ODI World Cup 2023: বিশ্বকাপের আগে ভারতীয় দলকে 'জওয়ানের' বার্তা, কী বললেন শাহরুখ খান

Last Updated:
Jawan star Shah Rukh Khan congratulates Indian team ahead of the ODI World Cup 2023: দেশের মাটিতে বিশ্বকাপে নামার আগে ভারতীয় দলকে শুভেচ্ছা জানাচ্ছে বিভিম্ম ক্ষেত্রের খ্যাতনামারা। সেই তালিকায় থেকে বাদ গেলেন না শাহরুখ খানও।
1/6
৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ওডিআই বিশ্বকাপ ২০২৩। ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া।
৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ওডিআই বিশ্বকাপ ২০২৩। ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া।
advertisement
2/6
২০১১ সালে এমএস ধোনির নেতৃত্বে শেষবার বিশ্বকাপ জিতেছিল ভারত। ১২ বছর পর ফের একবার ঘরের মাঠে বিশ্বজয় করার লক্ষ্যে টিম ইন্ডিয়া।
২০১১ সালে এমএস ধোনির নেতৃত্বে শেষবার বিশ্বকাপ জিতেছিল ভারত। ১২ বছর পর ফের একবার ঘরের মাঠে বিশ্বজয় করার লক্ষ্যে টিম ইন্ডিয়া।
advertisement
3/6
দেশের মাটিতে বিশ্বকাপে নামার আগে ভারতীয় দলকে শুভেচ্ছা জানাচ্ছে বিভিন্ন ক্ষেত্রের খ্যাতনামারা। সেই তালিকায় থেকে বাদ গেলেন না শাহরুখ খানও।
দেশের মাটিতে বিশ্বকাপে নামার আগে ভারতীয় দলকে শুভেচ্ছা জানাচ্ছে বিভিন্ন ক্ষেত্রের খ্যাতনামারা। সেই তালিকায় থেকে বাদ গেলেন না শাহরুখ খানও।
advertisement
4/6
সোশ্যাল মিডিয়ায় প্রায়শই ফ্যানেদের সঙ্গে আড্ডায় বসেন কিং খান। ‘আস্ক মি’ সেশনে এক ফ্যান বলেন, ‘স্যার ভারতের হয়ে বিশ্বকাপ জেতার জন্য এল দ্য বেস্ট বলুন।’
সোশ্যাল মিডিয়ায় প্রায়শই ফ্যানেদের সঙ্গে আড্ডায় বসেন কিং খান। ‘আস্ক মি’ সেশনে এক ফ্যান বলেন, ‘স্যার ভারতের হয়ে বিশ্বকাপ জেতার জন্য এল দ্য বেস্ট বলুন।’
advertisement
5/6
এর উত্তরেই বিশ্বকাপে ভারতীয় দলকে শুভেচ্ছা জানাতে গিয়ে কিং খান বলেন, ‘ইন্ডিয়াআআআ…..ইন্ডিয়াআআ। ছেলেদের জন্য শুভকামনা... একটি দুর্দান্ত বিশ্বকাপ হোক!! শুভকামনা।’
এর উত্তরেই বিশ্বকাপে ভারতীয় দলকে শুভেচ্ছা জানাতে গিয়ে কিং খান বলেন, ‘ইন্ডিয়াআআআ…..ইন্ডিয়াআআ। ছেলেদের জন্য শুভকামনা... একটি দুর্দান্ত বিশ্বকাপ হোক!! শুভকামনা।’
advertisement
6/6
প্রসঙ্গত, এই সেশন চলাকালীনই বিরাট কোহলি ও শাহরুখের মধ্যে কে বশি জনপ্রিয় এই বিতর্ক নিয়ে প্রশ্ন করে। জবাবে এসআরকে কোহলিকে নিজের জামাইয়ের মতন বলেন।
প্রসঙ্গত, এই সেশন চলাকালীনই বিরাট কোহলি ও শাহরুখের মধ্যে কে বশি জনপ্রিয় এই বিতর্ক নিয়ে প্রশ্ন করে। জবাবে এসআরকে কোহলিকে নিজের জামাইয়ের মতন বলেন।
advertisement
advertisement
advertisement