Shaheen Afridi ICC awards: আইসিসির পুরস্কারের থেকেও শাহিনের কাছে বেশি মূল্যবান রোহিত, রাহুলদের উইকেট
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Shaheen Afridi says Rohit Sharma and KL Rahul wickets more satisfying than ICC awards. আইসিসির সেরা হয়েও ভারতের বিরুদ্ধে তিন উইকেট উজ্জ্বল শাহিনের মনে
বলছেন আইসিসির পুরস্কারের থেকে তার কাছে কোনো অংশে কম নয় বিরাট কোহলি, রোহিত শর্মা এবং কে এল রাহুলের উইকেট। বিশেষ করে রাহুলকে যে বলে আউট করেছিলেন সেটা নিজেও বুঝতে পারেননি ওভাবে সুইং করবে। এর কৃতিত্ব তিনি দিতে চান শোয়েব মালিককে। মালিক তাকে উপদেশ দিয়েছিলেন ফুল লেন্থ বলটা এমন জায়গায় রাখতে যাতে সেটা মুভ করার জায়গা পায়। আর রোহিত শর্মাকে প্রথমদিকেই পায়ে টার্গেট করলে আউট করা যায় সেটা আলোচনা হয়েছিল টিম মিটিংয়ে।
advertisement
advertisement
শেষ পর্যন্ত পাকিস্তানের ব্যাটসম্যানরা ম্যাচটা উইকেট না হারিয়ে জিতে ফেরায় পরিশ্রম সফল হয়েছিল তার। স্যার গ্যারফিল্ড সোবার্স বর্ষসেরা পুরুষ ক্রিকেটার হিসেবে পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদির নাম ঘোষণা করেছিল আইসিসি। ২০২১ সালে সবমিলিয়ে ৩৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলে মাত্র ২২ গড়ে ৭৮টি উইকেট শিকার করেছেন পাকিস্তানের তরুণ বাঁহাতি পেসার শাহিন।
advertisement
অর্থাৎ উইকেটপ্রতি তার খরচ ছিল মাত্র ২২ রান। বছরে তার সেরা বোলিং ফিগার ছিল ৫১ রানে ৬ উইকেট। এই পারফর্মেন্সেরই পুরস্কার পেলেন শাহিন। টি টোয়েন্টি বিশ্বকাপের ভারতের বিরুদ্ধে অনবদ্য বল করেছিলেন তিনি। কে এল রাহুল এবং রোহিত শর্মাকে তুলে নিয়ে ভারতীয় ব্যাটিংয়ের মেরুদন্ড ভেঙে দিয়েছিলেন। পরে নিয়েছিলেন বিরাট কোহলির উইকেট।
advertisement
বিরাট অবশ্য ওই ম্যাচে অর্ধশতরান করেছিলেন। শাহিন মনে করেন ভারতের বিরুদ্ধে পাকিস্তানের যে কোন ক্রিকেটারের কাছে ভাল পারফর্ম করা সব সময় বড় চ্যালেঞ্জ। এমনিতেই এই ম্যাচের সঙ্গে অন্য কিছুর তুলনা হয় না। আর ভারতের ব্যাটিং লাইনআপ দুনিয়ার অন্যতম সেরা সেটা মানতে অসুবিধা নেই তার।
এমন শক্তিশালী ব্যাটিং লাইনআপের টপ অর্ডার ভাঙতে পারাটা ক্যারিয়ারের শেষ দিন পর্যন্ত মনে রাখতে চান পাকিস্তানের আগুনে বাঁহাতি পেসার। ম্যাচটা তার কাছে আরও স্মরণীয় কারণ প্রথমবার বিশ্বকাপে ভারতকে হারিয়েছিল পাকিস্তান। বছরের শেষে অস্ট্রেলিয়ার মাটিতে আবার টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। শাহিন প্রার্থনা করছেন নিজেকে ফিট এবং চোটমুক্ত রাখার।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 25, 2022 5:09 PM IST