জাপানের বিরুদ্ধে ম্যাচ যে প্রথম ২ ম্যাচের থেকে অনেকটা কঠিন হবে তা আগে থেকেই জানা ছিল। তবে প্রথম গোল পেতে বেশি অপেক্ষা করতে হয়নি ভারতকে। ম্যাচের ১৩ মিনিটে প্রথম গোল করে ভারত। গো করেন অভিষেক। প্রথম গোলের ১১ মিনিট পর আসে দ্বিতীয় গোল। ম্যাচের ২৪ মিনিটে মনদীপ সিংয়ের গোলে ব্যবধান বাড়ায় ভারত।
advertisement
২ গোলে এগিয়ে যাওয়ার পরও আক্রমণ চালিয়ে যায় ভারত। ৩৪ মিনিটে তৃতীয় গোল পায় ভারত। এবার স্কোরশিটে নিজের নাম লেখান অমিত রোহিদাস। চতুর্থ গোল আসে ম্যাচের ৪৮ মিনিটে। নিজের দ্বিতীয় গোল করে দলের পক্ষে ব্যবধান ৪-০ করেন অভিষেক। ৪ গোলে এগিয়ে যাওয়ার পরই ভারতের ম্যাচ জয় নিশ্চিৎ হয়।
আরও পড়ুনঃ ODI World Cup 2023: বিশ্বকাপের আগে ভারতীয় দলকে ‘জওয়ানের’ বার্তা, কী বললেন শাহরুখ খান
কিন্তু ৪ গোলে পিছিয়ে পড়েও একেবারে হাল ছাড়েনি জাপান। শেষের দিকে দুটি গোল করে জাপান। ৫৭ মিনিটে জেঙ্কি মিতানি, ৬০ মিনিটে রিওসেই কাটো গোল করেন। তবে জয় পেতে ভারতের কোনও সমস্যা হয়নি। ৪-২ গোলে ম্যাচ জেতে এশিয়ান গেমসে জয়ের হ্যাটট্রিক করল ভারতীয় হকি দল।