IND W vs WI W: ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে ১৫৫ রানে বিশাল জয় মিতালি রাজের ভারতের, নজির ঝুলনের
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
বিশ্বকাপে (Women's World Cup 2022) ভারত বনাম ওয়েস্টইন্ডিজ ম্যাচে ১৫৫ রানে জিতল মিতালি রাজের ভারতীয় দল (Indian Team)৷ এদিন ওয়েস্টইন্ডিজ ৪০.৩ ওভারে ১৬২ রানে অলআউট হয়ে যায়৷
#হ্যামিলটন: ফের জয়ের ধারায় ফিরল ভারতীয় মহিলা দল৷ পাকিস্তানকে হারানোর পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে ফের জয়ের ধারায় ফিরল ভারত৷ এবার তারা রানে জিতল ওয়েস্টইন্ডিজের (Ind W vs WI w) বিরুদ্ধে৷ বিশ্বকাপে (Women's World Cup 2022) ভারত বনাম ওয়েস্টইন্ডিজ ম্যাচে ১৫৫ রানে জিতল মিতালি রাজের ভারতীয় দল (Indian Team)৷ এদিন ওয়েস্টইন্ডিজ ৪০.৩ ওভারে ১৬২ রানে অলআউট হয়ে যায়৷
এদিন ভারত বনাম ওয়েস্টইন্ডিজ ম্যাচে জয়ের জন্য ওয়েস্টইন্ডিজের প্রয়োজন ছিল ৩১৮ রান৷ কিন্তু এই বিশাল টার্গেট তাড়া করতে নেমে দুই ওপেনারই যথেষ্ট ভাল শুরু করেছিলেন৷ দানেন্দ্রা ডটইন ৪৬ বলে ৬২ রান করেন৷ অন্যদিকে ৩৬ বলে ৪৩ রান করেন হেইলি ম্যাথিউজ৷
এরপর অবশ্য টপ ও মিডল অর্ডার প্রায় পুরোটাই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ওয়েস্টইন্ডিজ৷ ভারতের হয়ে স্নেহ রানা, মেঘনা সিং ২ টি করে উইকেট নেন৷ ঝুলন গোস্বামীও উইকেট পান৷
advertisement
advertisement
এদিন আনিসা মহম্মদের উইকেট নিয়ে মহিলা বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী হলেন৷
🚨 RECORD ALERT 🚨
Wicket No. 4⃣0⃣ in the WODI World Cups for @JhulanG10! 🔝 🙌 What a champion cricketer she has been for #TeamIndia ! 👏 👏 #CWC22 | #WIvIND Follow the match ▶️ https://t.co/ZOIa3L288d pic.twitter.com/VIfnD8CnVR — BCCI Women (@BCCIWomen) March 12, 2022
advertisement
এদিন ভারত টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় দল৷ বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে খেলা যস্তিকা ভাটিয়া এদিন ৩১ রান করেন৷ অধিনায়ক মিতালি রাজ ও দীপ্তি শর্মা এদিন ফ্লপ -দুজনে যথাক্রমে ৫ ও ১৫ রান করেন৷ এরপর ওপেনার স্মৃতি মন্ধনার সঙ্গে জুটি বেঁধে দলের স্কোর এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন হরমনপ্রীত কউর৷
advertisement
Innings Break!
