TRENDING:

Asian Games 2023: এশিয়ান গেমসে টানা তৃতীয় জয় ভারতের, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জাপানকে হারাল ৪-২ গোলে

Last Updated:

Asian Games 2023: প্রথম ২ ম্যাচে উজবেকিস্তান ও সিঙ্গাপুরকে ৩২ গোল দিয়ে জয় এসেছিল। এশিয়ান গেমসের তৃতীয় ম্যাচেও জয়ের ধারা বজায় রাখল ভারতীয় হকি দল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জাপানকে ৪-২ গোলে হারাল ভারত। এদিন ম্যাচে জোড়া গোল ম্যাচের নায়ক অভিষেক। এছাড়া অপর দুটি গোল করেন মনদীপ সিং ও অমিত রোহিদাস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রথম ২ ম্যাচে উজবেকিস্তান ও সিঙ্গাপুরকে ৩২ গোল দিয়ে জয় এসেছিল। এশিয়ান গেমসের তৃতীয় ম্যাচেও জয়ের ধারা বজায় রাখল ভারতীয় হকি দল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জাপানকে ৪-২ গোলে হারাল ভারত। এদিন ম্যাচে জোড়া গোল ম্যাচের নায়ক অভিষেক। এছাড়া অপর দুটি গোল করেন মনদীপ সিং ও অমিত রোহিদাস।
advertisement

জাপানের বিরুদ্ধে ম্যাচ যে প্রথম ২ ম্যাচের থেকে অনেকটা কঠিন হবে তা আগে থেকেই জানা ছিল। তবে প্রথম গোল পেতে বেশি অপেক্ষা করতে হয়নি ভারতকে। ম্যাচের ১৩ মিনিটে প্রথম গোল করে ভারত। গো করেন অভিষেক। প্রথম গোলের ১১ মিনিট পর আসে দ্বিতীয় গোল। ম্যাচের ২৪ মিনিটে মনদীপ সিংয়ের গোলে ব্যবধান বাড়ায় ভারত।

advertisement

২ গোলে এগিয়ে যাওয়ার পরও আক্রমণ চালিয়ে যায় ভারত। ৩৪ মিনিটে তৃতীয় গোল পায় ভারত। এবার স্কোরশিটে নিজের নাম লেখান অমিত রোহিদাস। চতুর্থ গোল আসে ম্যাচের ৪৮ মিনিটে। নিজের দ্বিতীয় গোল করে দলের পক্ষে ব্যবধান ৪-০ করেন অভিষেক। ৪ গোলে এগিয়ে যাওয়ার পরই ভারতের ম্যাচ জয় নিশ্চিৎ হয়।

আরও পড়ুনঃ ODI World Cup 2023: বিশ্বকাপের আগে ভারতীয় দলকে ‘জওয়ানের’ বার্তা, কী বললেন শাহরুখ খান

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

কিন্তু ৪ গোলে পিছিয়ে পড়েও একেবারে হাল ছাড়েনি জাপান। শেষের দিকে দুটি গোল করে জাপান। ৫৭ মিনিটে জেঙ্কি মিতানি, ৬০ মিনিটে রিওসেই কাটো গোল করেন। তবে জয় পেতে ভারতের কোনও সমস্যা হয়নি। ৪-২ গোলে ম্যাচ জেতে এশিয়ান গেমসে জয়ের হ্যাটট্রিক করল ভারতীয় হকি দল।

বাংলা খবর/ খবর/খেলা/
Asian Games 2023: এশিয়ান গেমসে টানা তৃতীয় জয় ভারতের, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জাপানকে হারাল ৪-২ গোলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল