছবি!
advertisement
2/6
সাত বছর পর পরিচালনায় ফিরেই স্টিরিওটাইপ ভেঙে দিয়ে নিজের ম্যাজিক দেখিয়েছেন করণ জোহর। দারুণ সব দৃশ্য ভক্তদের মনে থেকে যাবে অনেক দিন। চেনা ছক ভেঙে সাহসী দৃশ্যে ধরা দিয়েছেন বর্ষীয়ান অভিনেতা-অভিনেত্রী ধর্মেন্দ্র এবং শাবানা আজমি। তাঁদের চুমুর দৃশ্য রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। আর শাবানার ঠোঁটে ঠোঁট ডোবানোর ওই দৃশ্য নিয়ে ভক্তদের বিভিন্ন রকম প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কেউ প্রশংসা করছেন তো কেউ আবার নিন্দায় মুখর হয়েছেন। কিন্তু এই প্রসঙ্গে মুখ খুলে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন খোদ ধর্মেন্দ্র। তিনি বলেন, “এ তো আমার বাঁ হাতের খেল!”
সাত বছর পর পরিচালনায় ফিরেই স্টিরিওটাইপ ভেঙে দিয়ে নিজের ম্যাজিক দেখিয়েছেন করণ জোহর। দারুণ সব দৃশ্য ভক্তদের মনে থেকে যাবে অনেক দিন। চেনা ছক ভেঙে সাহসী দৃশ্যে ধরা দিয়েছেন বর্ষীয়ান অভিনেতা-অভিনেত্রী ধর্মেন্দ্র এবং শাবানা আজমি। তাঁদের চুমুর দৃশ্য রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। আর শাবানার ঠোঁটে ঠোঁট ডোবানোর ওই দৃশ্য নিয়ে ভক্তদের বিভিন্ন রকম প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কেউ প্রশংসা করছেন তো কেউ আবার নিন্দায় মুখর হয়েছেন। কিন্তু এই প্রসঙ্গে মুখ খুলে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন খোদ ধর্মেন্দ্র। তিনি বলেন, “এ তো আমার বাঁ হাতের খেল!”
advertisement
3/6
ছবির একটি দৃশ্যে দেখা গিয়েছে যে, দীর্ঘ কয়েক বছর পরে দেখা হচ্ছে প্রেমিক-প্রেমিকার। সেই সময় প্রেমিকা অর্থাৎ শাবানাকে দেখার মুহূর্তে আশপাশের সমস্ত কিছু যেন থমকে গিয়েছিল প্রেমিক ধর্মেন্দ্রর। নিজেকে একটু সামলে নিয়ে গেয়ে ওঠেন আভি না জাও ছোড় কর। তার পরেই প্রেমিকার ঠোঁটে এঁকে দেন গভীর চুম্বন। এই দৃশ্য নিয়েই এখন হইচই পড়ে গিয়েছে।
ছবির একটি দৃশ্যে দেখা গিয়েছে যে, দীর্ঘ কয়েক বছর পরে দেখা হচ্ছে প্রেমিক-প্রেমিকার। সেই সময় প্রেমিকা অর্থাৎ শাবানাকে দেখার মুহূর্তে আশপাশের সমস্ত কিছু যেন থমকে গিয়েছিল প্রেমিক ধর্মেন্দ্রর। নিজেকে একটু সামলে নিয়ে গেয়ে ওঠেন আভি না জাও ছোড় কর। তার পরেই প্রেমিকার ঠোঁটে এঁকে দেন গভীর চুম্বন। এই দৃশ্য নিয়েই এখন হইচই পড়ে গিয়েছে।
advertisement
4/6
এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ধর্মেন্দ্র জানালেন, “আমি তো সব কিছু বলেই দিয়েছি! আসলে ক্যাপ্টেন যখন ভাল হয়, তখন টিম দারুণ খেলে। এই মানুষটা সাত বছর বাদে ফিরেছে আর ফিরেই নিজের ‘জৌহর’ দেখিয়েছে। যেদিনই আমি এই গল্পটা শুনেছি, তখন মনে হয়েছে এটা আমাদের প্রতিটি ঘরেরই গল্প। যে কোনও চরিত্রকেই আপনি দেখুন না! রণবীর তো যা করেছে! ও খুবই ভাল অভিনেতা আর ভীষণ আবেগপ্রবণও বটে। এই ইউনিটের সঙ্গে কাজ করে আমি খুব আনন্দ পেয়েছি। আর কী বলব আমি, এখন তো শুধু দেশে নয়, গোটা বিশ্বেই এটা নিয়ে চর্চা হচ্ছে! আমার কাছে বহু মেসেজ আসছে। তাঁরা বলছেন, ধরমজি আপনি এই এই করেছেন! তো আমি বললাম যে, এ তো আমার বাঁ হাতের খেল!”
এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ধর্মেন্দ্র জানালেন, “আমি তো সব কিছু বলেই দিয়েছি! আসলে ক্যাপ্টেন যখন ভাল হয়, তখন টিম দারুণ খেলে। এই মানুষটা সাত বছর বাদে ফিরেছে আর ফিরেই নিজের ‘জৌহর’ দেখিয়েছে। যেদিনই আমি এই গল্পটা শুনেছি, তখন মনে হয়েছে এটা আমাদের প্রতিটি ঘরেরই গল্প। যে কোনও চরিত্রকেই আপনি দেখুন না! রণবীর তো যা করেছে! ও খুবই ভাল অভিনেতা আর ভীষণ আবেগপ্রবণও বটে। এই ইউনিটের সঙ্গে কাজ করে আমি খুব আনন্দ পেয়েছি। আর কী বলব আমি, এখন তো শুধু দেশে নয়, গোটা বিশ্বেই এটা নিয়ে চর্চা হচ্ছে! আমার কাছে বহু মেসেজ আসছে। তাঁরা বলছেন, ধরমজি আপনি এই এই করেছেন! তো আমি বললাম যে, এ তো আমার বাঁ হাতের খেল!”
advertisement
5/6
চুম্বন প্রসঙ্গে বছর ৮৭-র অভিনেতার বক্তব্য, “শুনলাম আমি আর শাবানা না কি চুমুর দৃশ্য করে ভক্তদের একেবারে চমকে দিয়েছি! তাঁরা আবার প্রশংসাও করছেন। আমার মনে হয়, ভক্তরা এটা আশা করেননি। আচমকাই এটা হয়ে গিয়েছে। ফলে তা গভীর প্রভাব ফেলেছে। শেষ বার ‘লাইফ ইন আ মেট্রো’ ছবিতে নাফিসা আলির সঙ্গে চুমুর দৃশ্য করেছিলাম। সেই সময়ও ভক্তরা প্রশংসা করেছিলেন।”
চুম্বন প্রসঙ্গে বছর ৮৭-র অভিনেতার বক্তব্য, “শুনলাম আমি আর শাবানা না কি চুমুর দৃশ্য করে ভক্তদের একেবারে চমকে দিয়েছি! তাঁরা আবার প্রশংসাও করছেন। আমার মনে হয়, ভক্তরা এটা আশা করেননি। আচমকাই এটা হয়ে গিয়েছে। ফলে তা গভীর প্রভাব ফেলেছে। শেষ বার ‘লাইফ ইন আ মেট্রো’ ছবিতে নাফিসা আলির সঙ্গে চুমুর দৃশ্য করেছিলাম। সেই সময়ও ভক্তরা প্রশংসা করেছিলেন।”
advertisement
6/6
 তিনি আরও বলেন যে, “করণ যখন আমাদের কাছে দৃশ্যটার বর্ণনা করেন, আমরা তখন সহজেই তা বুঝে নিয়েছিলাম। আমি এ-ও বুঝেছিলাম যে, জোর করে এই দৃশ্যটা ছবিতে ঢোকানো হয়নি। তাই রাজি হয়ে যাই। আর আমার বিশ্বাস, প্রেমের কোনও বয়স হয় না। আর বয়স একটা সংখ্যা মাত্র! বয়স নির্বিশেষে দু’টো মানুষ চুম্বন করে নিজেদের প্রেম জাহির করতেই পারেন। আর ওই ছবির দৃশ্যায়নে আমার আর শাবানার কোনও সমস্যা হয়নি। খুব নান্দনিক ভাবেই তা করা হয়েছিল।”
তিনি আরও বলেন যে, “করণ যখন আমাদের কাছে দৃশ্যটার বর্ণনা করেন, আমরা তখন সহজেই তা বুঝে নিয়েছিলাম। আমি এ-ও বুঝেছিলাম যে, জোর করে এই দৃশ্যটা ছবিতে ঢোকানো হয়নি। তাই রাজি হয়ে যাই। আর আমার বিশ্বাস, প্রেমের কোনও বয়স হয় না। আর বয়স একটা সংখ্যা মাত্র! বয়স নির্বিশেষে দু’টো মানুষ চুম্বন করে নিজেদের প্রেম জাহির করতেই পারেন। আর ওই ছবির দৃশ্যায়নে আমার আর শাবানার কোনও সমস্যা হয়নি। খুব নান্দনিক ভাবেই তা করা হয়েছিল।”
advertisement
advertisement
advertisement