TRENDING:

পাঁচ লক্ষ টাকার প্রাইজ মানি ! জঙ্গলমহলে আপ্লুত বিদেশি ফুটবলার

Last Updated:

Bankura News: এই বিপুল পুরস্কার অর্থ খেলোয়াড়দের যেমন উৎসাহ দিচ্ছে, তেমনি খেলা ঘিরে সাধারণ মানুষের আগ্রহও আরও বাড়িয়ে তুলেছে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: বাঁকুড়ার প্রত্যন্ত জঙ্গলমহলে পাঁচ লক্ষ টাকার প্রাইজ মানিয়ে জিতে আপ্লুত বিদেশি তারকা ফুটবলার। আবেগঘন হয়ে বললেন, ‘‘এই সুযোগ পেয়েছিলাম বলে আমি ধন্য!’’ খাতড়ায় দু’দিনের ফুটবল উৎসব, মাঠে নেমেছিলেন দেশি-বিদেশি তারকা খেলোয়াড়। খাতড়া আবারও হয়ে উঠল ফুটবলপ্রেমীদের মিলনক্ষেত্র। শনিবার খাতড়া সিধু-কানু স্টেডিয়ামে শুরু হয় রামরঞ্জন স্মৃতি কাপ-২০২৫। খাতড়া জীবনপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত এই দু’দিনের ফুটবল প্রতিযোগিতায় রাজ্যের গণ্ডি ছাড়িয়ে অংশ নিয়েছে দেশ-বিদেশের নামিদামি তারকা খেলোয়াড়রা।
advertisement

আরও পড়ুন– গাজা শান্তি চুক্তির অধীনে মুক্তিপ্রাপ্ত প্রথম দল, হামাস যাদের ছেড়েছে জেনে নিন সেই ৭ ইজরায়েলির পরিচয়

মোট ১৬টি দল প্রতিযোগিতায় অংশ নেয় বলে আয়োজক সূত্রে জানা গিয়েছে। শনিবার সকালে উদ্বোধনী ম্যাচ ঘিরেই মাঠে উপচে পড়া দর্শকের ভিড় লক্ষ্য করা গিয়েছে। উৎসবমুখর পরিবেশে খেলার সূচনা হয় করতালির মধ্যে দিয়ে। আয়োজকদের আশার বাঁধ ভেঙে দিয়ে , এই প্রতিযোগিতা শুধু খাতড়ায় নয়, সমগ্র বাঁকুড়া জেলাজুড়ে ফুটবলের উন্মাদনা ছড়িয়ে দেয়। নাইজেরিয়ার ফুটবল জামেত বলেন, ‘‘ভাই সুযোগ পেয়ে আমি ধন্য। দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মত। বারবার ফিরে আসব।’’

advertisement

আরও পড়ুন– এবার বাজার ভরে যাবে ঠিকই, তবে এই কয়েক সমস্যা থাকলে খাওয়া দূর অস্ত, আতার দিকে তাকাবেনও না !

View More

প্রতিযোগিতার মোট পুরস্কারের অর্থ রাখা হয় প্রায় ৫ লক্ষ ৭৫ হাজার টাকা। প্রথম পুরস্কার: ₹২,১০,০০০/- দ্বিতীয় পুরস্কার: ₹১,৬৫,০০০/- প্রথম সেমিফাইনাল হারা দল: ₹১,০০,০০০/- দ্বিতীয় সেমিফাইনাল হারা দল: ₹১,০০,০০০/- -এই বিপুল পুরস্কার অর্থ খেলোয়াড়দের যেমন উৎসাহ দিচ্ছে, তেমনি খেলা ঘিরে সাধারণ মানুষের আগ্রহও আরও বাড়িয়ে তুলেছে। এ বছর দেশ-বিদেশের খেলোয়াড়রা আসছেন। তাঁদের পায়ের জাদু দর্শকদের নতুন অভিজ্ঞতা দিয়েছে। আপ্লুত হয়েছেন বিদেশি খেলোয়াড়রাও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উত্তরবঙ্গে ভয়ঙ্কর দুর্যোগ! দিওয়ালির ছোট্ট ছুটিতে বাঙালির গন্তব্য সমুদ্র নগরী দিঘা
আরও দেখুন

উদ্বোধনীর দিন থেকেই মাঠে ভিড় জমিয়েছেন হাজার হাজার ফুটবলপ্রেমী। দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে প্রতিটি গোল, প্রতিটি আক্রমণ আরও রঙিন হয়ে ওঠে। ফুটবল উৎসবের আবহে ইতিমধ্যেই খাতড়া শহর জুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

বাংলা খবর/ খবর/খেলা/
পাঁচ লক্ষ টাকার প্রাইজ মানি ! জঙ্গলমহলে আপ্লুত বিদেশি ফুটবলার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল