TRENDING:

ATKMB Sandesh Jhingan : অনুশীলনে নামলেন সন্দেশ, বুমু ! ডার্বিতে পূর্ণশক্তির দল তৈরি এটিকে মোহনবাগানের

Last Updated:

ATK Mohun Bagan defender Sandesh Jhingan joins practice in ISL. কলকাতা ডার্বির জন্য প্রস্তুতি শুরু সবুজ মেরুনে, মোহনবাগান অনুশীলনে সন্দেশ এবং হুগো বুমু

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মোহনবাগান অনুশীলনে সন্দেশ এবং হুগো বুমু
মোহনবাগান অনুশীলনে সন্দেশ এবং হুগো বুমু
advertisement

আরও পড়ুন - Harmanpreet Kaur Womens World Cup: মেয়েদের বিশ্বকাপে হরমনপ্রীতকে দুরন্ত ফর্মে দেখা যাবে, বলছেন রমেশ পাওয়ার

অসংখ্য সুযোগ তৈরি হলেও গোল করতে পারেনি দলটি। তবে দ্বিতীয়ার্ধে রয় কৃষ্ণর উঠে যাওয়া নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছিল! আশঙ্কা এসেছিল, তবে কি ডার্বিতে অনিশ্চিত রয়? কারণ সাধারণত ৬০ মিনিটের মাথায় রয় কৃষ্ণকে তুলে নেওয়া হয় না। জানা গিয়েছে, কুঁচকির পেশিতে চোট থাকলেও তা খুবই সামান্য। ফলে ডার্বিতে রয় কৃষ্ণর নামা নিয়ে কোনও সন্দেহ নেই।

advertisement

আরও পড়ুন - Shaheen Afridi ICC awards: আইসিসির পুরস্কারের থেকেও শাহিনের কাছে বেশি মূল্যবান রোহিত, রাহুলদের উইকেট

এদিকে অনুশীলনে নেমে পড়েছেন সন্দেশ ঝিঙ্গানও। করোনা থেকে মুক্ত হয়ে মঙ্গলবার অনুশীলনে নেমে পড়েছেন সন্দেশ। তবে ২৯ জানুয়ারি ডার্বির আগে সন্দেশকে ম্যাচ ফিট করা নিয়ে তোড়জোড় শুরু করেছে এটিকে মোহনবাগানের ফিজিওরা। যা সম্ভাবনা, ডার্বিতে ১৮ জনের দলে থাকবেন সন্দেশ। ক্রোয়েশিয়া থেকে ফিরে এসে মোহনবাগানে যোগ দিয়েছেন দেশের অন্যতম সেরা ডিফেন্ডার। তাকে পেয়ে সবুজ মেরুন ব্রিগেডের শক্তি বাড়বে সন্দেহ নেই।

advertisement

এদিকে বাকি সব ফুটবলারের আরটি-পিসিআর টেস্ট নেগেটিভ এসেছে। ফলে বলাই যায়, কলকাতা ডার্বির আগে সকল খেলোয়াড়কেই পাবেন কোচ হুয়ান ফেরান্ডো। ডার্বির গুরুত্ব বুঝে ওড়িশা ম্যাচের পর কোনও ছুটি দেননি স্প্যানিশ কোচ। সোমবার থেকেই অনুশীলনে নেমে পড়েছে এটিকে মোহনবাগান। আরও বড় খবর হল, নির্বাসন কাটিয়ে দলে ফিরছেন হুগো বুমু।

এই ফরাসি ফুটবলার মাঠে থাকলে ডিফেন্স চেড়া পাস বাড়াতে পারেন ফরওয়ার্ডদের জন্য। ফলে বলাই যায়, এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কলকাতা ডার্বিতে একেবারে পূর্ণশক্তির দল নিয়ে নামবে এটিকে মোহনবাগান। এদিকে সোমবার রাতে হায়দারাবাদের কাছে চার গোল হজম করতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। যা আবার শঙ্কা বাড়িয়ে দিয়েছে লাল-হলুদ সমর্থকদের মনে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

তবে এটিকে মোহনবাগান কোচ ফেরান্ডো মনে করেন কলকাতা ডার্বি অন্য ম্যাচ। এর সঙ্গে আগের ফলাফলের যোগাযোগ থাকে না। ইস্টবেঙ্গল মরিয়া হয়ে লড়াই করবে। সম্মানের ম্যাচে সমর্থকদের জন্য জিততে চাইবে তারা। তবে নিজের দলের ফুটবলারদের যোগ্যতার ওপর ভরসা রয়েছে মোহনবাগানের স্প্যানিশ কোচের।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
ATKMB Sandesh Jhingan : অনুশীলনে নামলেন সন্দেশ, বুমু ! ডার্বিতে পূর্ণশক্তির দল তৈরি এটিকে মোহনবাগানের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল