TRENDING:

Bangla News|| প্রেমের টানে তারকাঁটা টপকে ঠাঁই হয়েছিল বাংলাদেশের জেলে! মুক্তির পর কী করলেন যুবক? জানুন...

Last Updated:

Bangla News: প্রথমে ভুল নম্বরে মিস্‌ড কল থেকে প্রেম। আর তারপরেই প্রেমিকার আবদার মেটাতে বৈধ কাগজপত্র ছাড়াই বছর তিনেক আগে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে গিয়েছিল ভারতীয় যুবক। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদঃ প্রথমে ভুল নম্বরে মিস্‌ড কল থেকে প্রেম। আর তারপরেই প্রেমিকার আবদার মেটাতে বৈধ কাগজপত্র ছাড়াই বছর তিনেক আগে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে গিয়েছিলেন ভারতীয় যুবক। প্রেমিকার সঙ্গে দেখা করে ফেরার পথে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর হাতে গ্রেফতার হতে হয় তাঁকে।
advertisement

অনুপ্রবেশের অভিযোগে ওই যুবকের তিন বছর কাটে বাংলাদেশের জেলে। সেই সময় অনেক চেষ্টা করেও সাড়া দেননি প্রেমিকা। তিন বছর পর অবশেষে ভারত-বাংলাদেশ হাইকমিশন পর্যায়ের বৈঠকের মাধ্যমে গেদে-দর্শনা চেকপোস্ট হয়ে ভারতে ফিরলেন মুর্শিদাবাদের জলঙ্গির যুবক আমফান শেখ। আমফান ফিরে আসায় খুশি পরিবারের সদস্যরা।

আরও পড়ুনঃ বাড়িতে লাগান এই ৪ গাছ, সংসারে উথলে পড়বে সুখ-সমৃদ্ধি, কারও কুনজর পড়বে না

advertisement

আমফান জানিয়েছেন, আমি প্রেমিকার সঙ্গে দেখা করে ফেরার পথেই তিনজন যুবক বিজিবির হাতে তুলে দেয় আমাকে। তিনবছর হাজতবাস করে বাড়ি ফিরে এসে আবার বাবার সঙ্গে কাজে যুক্ত হতে পেরে ভাল লাগছে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, জলঙ্গির সরকার পাড়ার বাসিন্দা আমফান। তিনি একটি ছোট মোবাইল রিচার্জের দোকান চালাতেন।

আরও পড়ুনঃ জামাইষষ্ঠী করে সন্ধ্যায় ফিরেছিল! বাড়ি ফিরে এ কী করল ‌যুবক! হতবাক গোটা পরিবার

advertisement

২০২০ সালের জুন মাসে ফেসবুকে সমাজ মাধ্যমের সূত্রে তাঁর সঙ্গে পরিচয় হয় বাংলাদেশের কুষ্টিয়া জেলার দৌলতপুরের মহিষকুণ্ডির এক তরুণীর। সেই পরিচয় থেকে তৈরি হয় দু’জনের প্রেমের সম্পর্ক। মাস তিনেক প্রেমপর্ব চলার পর আমফানকে বাংলাদেশে যেতে জোরাজুরি করে তরুণী। আর সেই আবদার মেটাতে প্রেমিকার ডাকে সাড়া দিয়ে ২০২০ সালের ৯ সেপ্টেম্বর দৌলতপুর সীমান্ত পেরিয়ে কুষ্টিয়া যান আমফান।

advertisement

কিন্তু প্রেমে বিধি বাম। চার বাংলাদেশী আমফানকে আটক করে তুলে দেয় বিজিবির হাতে। বিজিবি আমফানকে গ্রেফতার করে। অনুপ্রবেশের অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আমফানকে তিন বছরের কারাদণ্ডের নির্দেশ দেন। অবশেষে বিজিবি ভারতীয় বিএসএফের হাতে তুলে দেয়। পরিশেষে বাড়ি ফিরে আসে পরিবারের। পরিবারে ফিরে আসায় খুশি পরিবারের সদস্যরা ।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কৌশিক অধিকারী

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News|| প্রেমের টানে তারকাঁটা টপকে ঠাঁই হয়েছিল বাংলাদেশের জেলে! মুক্তির পর কী করলেন যুবক? জানুন...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল