Ravi Shastri on Ganguly, Dravid : মনে রাখবেন সৌরভ, দ্রাবিড়রাও বিশ্বকাপ জেতেনি ! নতুন বিতর্ক উস্কে দিলেন শাস্ত্রী

Last Updated:

Ravi Shastri says Sourav Ganguly and Rahul Dravid never won world cup. হঠাৎ বিশ্বকাপ না জেতার তালিকায় সৌরভ, দ্রাবিড়দের খোঁচা রবি শাস্ত্রীর

বিশ্বকাপ না জেতার তালিকায় সৌরভ, দ্রাবিড়দের খোঁচা রবি 
শাস্ত্রীর
বিশ্বকাপ না জেতার তালিকায় সৌরভ, দ্রাবিড়দের খোঁচা রবি শাস্ত্রীর
বর্তমানে লেজেন্ডস লিগ ক্রিকেটে ম্যাচ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করতে ওমানে রয়েছেন শাস্ত্রী। সেখানেই শাস্ত্রী এই প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে কখনও বিশ্বকাপ জেতেনি, এর মানে কি এরা খারাপ ক্রিকেটার?  আমাদের মাত্র দু'জন বিশ্বকাপ জয়ী অধিনায়ক আছে। এমনকী (সচিন) তেন্ডুলকরকেও এই খেতাব জেতার জন্য ছ'টি বিশ্বকাপ খেলতে হয়েছে।
advertisement
advertisement
একজন ক্রিকেটারকে বিশ্বকাপ জয়ের মাপকাঠি দিয়ে বিচার করতে পার না। তাঁকে বিচার করতে গেলে দেখতে হবে সে কেমন খেলে, খেলার আইকন হয়ে কি উঠতে পারছে, দীর্ঘ সময় ধরে কি খেলছে, সেটা দেখতে হবে। উল্লেখ্য, ২০০৭ টি-২০ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন রোহিত। দক্ষিণ আফ্রিকায় আয়োজিত হয়েছিল টি-২০ বিশ্বকাপের প্রথম সংস্করণ।
advertisement
অনিল কুম্বলের সঙ্গে মানিয়ে নিয়ে বিরাট কোহলির সমস্যা হওয়া, কুম্বলের পরিবর্তে নিয়োগ করা হয় রবি শাস্ত্রীকে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের সঙ্গে ভাল মতো মিশে গিয়েছিলেন বিরাট। যদিও তাঁর অধীনে কোনও আইসিসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারেনি ভারত। ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনাল থেকে স্রেফ ব্যর্থতা নিয়েই ইংল্যান্ড ছাড়তে হয়েছিল বিরাট কোহলি এবং রবি শাস্ত্রী জুটি।
advertisement
গত বছর টি-২০ বিশ্বকাপে বিরাট কোহলির নেতৃত্বে এবং রবি শাস্ত্রীর কোচিং-এ গ্রুপ পর্যায়ের বাধাই টপকাতে পারেনি ভারত। টি-২০ বিশ্বকাপের পরই ভারতীয় কোচের পদ থেকে সরে দাঁড়ান রবি শাস্ত্রী। শাস্ত্রীর পরিবর্তে ভারতীয় দলের কোচের দায়িত্বে বর্তমানে রয়েছেন রাহুল দ্রাবিড়। রবি শাস্ত্রী অবশ্য আগেই জানিয়েছিলেন তিনি আশাবাদী তিনি যা পারেননি সেটা করে দেখাবেন রাহুল দ্রাবিড়।
advertisement
অর্থাৎ আইসিসি ট্রফি জিততে পারেননি রবি শাস্ত্রী এবং বিরাট কোহলি জুটি। রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মা সেই ব্যর্থতার দূর করতে পারেন কিনা দেখার। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট এবং একদিনের সিরিজ হেরেছে ভারত। কোচ রাহুল দ্রাবিড় কথা দিয়েছেন এখান থেকে শিক্ষা নিয়ে পরে ঘুরে দাঁড়াবে ভারত।
রবি শাস্ত্রী মনে করেন একটা সিরিজ দেখে রাহুল দ্রাবিড়ের সমালোচনা করা উচিত নয়। তাকে সময় দেওয়া দরকার। কোচ হিসেবে তার ভাবনা আলাদা হতেই পারে। সেই ভাবনা অনুযায়ী দল সেট করতে কমপক্ষে কিছুটা সময় লাগবেই।
বাংলা খবর/ খবর/খেলা/
Ravi Shastri on Ganguly, Dravid : মনে রাখবেন সৌরভ, দ্রাবিড়রাও বিশ্বকাপ জেতেনি ! নতুন বিতর্ক উস্কে দিলেন শাস্ত্রী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement