গাজা শান্তি চুক্তির অধীনে মুক্তিপ্রাপ্ত প্রথম দল, হামাস যাদের ছেড়েছে জেনে নিন সেই ৭ ইজরায়েলির পরিচয়
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Meet The 7 Israelis Released By Hamas: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫ ইজরায়েল এবং জঙ্গি গোষ্ঠীর মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি এবং বন্দী-মুক্তি চুক্তির প্রথম পর্যায়ে হামাস সাতজন ইজরায়েলিকে মুক্তি দিয়ে গাজার রেড ক্রসের কাছে হস্তান্তর করে।
তেল আভিভ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫ ইজরায়েল এবং জঙ্গি গোষ্ঠীর মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি এবং বন্দী-মুক্তি চুক্তির প্রথম পর্যায়ে হামাস সাতজন ইজরায়েলিকে মুক্তি দিয়ে গাজার রেড ক্রসের কাছে হস্তান্তর করে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং আঞ্চলিক মধ্যস্থতায় এই চুক্তির লক্ষ্য যুদ্ধের অবসান ঘটানো এবং যুদ্ধবন্দী, প্যালেস্তিনীয় বন্দীদের প্রত্যাবর্তনের অনুমতি দেওয়া।
মুক্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছে কিবুটজ থেকে অপহৃত এক জোড়া যমজ ভাই, বন্দী অবস্থায় নির্যাতনের শিকার এক তরুণ সৈনিক, শিশু কন্যাকে কোলে নিয়ে বাড়ি থেকে অপহৃত এক বাবা। হোস্টেজ অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরামের সদর দফতর এক প্রেস বিবৃতিতে নামগুলি জানিয়েছে।
advertisement
advertisement
দফতর জানিয়েছে, শেষ বন্দীকে পর্যন্ত তারা খুঁজে বের করবে। জীবিত হলে দেশে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করা হবে, মৃত হলে তাঁর যথাযথ শেষকৃত্যের ব্যবস্থা করা হবে। একমাত্র তখনই ইজরায়েল ‘সুস্থ’ হবে বলে বিবৃতিতে দাবি করেছে হোস্টেজ অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরামের সদর দফতর।
মুক্তিপ্রাপ্ত সাত ব্যক্তির সম্পর্কে এখনও পর্যন্ত যা জানা গিয়েছে তা এক ঝলকে দেখে নেওয়া যাক!
advertisement
১. ওমরি মিরান, ৪৭ বছর বয়স: কিবুটজ নাহাল ওজ
পেশা: শিয়াতসু থেরাপিস্ট এবং ল্যান্ডস্কেপার
অপহৃত: তাঁর বাড়ির ঘর
পরিবার: স্ত্রী লিশাই; কন্যা রনি এবং আলমা
২. মাতান অ্যাংরেস্ট, ২২ বছর বয়স: কিরিয়াত বিয়ালিক
পেশা: আইডিএফ যুদ্ধ সৈনিক
অপহৃত: নাহাল ওজ ফাঁড়ি
পরিবার: বাবা-মা হাগাই এবং আনাত; ভাইবোন আদি, ওফির এবং রায়
advertisement
৩. জিভ বারম্যান, ২৮ বছর বয়স: কিবুটজ কফার আজা
পেশা: সিনকোপায় সাউন্ড টেকনিশিয়ান
অপহৃত: কফার আজা
পরিবার: বাবা-মা তালিয়া এবং ডোরন; ভাইবোন লিরান, ইদান এবং যমজ ভাই গালি
advertisement
৪. গালি বারম্যান, ২৮ বছর বয়স: কিবুটজ কফার আজা
পেশা: সিনকোপায় সাউন্ড টেকনিশিয়ান
অপহৃত: কফার আজা
পরিবার: বাবা-মা তালিয়া এবং ডোরন; ভাইবোন লিরান, ইদান এবং যমজ ভাই গালি
৫. এইতান আব্রাহাম মোর, ২৫ বছর বয়স: জেরুজালেম (মূলত কিরিয়াত আরবা)
পেশা: কাফের কর্মচারী এবং ইভেন্টের নিরাপত্তা কর্মী
advertisement
অপহৃত: নোভা সঙ্গীত উৎসব
পরিবার: বাবা-মা জভিকা এবং এফ্রাট; ছয় ভাইবোন; সঙ্গী ওডেলিয়া
৬. গাই গিলবোয়া-দালাল, ২৪ বছর বয়স: আলফেই মেনাশে
পেশা: প্রাক্তন SATIL ইউনিট সৈনিক
অপহৃত: নোভা সঙ্গীত উৎসব
পরিবার: বাবা-মা ইলান এবং মেইরাভ; ভাইবোন গাল এবং গায়া
৭. অ্যালন ওহেল, ২৪ বছর বয়স: লাভন
advertisement
পেশা: উচ্চাকাঙ্ক্ষী সঙ্গীতশিল্পী
অপহৃত: নোভা উৎসবের সময় রেইমে আশ্রয়
পরিবার: বাবা-মা কোবি এবং ইদিত; ভাইবোন রোনেন এবং ইনবার
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 13, 2025 3:30 PM IST