পুরো ঘেঁটে গিয়েছেন কোচ দ্রাবিড় ! বিশ্বকাপের দুই সপ্তাহ আগে অস্ট্রেলিয়া যাবে ভারত
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Team India to leave for Australia one week early tentatively on 9 October. পুরো ঘেঁটে গিয়েছেন কোচ দ্রাবিড় ! বিশ্বকাপের দুই সপ্তাহ আগে অস্ট্রেলিয়া যাবে ভারত
#সিডনি: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সম্পূর্ণ ঘেঁটে গিয়েছেন কোচ রাহুল দ্রাবিড়। এমনটাই মনে করছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞ। অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট, এমনটা হতে চলেছে ভারতীয় দলের ক্ষেত্রে - বলছেন কেউ কেউ। রবি শাস্ত্রী বিদায় হওয়ার পর অনেক আশা করে নিয়ে আসা হয়েছিল রাহুল দ্রাবিড়কে। কারণ ভারতের তরুণ দলের কোচ হিসেবে তার পারফরম্যান্স ছিল তারিফ করার মত।
আরও পড়ুন - সিরাজ, উমরান মালিকদের দলে না রাখা ক্ষমার অযোগ্য ভুল ভারতের! গালাগাল খাচ্ছে বিসিসিআই
শোনা যাচ্ছে এর আগে নাকি ভারতীয় দলের বিশ্বকাপ খেলার জন্য অস্ট্রেলিয়ায় রওনা হওয়ার কথা ছিল ৯ অক্টোবর। কিন্তু এখন শোনা যাচ্ছে তার বদলে ৫ অক্টোবর রওনা দেবে ভারতীয় দল। তার অন্যতম কারণ অস্ট্রেলিয়ার মাটিতে যত বেশি সম্ভব মানিয়ে নিতে চান ইন্ডিয়ার কোচ।
advertisement
এমনিতে আইসিসির তরফে দুটো প্র্যাকটিস ম্যাচ খেলার কথা ছিল ভারতের। প্রতিপক্ষ যথাক্রমে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। কিন্তু রাহুল দ্রাবিড় বোর্ড এর কাছে অনুরোধ করেছেন আরো দুটি প্র্যাকটিস ম্যাচ আয়োজন করার। বিসিসিআই সূত্রে জানা গিয়েছে কথাবার্তা চালানো হচ্ছে।
advertisement
কদিনের মধ্যে নিশ্চিত হয়ে যাবে বাকি কোন দুটি দল ভারতের সঙ্গে অনুশীলন ম্যাচ খেলবে। অস্ট্রেলিয়ার উইকেটে বাড়তি গতি এবং বাউন্স সামলাতে হবে
advertisement
ভারতকে। তাই রোহিত, বিরাট, সূর্য কুমারদের মানিয়ে নিতে যাতে অসুবিধে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তবে আপাতত ভারতীয় দলের ব্যাটিং নিয়ে যত না চিন্তা, তার থেকে অনেক বেশি চিন্তা বোলিং এবং ফিল্ডিং নিয়ে।
অনেক ক্রিকেট সমর্থক মনে করছেন রাহুল দ্রাবিড় দলকে যথেষ্ট ভরসা এবং সাহস দিতে পারেননি। তবে বিশ্বকাপে চিত্রটা হয়তো বদলে যাবে। যত অনুশীলন ম্যাচ খেলবে ভারত, তত বোঝাপড়া বাড়বে এবং ভুল ভ্রান্তি কমে যাবে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 22, 2022 12:46 PM IST