IPL 2022: আইপিএল-এ কী নামে খেলবে নতুন দল লখনউ? ভক্তদের মত নিয়েই হল ঘোষণা

Last Updated:

ইতিমধ্যেই দলের অধিনায়কত্বের ভার কে এল রাহুলের হাতে তুলে দিয়েছে লখনউ (Lucknow Super Giants)৷

আইপিএল-এ এবার নতুন শক্তি লখনউ৷
আইপিএল-এ এবার নতুন শক্তি লখনউ৷
#কলকাতা: আইপিএল-এর (IPL 2022) নতুন দুই দলের অন্যতম লখনউয়ের দলের নাম হচ্ছে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)৷ এ দিন লখনউ দলের পক্ষ থেকে তাদের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে নতুন নাম ঘোষণা করা হয়৷
আইপিএল-এর (IPL) এই নতুন দলের মালিকানা রয়েছে শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার আরপি সঞ্জীব গোয়েঙ্কা গোষ্ঠীর হাতে৷ এর আগে ২০১৬ এবং ২০১৭ সালের আইপিএল-এ পুণে সুপার জায়ান্টসের মালিকানা ছিল এই গোষ্ঠীর হাতে৷
advertisement
advertisement
সেই নামের সঙ্গে সামঞ্জস্য রেখেই লখনউ দলের নামকরণ করা হল৷ অক্টোবর মাসে ৭০৯০ কোটি টাকায় লখনউ দলের স্বত্ত্ব কিনে নেয় সঞ্জীব গোয়েঙ্কার এই সংস্থা৷
ইতিমধ্যেই দলের অধিনায়কত্বের ভার কে এল রাহুলের হাতে তুলে দিয়েছে লখনউ৷ এর পাশাপাশি অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টয়নিস এবং ভারতের রবি বিষ্ণোইকে ড্রাফট পিক হিসেবে বেছেছে তারা৷ ফেব্রুয়ারি মাসের নিলাম থেকে বাকি খেলোয়াড়দের বেছে নেবে লখনউ৷
advertisement
ইতিমধ্যেই ট্যুইটারে প্রায় ৩ লক্ষ ৭০ হাজার ফলোয়ার তৈরি হয়েছে লখনউ দলের৷ ফলে আইপিএল-এর নতুন এই দল নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যেও উৎসাহ তুঙ্গে৷ দলের নাম ঘোষণা করে সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছেন, ভক্তদের পরামর্শ অনুযায়ী দলের নতুন নাম বেছে নেওয়া হয়েছে৷
advertisement
সঞ্জীব গোয়েঙ্কা বলেন, 'দলের নামকরণের জন্য ভক্তদের থেকে লক্ষ লক্ষ মেসেজ পেয়েছি আমরা৷ এই বিপুল সাড়া পেয়ে আমরা অভিভূত৷ আপনাদের পরামর্শ মেনেই দলের নামকরণ করা হল৷'
advertisement
লখনউ দলের হেড কোচ হচ্ছেন জিম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেটার অ্যান্ডি ফ্লাওয়ার৷ দলের মেন্টর বাছা হয়েছে গৌতম গম্ভীরকে৷ সহকারী কোচ হিসেবে দায়িত্বে থাকছেন বিজয় দাহিয়া৷
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2022: আইপিএল-এ কী নামে খেলবে নতুন দল লখনউ? ভক্তদের মত নিয়েই হল ঘোষণা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement