একদা কংগ্রেস গড় হিসেবেই পরিচিত বহরমপুর। টানা পাঁচ বারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর প্রতিপক্ষ হিসেবে লড়াই করবেন শাসকদল ঘাস ফুল প্রতিক চিহ্নে ইউসুফ পাঠান। ইতি মধ্যেই বিজেপি একচুল জমি ছাড়তে নারাজ। বিজেপির প্রার্থী ডাঃ নির্মল সাহা ভোট প্রচার শুরু করেছেন অনেকে আগে থেকেই। তৃণমূলের পক্ষ থেকে বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে এদিন সভার আয়োজন করা হয়। বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার কে সঙ্গে নিয়ে তিনি ঝড়ো ব্যাটিং করতে মাঠে নামেন। তবে বিশ্বকাপের মতো তিনি আগামী দিনে ঝড়ো ইনিংস খেলবেন পাশাপাশি মানুষের কাছে তার গ্রহণ যোগ্যতা তৈরি করবেন বলেই জানা গিয়েছে।
advertisement
আরও পড়ুন: ফোঁস-ফোঁস! তমলুকে দেবাংশু ভট্টাচার্যের ভাড়া বাড়িতে ভয়ঙ্কর কাণ্ড! সিঁড়ির তলায় মিলল…!
বহরমপুর তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান জানান, অধীর চৌধুরী কে কটাক্ষ করে বলেন যত বড় ব্যাটসম্যান ততভালো বল করা যাবে। এত বড় সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাই তৃণমূল কে। ক্রিকেট ও রাজনীতির ময়দান দুটো আলাদা। সাধারণ মানুষের জন্য কাজ করতে এসেছি আরও এগিয়ে যাব মানুষের ভরসা নিয়ে।
আরও পড়ুন: বাড়ি ঘিরে ফেলল কেন্দ্রীয় বাহিনী, রাজ্যের মন্ত্রীর বাড়িতে ইডি হানা! কোন মন্ত্রী, কী হতে চলেছে?
ক্রিকেট বিশ্বকাপের সঙ্গে রাজনীতির ময়দান, ফলে ভালো খেলা হবে। গুজরাট আমার জন্মভূমি হলেও আমার বহরমপুর আমার কর্মভূমি হবে। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সুযোগ দিয়েছে আমার অনেক ভালো লাগছে। পাঁচ বারের সাংসদ অধীর চৌধুরী হলেও আগামী দিনে অনেক পরিবর্তন হবে। ভালোর জন্যই পরিবর্তন আনবে সাধারণ মানুষ।
—– কৌশিক অধিকারী