A brilliant batting display by #TeamIndia to post 317/8 on the board against the West Indies! 👏 👏 1⃣2⃣3⃣ for @mandhana_smriti 1⃣0⃣9⃣ for @ImHarmanpreet Over to our bowlers now! 👍 👍 #CWC22 | #WIvIND Scorecard ▶️ https://t.co/ZOIa3KL56d pic.twitter.com/BTwRiDkuB9 — BCCI Women (@BCCIWomen) March 12, 2022
advertisement
এদিন স্মৃতি মন্ধানা ১১৯ বলে ১২৩ রান করেন, তাঁর ইনিংস এদিন সাজানো ১৩ টি চার ও ২ টি ছয় দিয়ে৷ এর পাশাপাশি হরমনপ্রীত কউর ১০৭ বলে ১০৯ রান করেন৷ তাঁর এদিনের ইনিংস সাজানো ১০ টি চার ও ২ টি ছয় দিয়ে৷
এদিন ৫০ ওভারে ৮ উইকেটে ৩১৭ রান করে ভারত৷ ওয়েস্টইন্ডিজের হয়ে আনিসা মহম্মদ ২ টি উইকেট নেন৷ বাকি বোলাররা একটি করে উইকেট নেন৷
advertisement
মহিলা ক্রিকেট বিশ্বকাপে (ICC Women's World Cup 2022) ভারতের পারফরম্যান্স এখনও অবধি উঠছে পড়ছে এরকমই হয়েছে৷ ভারত পাকিস্তান বধ করে মহিলা বিশ্বকাপে অভিযান শুরু করলেও আয়োজক নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরেছিল৷ তবে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে স্মৃতি মন্ধনা (Smriti Mandhana) এবং হরমনপ্রীত কউর (Harmanpreet Kaur) যা করলেন তা এক কথায় ধামাকা৷ বিশ্বকাপের মঞ্চে দুজনেই এদিন শতরানের পাশাপাশি জুটিতে তুললেন ১৮৪ রান৷ যা বিশ্বকাপের মঞ্চে ভারতীয় মহিলা জুটির তোলা সেরা পার্টনারশিপ৷
advertisement
এদিন স্মৃতি মন্ধানা (Smriti Mandhana) করেন ১২৩ রান, হরমনপ্রীত কউর (Harmanpreet Kaur) করেন ১০৯ রান৷ চতুর্থ উইকেট জুটিতে তাঁরা তোলেন ১৮৪ রান৷ তাঁদের এই রান মেশিনের দৌলতে বিশ্বকাপের মঞ্চেও সর্বোচ্চ রান করে ভারতীয় মহিলা দল (Women's World Cup) ৫০ ওভারে ৩১৭ রান করেন ভারতের মেয়েরা৷
Fourth ODI century for Harmanpreet Kaur 🔥#CWC22 pic.twitter.com/q3m2CMsgWr
— ICC Cricket World Cup (@cricketworldcup) March 12, 2022
Smriti Mandhana brings up her fifth ODI 100! 🔥
A brilliant innings by the India opener 🙌#CWC22 pic.twitter.com/hWUNySvhhE — ICC Cricket World Cup (@cricketworldcup) March 12, 2022
মহিলাদের বিশ্বকাপে যে কোনও উইকেটের হিসেবেই এটা সর্বোচ্চ রানের পার্টনারশিপ৷ এর আগে থিরুস কামিনী এবং পুনম রাউতের ১৭৫ রানের পার্টনারশিপ ছিল সর্বোচ্চ৷ সেটাও ২০১৩ মহিলা বিশ্বকাপে ( Women's World Cup) ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধেই ছিল৷
এটা চতুর্থ উইকেট পার্টনারশিপ মহিলা একদিনের ক্রিকেট ভারতীয় দলে৷ এর আগে ভারতের চতুর্থ উইকেট পার্টনারশিপে সর্বোচ্চ রান ছিল ১৩৭৷ ২০১৭ সালে হরমনপ্রীত কউর এবং দীপ্তি শর্মা -র ১৩৭ রানের পার্টনারশিপ ছিল৷
এদিকে এদিন হরমনপ্রীত কউর এবং স্মৃতি মন্ধনার চতুর্থ উইকেটের পার্টনারশিপ শুধু ভারতের নয় মহিলা বিশ্বকাপের মঞ্চে মহিলা দলের হয়ে সর্বোচ্চ রানের পার্টনারশিপ
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 12, 2022 1:29 PM IST