আরও পড়ুন - পুরো ঘেঁটে গিয়েছেন কোচ দ্রাবিড় ! বিশ্বকাপের দুই সপ্তাহ আগে অস্ট্রেলিয়া যাবে ভারত
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে তিনি বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে আছেন। ২৫ ও ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। এর পরের দিনই দেশে ফিরবে বাংলাদেশ দল। তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে সুযোগ দেওয়া হয়েছে। ১৪ টি টোয়েন্টিতে ছয় উইকেট রয়েছে তার। তবে সিনিয়র দলে এই প্রথম এলেন তিনি।
advertisement
সাধারণত নেট বোলার হিসেবে থাকেন তিনি। অভিজ্ঞ সৌম্য সরকার ফিরে এসেছেন দলে। গত বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষবার টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি। এছাড়াও লিটন, আফিফ হোসেনদের কাছে সুযোগ ম্যাচ প্র্যাকটিস পাওয়ার। ২৮ তারিখ ফিরে আসবে বাংলাদেশ।
তার কয়েকদিন পর অর্থাৎ ৭ অক্টোবর থেকে নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ, নিউজিল্যান্ড এবং পাকিস্তানকে নিয়ে হবে ত্রিদেশীয় সিরিজ। অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপ খেলতে নিউজিল্যান্ড থেকেই রওনা দেবে বাংলাদেশ।
বাংলাদেশের স্কোয়াড
নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস, ইয়াসির আলী রাব্বি, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, সৌম্য সরকার ও রিশাদ হোসেন।
একনজরে বাংলাদেশের স্কোয়াড
নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস, ইয়াসির আলী রাব্বি, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, সৌম্য সরকার ও রিশাদ হোসেন।