Australian Open Rafael Nadal: সহজেই সেমিফাইনালে পৌছলেন নাদাল এবং বার্টি, ডবলসে বিদায় সানিয়াদের
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Australian Open 2022 Rafael Nadal wins Sania Mirza out. অস্ট্রেলিয়ান ওপেনে নাদালের জয়, বিদায় সানিয়ার, তাঁর কেরিয়ারে অস্ট্রেলিয়ান ওপেন অভিযান এদিনই শেষ হয়ে গিয়েছে।
#মেলবোর্ন: রজার ফেডেরার এবং নোভাক জোকোভিচ নেই এবারের অস্ট্রেলিয়ান ওপেনে। পুরুষদের বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার জন্য রাফায়েল নাদাল ফেভারিট সেটা বলার অপেক্ষা রাখে না। মঙ্গলবার নিজের ক্যারিয়ারের সপ্তম অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে পৌঁছালেন স্প্যানিশ তারকা। জানিয়ে দিলেন অস্ট্রেলিয়ান ওপেনে আবার খেলতে পারবেন এটাই ভাবতে পারেননি এক মাস আগেও। এটাই তার কাছে চরম প্রাপ্তি।
অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জিতে পুরুষদের টেনিসে বিশ্বের প্রথম তারকা হিসেবে ২১তম গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গলস জয় থেকে আর ঠিক দুই ধাপ দূরে রাফায়েল নাদাল। আজ কানাডার ডেনিস শাপোভালোভকে পাঁচ সেটের ম্যারাথন লড়াইয়ে হারিয়ে দিয়েছেন নাদাল। এদিন কোয়ার্টার ফাইনালে চতুর্দশ বাছাই শাপোভালোভের বিরুদ্ধে প্রথম দুটি সেট ৬-৩, ৬-৪ ব্যবধানে জিতে নিয়েছিলেন টুর্নামেন্টের ষষ্ঠ বাছাই স্প্যানিয়ার্ড নাদাল।
advertisement
advertisement
কিন্তু এরপর দারুণ কামব্যাকের মাধ্যমে ২২ বছরের কানাডার শাপোভালোভ পরের দুটি সেট জিতে নেন ৬-৪, ৬-৩ ব্যবধানেই। যদিও নির্ণায়ক সেটে প্রতিপক্ষের কয়েকটি আনফোর্সড এরর ও সুযোগ নষ্টের পূর্ণ সদ্ব্যবহার করে শেষ হাসি হাসেন নাদাল। ৪ ঘণ্টা ৮ মিনিটের ম্যারাথন লড়াই জেতা নাদালকে চতুর্থ সেট চলাকালীন পেটের সমস্যার জেরে কিছুটা অসুবিধায় পড়তে হয়েছিল। টাইম আউটেরও প্রয়োজন হয়।
advertisement
কিন্তু পঞ্চম সেটে কানাডিয়ান প্রতিপক্ষকে কার্যত দাঁড়াতেই দেননি তিনি, সেট জিতে নেন ৬-৩ ব্যবধানে। মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে এদিনের বড় অঘটনটি ঘটিয়েছেন মার্কিন ম্যাডিসন কিজ। ছিটকে দিয়েছেন চতুর্থ বাছাই বারবোরা ক্রেজসিকোভাকে। খেলার ফল ৬-৩, ৬-২। সানিয়া মির্জার কাছেও তাঁর কেরিয়ারে অস্ট্রেলিয়ান ওপেন অভিযান এদিনই শেষ হয়ে গিয়েছে।
Thank you for the memories, @MirzaSania ❤️ The two-time #AusOpen doubles champion has played her final match in Melbourne.#AO2022 pic.twitter.com/YdgH9CsnF0
— #AusOpen (@AustralianOpen) January 25, 2022
advertisement
সানিয়া মির্জা চলতি মরশুমের শেষেই অবসর নেবেন বলে আগেই জানিয়েছিলেন। এদিন মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনাল থেকেই সানিয়া ও রাজীব রামের জুটিকে ছিটকে দিয়েছে ক্রমতালিকায় অনেক নীচে থাকা অস্ট্রেলিয়ার ফোরলিস-কুবলার জুটি। ১ ঘণ্টা ৩১ মিনিটের লড়াইয়ে সানিয়ারা হেরে গেলেন ৪-৬, ৬-৭ ব্যবধানে।
অন্যদিকে মহিলাদের সিঙ্গলসে সহজেই সেমি ফাইনালে পৌঁছে গেলেন অস্ট্রেলিয়ার ঘরের মেয়ে অ্যাশ বার্টি। আমেরিকান জেসিকা পেগুলাকে ৬-২, ৬-০ ব্যবধানে মাত্র ১ ঘন্টায় উড়িয়ে দিলেন তিনি। যেভাবে এগোচ্ছে মনে হচ্ছে এবার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হয়েই থামবেন বার্টি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 25, 2022 4:42 PM IST