Forest Department: সেগুন কাঠ দিয়ে বানানো হয়েছিল সৌখিন আসবাবপত্র, মাঝপথেই গাড়ি বাজেয়াপ্ত করল বন দফতর

Last Updated:

Forest Department: দীর্ঘ আট ঘণ্টার গোপন অভিযানে অবশেষে সাফল্য পাওয়া যায়। অসমের সীমানা পার করে পশ্চিমবঙ্গের সীমানায় গাড়িটি প্রবেশের পর‌ই তার পিছু নেয় বনকর্মীরা

আসবাবপত্র 
আসবাবপত্র 
আলিপুরদুয়ার: কাঠ দিয়ে তৈরি আসবাবপত্র বোঝাই গাড়ি বাজেয়াপ্ত হল অসম সীমানায়। প্রতিবেশী রাজ্যের সীমান্তবর্তী বারবিশায় কাঠের আসবাবপত্র বোঝাই গাড়িটি বাজেয়াপ্ত করে বন দফতর। উদ্ধার হয় সেগুন কাঠের তৈরি বিপুল পরিমাণ আসবাবপত্র।
গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযানে চালিয়ে বনবিভাগের ভল্কা রেঞ্জের বনকর্মীরা এই সাফল্য পান। বন দফতর সূত্রে জানা গিয়েছে, খবর ছিল অসমের ডিমাপুর থেকে বিহারের মতিহারির দিকে অবৈধভাবে কাঠের তৈরি আসবাবপত্র নিয়ে যাওয়া হচ্ছে। দীর্ঘ আট ঘণ্টার গোপন অভিযানে অবশেষে সাফল্য পাওয়া যায়। অসমের সীমানা পার করে পশ্চিমবঙ্গের সীমানায় গাড়িটি প্রবেশের পর‌ই তার পিছু নেয় বনকর্মীরা।
advertisement
advertisement
এদিকে গাড়ির চালক বনকর্মীদের গতিবিধি বুঝতে পেরে বারবিশা এলাকায় জাতীয় সড়কের উপর গাড়ি ছেড়ে পালিয়ে যায়। এরপর বনকর্মীরা গাড়িটি বাজায়াপ্ত করেন। সেখান থেকে উদ্ধার হয় আটটি বক্স খাট, দুটি সোফা, দুটি ড্রেসিং টেবিল, বারোটি অসম্পূর্ণ দরজার চৌকাঠ । এছাড়াও সেগুন কাঠের তক্তা উদ্ধার হয় ৭০ সিএফটি। সবমিলিয়ে উদ্ধার হওয়া কাঠের পরিমান ৩৫০ সিএফটি। যার অনুমানিক বাজার মূল্য ২০ লক্ষ টাকা বলে জানা গিয়েছে।
advertisement
অনন্যা দে
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Forest Department: সেগুন কাঠ দিয়ে বানানো হয়েছিল সৌখিন আসবাবপত্র, মাঝপথেই গাড়ি বাজেয়াপ্ত করল বন দফতর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement