Debangshu Bhattacharya TMC: ফোঁস-ফোঁস! তমলুকে দেবাংশু ভট্টাচার্যের ভাড়া বাড়িতে ভয়ঙ্কর কাণ্ড! সিঁড়ির তলায় মিলল...!

Last Updated:

Debangshu Bhattacharya TMC: দেবাংশু ভট্টাচার্য বলেন, ''বিজেপির তমলুক কেন্দ্রের বিজেপি প্রার্থী হবে বলেছিলেন। তিনি নিজেকে সাপের সঙ্গে তুলনা করেছিলেন, তবে তাকে তো দেখা যায়নি এবং প্রার্থীও ঘোষণা হয়নি।''

দেবাংশুর বাড়িতে সাপ
দেবাংশুর বাড়িতে সাপ
তমলুক: তমলুকে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তমলুকের ভাড়া বাড়িতে চন্দ্রবোড়া সাপ! যা নিয়ে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েননি দেবাংশু! ভোট উপলক্ষ্যে তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তমলুকের একটি ভাড়া বাড়িতেই থাকছেন। আজ সকালে দেখা যায় সেই ভাড়া বাড়ির নীচে সিঁড়ির কোণে সাপ! তবে, বিষাক্ত সাপ দেখেও ভয় না পেয়ে বিজেপি নেতা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেই কটাক্ষ করেছেন তিনি।
দেবাংশু বলেন, ”বিজেপির তমলুক কেন্দ্রের বিজেপি প্রার্থী হবে বলেছিলেন। তিনি নিজেকে সাপের সঙ্গে তুলনা করেছিলেন, তবে তাকে তো দেখা যায়নি এবং প্রার্থীও ঘোষণা হয়নি। তবে প্রার্থী আমার সঙ্গে দেখা করতে এসেছেন।” যদিও সাপ নিয়ে দেবাংশুর কটাক্ষের জবাব দিয়েছেন বিজেপি নেতৃত্ব।
advertisement
advertisement
এদিকে, ভোট প্রচারে বেরিয়ে খোল করতাল নিয়ে নাম সংকীর্তনে মেতে উঠেছেন দেবাংশু ভট্টাচার্য। লোকসভা ভোটে নির্ঘণ্ট প্রকাশ হয়েছে। এবারের লোকসভা ভোটে রাজনৈতিক বিশ্লেষকদের নজর তমলুক লোকসভা কেন্দ্রের ওপর। এবার লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২ লোকসভা কেন্দ্র থেকে বাড়তি গুরুত্ব পাচ্ছে তমলুক লোকসভা কেন্দ্র। তমলুক লোকসভা কেন্দ্রে ইতিমধ্যে প্রচার শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল।
advertisement
রাজনৈতিক দলের কর্মীদের পাশাপাশি প্রার্থীরাও দাপিয়ে বেড়াচ্ছে লোকসভা কেন্দ্রে। তমলুক লোকসভা কেন্দ্রের ভোট প্রচারে খোল করতাল নিয়ে নাম সংকীর্তনে মেতে উঠলেন দেবাংশু ভট্টাচার্য।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Debangshu Bhattacharya TMC: ফোঁস-ফোঁস! তমলুকে দেবাংশু ভট্টাচার্যের ভাড়া বাড়িতে ভয়ঙ্কর কাণ্ড! সিঁড়ির তলায় মিলল...!
Next Article
advertisement
Kolkata Water Logging Update: মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
  • দুপুরের পর থেকে কমে এসেছিল বৃষ্টি৷ যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছিল কলকাতা পুরসভাও৷ শেষ পর্যন্ত রাতের মধ্যেই শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা থেকে জল সম্পূর্ণ সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি করল কলকাতা পুরসভা৷ মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত যে রাস্তাগুলি থেকে জল নেমেছে, সেই রাস্তাগুলির একটি তালিকাও প্রকাশ করে পুর কর্তৃপক্ষ৷

VIEW MORE
advertisement
advertisement