TRENDING:

`বুড়ো' সাকিব নন, তরুণ উইকেট রক্ষককে অধিনায়ক বেছে নিল বাংলাদেশ বোর্ড

Last Updated:

Bangladesh cricket board selected Nurul Hasan as captain against UAE. `বুড়ো' সাকিব নন, তরুণ উইকেট রক্ষককে অধিনায়ক বেছে নিল বাংলাদেশ বোর্ড

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ঢাকা: সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বৃহস্পতিবার দুবাই যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেখানে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান। বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। এই সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে নেই সাকিব আল হাসান।
সাকিবের জুতোয় পা গলালেন নুরুল
সাকিবের জুতোয় পা গলালেন নুরুল
advertisement

আরও পড়ুন - পুরো ঘেঁটে গিয়েছেন কোচ দ্রাবিড় ! বিশ্বকাপের দুই সপ্তাহ আগে অস্ট্রেলিয়া যাবে ভারত

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে তিনি বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে আছেন। ২৫ ও ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। এর পরের দিনই দেশে ফিরবে বাংলাদেশ দল। তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে সুযোগ দেওয়া হয়েছে। ১৪ টি টোয়েন্টিতে ছয় উইকেট রয়েছে তার। তবে সিনিয়র দলে এই প্রথম এলেন তিনি।

advertisement

সাধারণত নেট বোলার হিসেবে থাকেন তিনি। অভিজ্ঞ সৌম্য সরকার ফিরে এসেছেন দলে। গত বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষবার টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি। এছাড়াও লিটন, আফিফ হোসেনদের কাছে সুযোগ ম্যাচ প্র্যাকটিস পাওয়ার। ২৮ তারিখ ফিরে আসবে বাংলাদেশ।

তার কয়েকদিন পর অর্থাৎ ৭ অক্টোবর থেকে নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ, নিউজিল্যান্ড এবং পাকিস্তানকে নিয়ে হবে ত্রিদেশীয় সিরিজ। অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপ খেলতে নিউজিল্যান্ড থেকেই রওনা দেবে বাংলাদেশ।

বাংলাদেশের স্কোয়াড

নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস, ইয়াসির আলী রাব্বি, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, সৌম্য সরকার ও রিশাদ হোসেন।

advertisement

একনজরে বাংলাদেশের স্কোয়াড

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস, ইয়াসির আলী রাব্বি, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, সৌম্য সরকার ও রিশাদ হোসেন।

বাংলা খবর/ খবর/খেলা/
`বুড়ো' সাকিব নন, তরুণ উইকেট রক্ষককে অধিনায়ক বেছে নিল বাংলাদেশ বোর্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল