মিনাখাঁর ঘোষপুর, লাউগাছি, কুশাংরা সহ কয়েকটি গ্রামের যুবকরা মানিব্যাগ তৈরি করে ভালভাবে সংসার চালাচ্ছেন। চামড়ার মানিব্যাগ তৈরি করে আয়ের পথ দেখছেন মিনাখাঁর ঘোষপুর, লাউগাছি, কুশাংরা সহ কয়েকটি গ্রাম মিলিয়ে ৬০০ থেকে ৮০০ বেকার যুবক। এঁদের অনেকেই আগে বেকার ছিলেন, কেউবা আবার কলকাতা বা ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন।
advertisement
আরও পড়ুন: সেগুন কাঠ দিয়ে বানানো হয়েছিল সৌখিন আসবাবপত্র, মাঝপথেই গাড়ি বাজেয়াপ্ত করল বন দফতর
উল্লেখ্য, মিনাখাঁর বাসন্তী হাইওয়ে লাগোয়া বানতলায় তৈরি হয়েছিল এশিয়ার অন্যতম বৃহৎ চর্মনগরী। এই মুহূর্তে এখানে ৬০০-র বেশি ছোট বড় চামড়ার কারখানা রয়েছে। আর সেখান থেকে চামড়ার সামগ্রী বরাত নিয়ে বাড়ি নিয়ে এসে বাড়িতেই অবস্থিত কারখানায় চামড়ার মানিব্যাগ তৈরির কাজ চলছে। এইভাবেই এলাকায় বেকারত্বের সমস্যা অনেকটাই কমেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
জুলফিকার মোল্যা