TRENDING:

Wallet Making: বাড়িতে মানিব্যাগ তৈরি করে সংসারের হাল ফিরিয়েছে মিনাখাঁর যুবকরা

Last Updated:

Wallet Making: মিনাখাঁর ঘোষপুর, লাউগাছি, কুশাংরা সহ কয়েকটি গ্রামের যুবকরা মানিব্যাগ তৈরি করে ভালভাবে সংসার চালাচ্ছেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: মানিব্যাগ তৈরি করে কর্মসংস্থানের দিশা দেখছেন মিনাখাঁর যুবকরা। এক সময় এলাকায় কাজ না থাকায় যুবকদের জীবিকার সন্ধানে পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে পাড়ি দিতে হত। সেভাবেই কাজ করতে গিয়ে মানিব্যাগ তৈরি শিখে এসেছেন। এবার নিজের এলাকাতেই তা তৈরি করে স্বাবলম্বী হয়ে উঠছেন স্থানীয় যুবকরা।
advertisement

মিনাখাঁর ঘোষপুর, লাউগাছি, কুশাংরা সহ কয়েকটি গ্রামের যুবকরা মানিব্যাগ তৈরি করে ভালভাবে সংসার চালাচ্ছেন। চামড়ার মানিব্যাগ তৈরি করে আয়ের পথ দেখছেন মিনাখাঁর ঘোষপুর, লাউগাছি, কুশাংরা সহ কয়েকটি গ্রাম মিলিয়ে ৬০০ থেকে ৮০০ বেকার যুবক। এঁদের অনেকেই আগে বেকার ছিলেন, কেউবা আবার কলকাতা বা ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন।

advertisement

আর‌ও পড়ুন: সেগুন কাঠ দিয়ে বানানো হয়েছিল সৌখিন আসবাবপত্র, মাঝপথেই গাড়ি বাজেয়াপ্ত করল বন দফতর

উল্লেখ্য, মিনাখাঁর বাসন্তী হাইওয়ে লাগোয়া বানতলায় তৈরি হয়েছিল এশিয়ার অন্যতম বৃহৎ চর্মনগরী। এই মুহূর্তে এখানে ৬০০-র বেশি ছোট বড় চামড়ার কারখানা রয়েছে। আর সেখান থেকে চামড়ার সামগ্রী বরাত নিয়ে বাড়ি নিয়ে এসে বাড়িতেই অবস্থিত কারখানায় চামড়ার মানিব্যাগ তৈরির কাজ চলছে। এইভাবেই এলাকায় বেকারত্বের সমস্যা অনেকটাই কমেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

জুলফিকার মোল্যা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Wallet Making: বাড়িতে মানিব্যাগ তৈরি করে সংসারের হাল ফিরিয়েছে মিনাখাঁর যুবকরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল