আরও পড়ুন - শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টায় বিসিসিআই! সৌরভের অপমানের গল্প নাকি মন গড়া
দ্বিতীয় পর্যায়ে ছিলেন রোহিত এবং পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। সেই সাংবাদিক বৈঠকে একেবারে হালকা মেজাজে ছিলেন রোহিতরা। ভারতীয় অধিনায়ককে নিয়ে প্রশ্নের প্রেক্ষিতে বাবর বলেন, আমার থেকে রোহিত বড়। আমি ওর থেকে অনুপ্রেরণা নেওয়ার চেষ্টা করি। কারণ ও এত ভাল খেলে এসেছে। কারও থেকে যেটা শেখা যায়, সেটাই আমাদের পক্ষে ভাল।
advertisement
বাবরের কথা শুনে হালকা মেজাজে হেসে ফেলেন রোহিত। তারপর রোহিত বলেন, বাবর যেটা বলল, ও একেবার ঠিক বলেছে। আমরা ভারত-পাকিস্তান ম্যাচের গুরুত্ব বুঝি। তবে নিজের মধ্যে চাপ তৈরি করার কোনও মানে হয় না। তাই আমাদের যখন দেখা যায়, তখন পরিবারের বিষয়ে কথা হয়। এশিয়া কাপে যেমন দেখা হয়েছিল, এখন দেখা হল।
আমাদের যখন দেখা হয় তখন আমরা নিজেদের পরিবার নিয়ে কথা বলি। যেমন ধরুন কে কোন গাড়ি কিনবে, ছেলেমেয়েরা কোন স্কুলে ভর্তি হবে, নতুন কোন ফোনের মডেল বাজারে এল, ইত্যাদি। ক্রিকেটার বলেই সব সময় ক্রিকেট নিয়ে আলোচনা করতে হবে এমন মানে নেই।
আমাদের আগের প্রজন্মের ক্রিকেটারদের কাছ থেকে শুনেছি তাদেরও পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে খেলার বাইরে ভাল সম্পর্ক বজায় থাকত। এটাই স্বাভাবিক। বাবর বলেন, ভারত এবং আমাদের ভাষা এক। মানুষের মনের ভাব এবং অতীতের মিল আছে।
মাঠে শত্রুতা বজায় থাকে। কিন্তু তার বাইরে আমাদের সম্পর্ক বন্ধুদের মত। তাই বলে দুজনে যাই বলুন আসন্ন ২৩ অক্টোবর মেলবোর্নে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে লড়াইটা যে অন্য মাত্রার হতে চলেছে তাতে সন্দেহ নেই।