এ দিন টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মোমিনুল ইসলাম৷ কিন্তু শুরু থেকেই বাংলাদেশি (Bangladesh) বোলারদের উপরে চেপে বসেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম এবং আর এক ওপেনার উইল ইয়ং৷ লাঞ্চ পর্যন্ত কাউকেই আউট করতে পারেননি বাংলাদেশি বোলাররা৷
আরও পড়ুন: সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে কেপটাউনে পা রাখল ভারত, ড্রাম বাজিয়ে স্বাগত !
advertisement
লাঞ্চের পর খেলা শুরু হতেই প্রথম ওভারে বল করতে আসেন প্রথম টেস্টের নায়ক ইবাদত হোসেন৷ ইয়ংয়ের ব্যাট ছুঁয়ে ক্যাচ যায় প্রথম স্লিপে৷ দ্বিতীয় স্লিপে দাঁড়ানো বাংলাদেশি ফিল্ডার বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে ক্যাচ ধরার চেষ্টা করলেও ব্যর্থ হন৷ তাঁর হাতে লেগে বল চলে যায় ফাইন লেগ বাউন্ডারির দিকে৷
আরও পড়ুন: কিউইদের বিরুদ্ধে ইবাদত, তাসকিনদের পেস দাপটের ওপর ভরসা রাখতে রাজি সাকিব
ফাইন লেগ বাউন্ডারি থেকে কিপার নুরুল হাসানকে বল ছুড়ে দেন ফিল্ডার৷ ততক্ষণে দৌড়েই প্রায় তিন রান নিয়ে ফেলেছেন দুই কিউই ওপেনার৷ কিন্তু বল হাতে পেয়েই বাংলাদেশি কিপার নুরুল হাসান নন স্ট্রাইকার এন্ডের ছুড়ে মারেন৷ তাঁর উদ্দেশ্য ছিল ইয়ংকে রান আউট করা৷
কিন্তু বল উইকেটে না লেগে এবং অন্য ফিল্ডারদের নাগাল এড়িয়ে সোজা বাউন্ডারি পেরিয়ে যায়৷ যার ফলে সবমিলিয়ে এক বলেই সাত রান পেয়ে যায় নিউজিল্যান্ড৷
বাংলাদেশের দুর্ভোগ অবশ্য এখানেই শেষ হয়নি৷ ৫৪ রান করে শরিফুল ইসলামের বলে ইয়ং ফিরে গেলেও অধিনায়ক ল্যাথাম অপরাজিত শতরান করেন৷ দিনের শেষে এক উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের স্কোর ৩৪৯৷ ১৮৬ রানে অপরাজিত রয়েছেন অধিনায়ক ল্যাথাম৷ তিন নম্বরে নামা কনওয়ে অপরাজিত রয়েছেন ৯৯ রানে৷