IPL 2022: আইপিএল-এ কী নামে খেলবে নতুন দল লখনউ? ভক্তদের মত নিয়েই হল ঘোষণা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
ইতিমধ্যেই দলের অধিনায়কত্বের ভার কে এল রাহুলের হাতে তুলে দিয়েছে লখনউ (Lucknow Super Giants)৷
#কলকাতা: আইপিএল-এর (IPL 2022) নতুন দুই দলের অন্যতম লখনউয়ের দলের নাম হচ্ছে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)৷ এ দিন লখনউ দলের পক্ষ থেকে তাদের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে নতুন নাম ঘোষণা করা হয়৷
আইপিএল-এর (IPL) এই নতুন দলের মালিকানা রয়েছে শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার আরপি সঞ্জীব গোয়েঙ্কা গোষ্ঠীর হাতে৷ এর আগে ২০১৬ এবং ২০১৭ সালের আইপিএল-এ পুণে সুপার জায়ান্টসের মালিকানা ছিল এই গোষ্ঠীর হাতে৷
And here it is, Our identity, Our name.... 🤩🙌#NaamBanaoNaamKamao #LucknowSuperGiants @BCCI @IPL @GautamGambhir @klrahul11 pic.twitter.com/OVQaw39l3A
— Lucknow Super Giants (@LucknowIPL) January 24, 2022
advertisement
advertisement
সেই নামের সঙ্গে সামঞ্জস্য রেখেই লখনউ দলের নামকরণ করা হল৷ অক্টোবর মাসে ৭০৯০ কোটি টাকায় লখনউ দলের স্বত্ত্ব কিনে নেয় সঞ্জীব গোয়েঙ্কার এই সংস্থা৷
ইতিমধ্যেই দলের অধিনায়কত্বের ভার কে এল রাহুলের হাতে তুলে দিয়েছে লখনউ৷ এর পাশাপাশি অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টয়নিস এবং ভারতের রবি বিষ্ণোইকে ড্রাফট পিক হিসেবে বেছেছে তারা৷ ফেব্রুয়ারি মাসের নিলাম থেকে বাকি খেলোয়াড়দের বেছে নেবে লখনউ৷
advertisement
ইতিমধ্যেই ট্যুইটারে প্রায় ৩ লক্ষ ৭০ হাজার ফলোয়ার তৈরি হয়েছে লখনউ দলের৷ ফলে আইপিএল-এর নতুন এই দল নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যেও উৎসাহ তুঙ্গে৷ দলের নাম ঘোষণা করে সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছেন, ভক্তদের পরামর্শ অনুযায়ী দলের নতুন নাম বেছে নেওয়া হয়েছে৷
advertisement
Team owner, Dr. Sanjiv Goenka, Chairman @rpsggroup unveils the name for the Lucknow IPL team. 😊👏🏼#LucknowSuperGiants #NaamBanaoNaamKamao #IPL2022 @IPL @BCCI @GautamGambhir @klrahul11 pic.twitter.com/TvGaZlIgFR
— Lucknow Super Giants (@LucknowIPL) January 24, 2022
সঞ্জীব গোয়েঙ্কা বলেন, 'দলের নামকরণের জন্য ভক্তদের থেকে লক্ষ লক্ষ মেসেজ পেয়েছি আমরা৷ এই বিপুল সাড়া পেয়ে আমরা অভিভূত৷ আপনাদের পরামর্শ মেনেই দলের নামকরণ করা হল৷'
advertisement
লখনউ দলের হেড কোচ হচ্ছেন জিম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেটার অ্যান্ডি ফ্লাওয়ার৷ দলের মেন্টর বাছা হয়েছে গৌতম গম্ভীরকে৷ সহকারী কোচ হিসেবে দায়িত্বে থাকছেন বিজয় দাহিয়া৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 25, 2022 1:08 AM IST