TRENDING:

Ravindra Jadeja, A+ contract : জাদেজার চুক্তি বিরাট, রোহিতদের সমান করা উচিত বোর্ডের! মত প্রাক্তন তারকার

Last Updated:

Aakash Chopra believes Ravindra Jadeja will be promoted in BCCI Central contract. বোর্ডের এ প্লাস চুক্তিতে রাখা উচিত জাদেজাকে, বলছেন আকাশ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এ থেকে বোর্ডের এ প্লাস ক্যাটাগরিতে উঠতে পারেন রবীন্দ্র জাদেজা
এ থেকে বোর্ডের এ প্লাস ক্যাটাগরিতে উঠতে পারেন রবীন্দ্র জাদেজা
advertisement

আরও পড়ুন - IND W vs WI W: ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে ১৫৫ রানে বিশাল জয় মিতালি রাজের ভারতের, নজির ঝুলনের

এবার জাদেজার বিসিসিআই সেন্ট্রাল কন্ট্রাক্ট নিয়ে মুখ খুললেন প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া। তিনি মনে করেন যখন পরবর্তী কন্ট্রাক্ট হবে, তখন বিসিসিআইয়ের উচিত গ্রেড এ প্লাস ক্যাটাগরিতে রবীন্দ্র জাদেজার নাম বিবেচনা করা। এই মুহূর্তে এই ক্যাটাগরিতে আছেন তিন জন ক্রিকেটার। রোহিত শর্মা, বিরাট কোহলি এবং জসপ্রীত বুমরাহ। গ্রেড এ ক্লাস ক্যাটাগরিতে একজন ক্রিকেটার বার্ষিক আয় করেন সাত কোটি টাকা।

advertisement

আরও পড়ুন - KKR Aaron Finch : অ্যালেক্স হেলসের বদলে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চকে দলে নিল কেকেআর

এরপরের ক্যাটাগরি অর্থাৎ শুধু এ গ্রুপে যারা আছেন, তারা আয় করেন ৫ কোটি টাকা। কিন্তু আকাশ মনে করেন রবীন্দ্র জাদেজার ক্যাটাগরি এ থেকে বাড়িয়ে এ প্লাস করা উচিত বিসিসিআইয়ের। পাশাপাশি ঋষভ পন্থ এবং কে এল রাহুল আছেন এ ক্যাটাগরিতে। তাদের এ প্লাস যাওয়ার যোগ্যতা রয়েছে। তবে তার জন্য আরো একটা মরশুম ধারাবাহিকতা দেখাতে হবে।

advertisement

এদিকে রবীন্দ্র জাদেজা জানিয়েছেন তিনি আইসিসির সম্মান পেয়ে খুশি। কিন্তু যখন দেশের জার্সিতে খেলতে নামেন তখন মাথায় পরিসংখ্যান কাজ করে না। ব্যক্তিগত মাইলস্টোন তিনি ভাবেন না। টেস্ট, ওয়ানডে অথবা টি টোয়েন্টি, যে ফরম্যাটেই খেলুন - নিজের সেরাটা তুলে ধরা একমাত্র লক্ষ্য থাকে তার।

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মাটিতে ভারত চ্যাম্পিয়ন হতে পারবে কিনা, সেটা অনেকটাই নির্ভর করছে রবীন্দ্র জাদেজার অলরাউন্ড পারফরম্যান্সের ওপর। এই বছর চেন্নাইয়ের জার্সিতে সবচেয়ে বেশি মূল্য পেয়েছেন তিনি। আগামী একটা বছর নিজেকে ফিট এবং চোটমুক্ত রাখা প্রধান লক্ষ্য স্যার জাদেজার।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Ravindra Jadeja, A+ contract : জাদেজার চুক্তি বিরাট, রোহিতদের সমান করা উচিত বোর্ডের! মত প্রাক্তন তারকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল